বুধবার, ১৩ জুন, ২০১২

ত্রিমাত্রিক হচ্ছে পিঁপড়ারা

পিঁপড়াদের ত্রিমাত্রিক বা থ্রিডি ছবি তোলার প্রকল্প হাতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। বিভিন্ন প্রজাতির পিঁপড়ার ত্রিমাত্রিক ছবি তুলে অনলাইনে সংরক্ষণ করবেন তাঁরা।
বিবিসি জানিয়েছে, পিঁপড়ার দেহের বিভিন্ন অংশের ছবি তুলে ত্রিমাত্রিকভাবে তা উপস্থাপন করতে কাজ করছেন ক্যালিফোর্নিয়া অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষকেরা। বিভিন্ন প্রজাতির পিঁপড়ার ত্রিমাত্রিক ছবি ও তথ্যসহ অনলাইনে একটি ক্যাটালগ তৈরি করবেন তাঁরা। এই অনলাইন ক্যাটালগের নাম হবে ‘অ্যান্টওয়েব’। কীটপতঙ্গ গবেষকেরা অ্যান্টওয়েব থেকে পিঁপড়া বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাবেন।
গবেষক দলের নেতৃত্বে রয়েছেন ব্রায়ান ফিশার। লন্ডনে অবস্থিত ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামে (এএইচএম) ফিশার ও তাঁর গবেষক দল পিঁপড়ার ছবি তোলার করছেন। এখন পর্যন্ত তাঁরা আট হাজার প্রজাতির পিঁপড়ার ছবি তুলেছেন।
গবেষকেরা ধারণা করছেন, পৃথিবীতে পিঁপড়ার প্রায় ৩০ হাজার প্রজাতি রয়েছে। এর মধ্যে ১৫ হাজার প্রজাতির পিঁপড়ার তথ্য রয়েছে বিশেষজ্ঞদের হাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন