বুধবার, ১৩ জুন, ২০১২

কে কখন ঘুমায় টুইটার সব জানে!

সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় ‘খুদে ব্লগ’ সাইট টুইটার জানে, কে কখন ঘুমায়—সম্প্রতি এমন এক চমকপ্রদ তথ্যই প্রকাশ করেছেন টুইটার ইঞ্জিনিয়ার মিগুয়েল রায়োস এবং জিমি লিন।
বিশ্বের চারটি বড় শহরে টুইটার বার্তা চালাচালির হার পর্যবেক্ষণ করে মিগুয়েল এবং জিমি জানিয়েছেন, ব্রাজিলের সাও পাওলোতে মধ্যাহ্নভোজের পর টুইটের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। সেখানকার টুইটার ব্যবহারকারীরা দুপুরে ঘুমান বলেই এমনটা ঘটে। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
শুধু দিনের হিসাব নয়, বছরের কোন মাসে টুইটার ব্যবহারকারীরা বেশি ঘুমান না—সে হাঁড়ির খবরও বের করেছেন মিগুয়েল এবং জিমি। জানিয়েছেন, ইস্তাম্বুলে আগস্ট মাসে খুব বেশি ঘুমান না টুইটার ব্যবহারকারীরা।
মিগুয়েল আর জিমি আরও জানিয়েছেন, নিউইয়র্কের অধিবাসীরা ছুটির দিন বাদে বাকি দিনগুলোতেই বেশি সক্রিয় থাকেন টুইটারে। কাজের ফাঁকে ফাঁকে টুইট নিয়ে ব্যস্ত থাকেন তাঁরা। কিন্তু এদিক থেকে পুরোপুরি ব্যতিক্রম জাপানিরা। টোকিওর টুইটার ব্যবহারকারীরা কাজের সময় খুব কমই টুইট করেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁরা টুইটার ব্যবহার করেন না বললেই চলে। শীত কিংবা গ্রীষ্ম—সব সময়ই জাপানিরা নিয়ম করে ঘুমান বলেও উল্লেখ করেছেন মিগুয়েল এবং জিমি।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন