বুধবার, ১৩ জুন, ২০১২

‘ফেসবুকে বয়সের বাধ্যবাধকতা থাকছে না’!

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ১৩ বছর। সম্প্রতি এক খবরে যুক্তরাজ্যভিত্তিক সানডে টাইমস জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীর জন্য আর কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকছে না।
অর্থাত্ শিশু থেকে শুরু করে সবার জন্যই উন্মুক্ত হবে ফেসবুক। যুক্তরাজ্যে ফেসবুকের নীতিনির্ধারকদের প্রধান সিমন মিলনারকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে সানডে টাইমস। মিলনার জানিয়েছেন, ফেসবুক ব্যবহারের নীতিমালায় পরিবর্তন বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। সবার জন্য উন্মুক্ত করা হবে সামাজিক যোগাযোগের এই ক্ষেত্রটি। তিনি বলেন, ‘দেখা গেছে, অনেক মা-বাবা তাঁদের সন্তানকে ফেসবুকে দেখে খুশি হন। তাই আমরা সবার জন্য ফেসবুক উন্মুক্ত করে বিষয়টি মানুষ কীভাবে নেয়, সেটাই পরীক্ষা করে দেখতে চাই।’
এদিকে মিলনারের মন্তব্য নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ এখনো বিষয়টি সরাসরি বাতিল করেনি। ফেসবুকের বক্তব্য হচ্ছে, তারা সব সময় শিশুদের নিরাপদ রাখতে কাজ করেছে এবং তাঁদের নীতিমালায় এ বিষয়টি সব সময়ই থাকবে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সব সময় শিশুদের ফেসবুক ব্যবহারের পক্ষে। তাঁর মতে, শিক্ষার কাজে সব শিশুকেই ফেসবুক ব্যবহার করতে দেওয়া উচিত।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেসবুক কর্তৃপক্ষ পরিষ্কারভাবে ঘোষণা না দিলেও তাঁরা যে আগে বা পরে যেকোনো সময় সবার জন্যই ফেসবুক উন্মুক্ত করবে, তা নিশ্চিত করেই বলা যায়।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন