বুধবার, ১৩ জুন, ২০১২

২০১৭-এর মধ্যে বিশ্বের ৮৫ শতাংশের কাছে দ্রুততর ইন্টারনেট

বর্তমানে বিশ্বের ৮৫ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহারের আওতায় রয়েছে। অর্থাত্ মোবাইলে কথা বলা ও মেসেজ পাঠাতে পারেন বিশ্বের ৮৫ ভাগ মানুষ। সুইডেনের বিখ্যাত টেলিযোগাযোগভিত্তিক প্রতিষ্ঠান এরিকসন সম্প্রতি এক জরিপে জানিয়েছে, ২০১৭ সাল নাগাদ বিশ্বের প্রায় সমানসংখ্যক মানুষের কাছে মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পৌঁছে যাবে। অর্থাত্, ২০১৭ সাল নাগাদ বিশ্বের ৮৫ শতাংশ মানুষ মোবাইলে থ্রিজি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, মোবাইল ফোনের ভবিষ্যত্ বিষয়ে ৫ জুন ‘ট্রাফিক অ্যান্ড মার্কেট রিপোর্ট’ নামে এ প্রতিবেদন প্রকাশ করেছে এরিকসন।
এরিকসনের এই সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০১৭ সাল নাগাদ মোবাইল সাবসক্রিপশন দাঁড়াবে নয় বিলিয়ন অর্থাত্ ৯০০ কোটি। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের কাছে পৌঁছে যাবে ৪ জি বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা। এর মধ্যে ৩০০ কোটি মানুষের কাছে থাকবে কেবল স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
বর্তমানে ৪২০ কোটি মানুষের মোট ৬২০ কোটি মোবাইল সাবসক্রিপশন রয়েছে।
উল্লেখ্য, এ জরিপে প্রতিজনের একাধিক মোবাইল সাবসক্রিপশনও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১১ সালের শেষ নাগাদ স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭০ কোটিরও বেশি।
এরিকসনের পরিকল্পনা প্রধান ডগলাস গিলস্ট্র্যাপ জানিয়েছেন, বর্তমানে মানুষ কোনো পণ্য কেনার আগে ইন্টারনেট ব্যবহার করা যায় কিনা সেটা ভেবে দেখে। আর এই মানসিকতা মোবাইল ব্রডব্যান্ডের ও ডেটা ট্রাফিকের চাহিদা বাড়িয়ে দিচ্ছে। এ সুযোগটাকে কাজে লাগিয়ে মোবাইল অপারেটররা উন্নত নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে দ্রুত তথ্য স্থানান্তরের সুযোগ তৈরি করছে।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন