বুধবার, ১৩ জুন, ২০১২

`ফেসবুক ক্যামেরা'

আইফোনের নতুন অ্যাপ্লিকেশন হিসেবে `ফেসবুক ক্যামেরা' চালু করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। হাফিংটন পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার নতুন এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করেছে ফেসবুক। অ্যাপলের `অ্যাপ স্টোর' থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
ফেসবুক ক্যামেরা অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনের অন্যান্য ক্যামেরা অ্যাপ্লিকেশনের মতই কাজ করে। ফেসবুক ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন সদৃশ। উল্লেখ্য, ইনস্টাগ্রাম নামের ফটো-শেয়ারিং অ্যাপ্লিকেশনটি ১ বিলিয়ন ডলার খরচ করে সম্প্রতি কিনে নিয়েছে ফেসবুক।
অ্যাপ্লিকেশনটি চালু করা হলে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তোলা যাবে এবং সে ছবিটি ফিলটার, ক্রপ, টল্টি ও ফেসবুকে শেয়ার করার সুবিধাও থাকছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে `ফেসবুক ক্যামেরা' উন্মুক্ত করা হলেও এর অ্যান্ড্রয়েড সংস্করণ চালু করা হবে। তবে কবে নাগাদ অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ফেসবুক।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন