বুধবার, ১৩ জুন, ২০১২

বিয়ের পর কৃপণ সেজেছেন জাকারবার্গ!

বিয়ের আগে এ বদনাম না থাকলেও বিবাহিত জাকারবার্গ নাকি কৃপণতা শুরু করেছেন! এক খবরে যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকাটি জানিয়েছে, বিয়ের পর নাকি রীতিমতো কৃপণ হয়ে উঠেছেন মার্ক জাকারবার্গ!
পকেট থেকে নাকি একেবারেই টাকা-পয়সা বের করতে চাইছেন না! নিন্দুকেরা বলাবলি করছেন, বিয়ের আগে জাকারবার্গ যে পরিমাণ খরচ করতেন, বিয়ের পর থেকে তিনি নাকি একেবারে হাত গুটিয়ে নিয়েছেন।
১৮ মে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গ বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যানকে। বিয়ের পর এই জুটি এখন মধুচন্দ্রিমায় ব্যস্ত আর কপৃণতার এই খবর রটেছে মধুচন্দ্রিমায় যাওয়ার পর থেকেই। রোমে মধুচন্দ্রিমায় গিয়েই নাকি কৃপণতা দেখাতে শুরু করেছেন জাকারবার্গ। তবে কি বিয়ের পর হাতে টান পড়েছে ২০ বিলিয়ন ডলারের মালিকের?
টেলিগ্রাফ জানিয়েছে, রোমে হানিমুনে গিয়ে সস্ত্রীক একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন জাকারবার্গ। সেখানে তাঁরা মাত্র ৩২ ইউরো খরচ করে দুপুরের খাবার খেয়েছেন। খাবারের পর সামান্যতম বকশিশটুকুও দেননি এই ২০ বিলিয়নের তিনি!Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন