সম্প্রতি প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বিশ্বে বেশ কিছু
সমস্যার মধ্যে পড়ে গেছে মাইক্রোসফট। এর কারণ মাইক্রোসফট অ্যাপল হওয়ার
চেষ্টা করছে। অ্যাপলের সফল ব্যবসা নীতিকে অনুসরণ করতে গিয়েই হিমশিম খাচ্ছে
মাইক্রোসফট। অ্যাপলের সঙ্গে দৌড়ানোর ক্ষেত্রে অদ্ভুত সব পন্থা অবলম্বন করতে
হচ্ছে মাইক্রোসফটকে; যা প্রতিষ্ঠানটিকে বিভিন্ন পরীক্ষার মুখে ঠেলে
দিচ্ছে। ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) বিশ্লেষক আল গিলেনের
বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
উইন্ডোজ ৮ বাজারে ছাড়া, অ্যাপস্টোর চালুসহ সফটওয়্যার ব্যবসায় অ্যাপলকে অনুসরণ করার চেষ্টা করছে মাইক্রোসফট। আল গিলেন জানিয়েছেন, প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোনো একটি পণ্য কেনা হলে তার সঙ্গে সংশ্লিষ্ট সেবাটির নিশ্চয়তা না পেলে ক্রেতা সে পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অ্যাপল এ ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যবসা নীতি ঠিক করে রেখেছে। মাইক্রোসফটও তাই এখন অ্যাপলকে অনুসরণ করার চেষ্টা করছে। কিন্তু অ্যাপলের মতো গোছানো সংসার না থাকায় মাইক্রোসফটকে বাজারে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে।Suvro
উইন্ডোজ ৮ বাজারে ছাড়া, অ্যাপস্টোর চালুসহ সফটওয়্যার ব্যবসায় অ্যাপলকে অনুসরণ করার চেষ্টা করছে মাইক্রোসফট। আল গিলেন জানিয়েছেন, প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোনো একটি পণ্য কেনা হলে তার সঙ্গে সংশ্লিষ্ট সেবাটির নিশ্চয়তা না পেলে ক্রেতা সে পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অ্যাপল এ ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যবসা নীতি ঠিক করে রেখেছে। মাইক্রোসফটও তাই এখন অ্যাপলকে অনুসরণ করার চেষ্টা করছে। কিন্তু অ্যাপলের মতো গোছানো সংসার না থাকায় মাইক্রোসফটকে বাজারে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন