কাউকে আঘাত না করা, কোনো পরিস্থিতিতে ঝামেলা-বাগবিতণ্ডা এড়ানো বা কাছের
পুরুষ বন্ধুটির সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য মেয়েরা প্রায়ই কিছু মিথ্যা
কথা বলে থাকে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার স্বার্থে মেয়েদের বলা
এমন কিছু সাধারণ মিথ্যা কথার খবর দিয়েছে টিএনএন।
১. আমি তোমার ডাকের জন্য অপেক্ষা করছিলাম না।
২. আমি সত্যিই তোমাকে পছন্দ করি, কিন্তু আমি জানি না যে কখন এটা প্রেমে রূপ নেবে।
৩. এ মুহূর্তে যদি আমি কারও সঙ্গে ঘুমাতে চাই, তাহলে সেটা একমাত্র তুমি।
৪. আমার মনে হয়, আমাদের বিলটা ভাগাভাগি করে নেওয়া দরকার। সব সময় তোমারই এটা দেওয়ার দরকার নেই।
৫. আমি সত্যিই কখনো অনুধাবন করিনি যে আমি এটা এত পছন্দ করি।
৬. শারীরিক সম্পর্কটা সত্যিই খুব মজার।
৭. যদি ছেলেটার টাক থাকে, দেখতে অতটা সুন্দর না-ও হয়, তাও ঠিক আছে, অন্ততপক্ষে সে ধনী তো! আমরা একটা নিরাপদ জীবন কাটাতে পারব।
৮. আমি কখনোই আধিপত্যপ্রবণ হতে চাই না। আর আমি তোমার সঙ্গে কখনোই খ্যাঁচ খ্যাঁচ করব না।
৯. তুমিই সেই একমাত্র মানুষ, যাকে আমি সব সময় চেয়েছি।Suvro
১. আমি তোমার ডাকের জন্য অপেক্ষা করছিলাম না।
২. আমি সত্যিই তোমাকে পছন্দ করি, কিন্তু আমি জানি না যে কখন এটা প্রেমে রূপ নেবে।
৩. এ মুহূর্তে যদি আমি কারও সঙ্গে ঘুমাতে চাই, তাহলে সেটা একমাত্র তুমি।
৪. আমার মনে হয়, আমাদের বিলটা ভাগাভাগি করে নেওয়া দরকার। সব সময় তোমারই এটা দেওয়ার দরকার নেই।
৫. আমি সত্যিই কখনো অনুধাবন করিনি যে আমি এটা এত পছন্দ করি।
৬. শারীরিক সম্পর্কটা সত্যিই খুব মজার।
৭. যদি ছেলেটার টাক থাকে, দেখতে অতটা সুন্দর না-ও হয়, তাও ঠিক আছে, অন্ততপক্ষে সে ধনী তো! আমরা একটা নিরাপদ জীবন কাটাতে পারব।
৮. আমি কখনোই আধিপত্যপ্রবণ হতে চাই না। আর আমি তোমার সঙ্গে কখনোই খ্যাঁচ খ্যাঁচ করব না।
৯. তুমিই সেই একমাত্র মানুষ, যাকে আমি সব সময় চেয়েছি।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন