সন্তান কার কাছে ফোন করছে, কোন কোন ওয়েবসাইট দেখছে-যেসব অভিভাবক এ
বিষয়গুলো কঠোরভাবে নজরদারি করতে চান, তঁাদের জন্য মোবাইলের
সিমকার্ড-নির্ভর একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যভিত্তিক বেমিলো
সিস্টেমস নামের একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান। এক খবরে জানিয়েছে
বিবিসি।
সিমকার্ড-নির্ভর এই প্রযুক্তিটি ভোডাফোন নেটওয়ার্কে চালু হবে। এ সেবাটির মাধ্যমে সন্তানের ওপর নজরদারির পাশাপাশি নির্দষ্টি সময়ে তাদের জন্য মোবাইল ফোন ব্যবহার করে কল করা, মেসেজ পাঠানো, ইন্টারনেট ব্রাউজ করার বিষয়টিও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে।
অভিভাবকের চোখ এড়িয়ে এই প্রযুক্তিটিকে বন্ধ রাখা সম্ভব হবে না। সার্ভিসটি পেতে সিমকার্ডসহ `সেফটি প্যাক' সেবাটি কিনতে হবে এবং মোবাইল ফোনে তা ইনস্টল করতে হবে। মাসিক নির্দষ্টি খরচের বিনিময়ে চালু থাকবে বেমিলোর এই সার্ভিসটি। সব ধরনের নেটওয়ার্কে এই সেবা চালু থাকবে। মোবাইল ফোন ও ট্যাবলেটে অভিভাবক নির্দষ্টি ওয়েবসাইট ও ফোন নম্বর এবং নির্দষ্টি সময় ঠিক করে দিতে পারবেন এবং অভিভাবকেরা সন্তানের পাঠানো ই-মেইল ও মেসেজ পরীক্ষা করে দেখতে পারবেন।Suvro
সিমকার্ড-নির্ভর এই প্রযুক্তিটি ভোডাফোন নেটওয়ার্কে চালু হবে। এ সেবাটির মাধ্যমে সন্তানের ওপর নজরদারির পাশাপাশি নির্দষ্টি সময়ে তাদের জন্য মোবাইল ফোন ব্যবহার করে কল করা, মেসেজ পাঠানো, ইন্টারনেট ব্রাউজ করার বিষয়টিও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে।
অভিভাবকের চোখ এড়িয়ে এই প্রযুক্তিটিকে বন্ধ রাখা সম্ভব হবে না। সার্ভিসটি পেতে সিমকার্ডসহ `সেফটি প্যাক' সেবাটি কিনতে হবে এবং মোবাইল ফোনে তা ইনস্টল করতে হবে। মাসিক নির্দষ্টি খরচের বিনিময়ে চালু থাকবে বেমিলোর এই সার্ভিসটি। সব ধরনের নেটওয়ার্কে এই সেবা চালু থাকবে। মোবাইল ফোন ও ট্যাবলেটে অভিভাবক নির্দষ্টি ওয়েবসাইট ও ফোন নম্বর এবং নির্দষ্টি সময় ঠিক করে দিতে পারবেন এবং অভিভাবকেরা সন্তানের পাঠানো ই-মেইল ও মেসেজ পরীক্ষা করে দেখতে পারবেন।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন