বুধবার, ১৩ জুন, ২০১২

আগামী বছর আসছে ফেসবুক স্মার্টফোন!

বিশ্বসেরা সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার স্মার্টফোন নিয়ে আসছে। আগামী বছর ফেসবুকের তৈরি স্মার্টফোন বাজারে আসছে বলে জানা গেছে। মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, তাই মোবাইলের নানা সেবা কেনার পাশাপাশি এবার পূর্ণাঙ্গ স্মার্টফোনই তৈরি করছে ফেসবুক। ইতিমধ্যে এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। অ্যাপলের আইফোন আর আইপ্যাড তৈরির সঙ্গে একদল সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রকৌশলীকে ইতিমধ্যে ফেসবুকের স্মার্টফোন তৈরির জন্য নিয়োগও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ২০১০ সালে প্রথম ফেসবুক নিজেদের স্মার্টফোন তৈরি করবে বলে সংবাদ প্রকাশিত হয়, যা নানা সমস্যার কারণে আলোর মুখ দেখেনি। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মুঠোফোনসংশ্লিষ্ট সব অংশ নিয়েই ফেসবুক কাজ করছে।
ফেসবুকের স্মার্টফোনটি কেমন হবে, কোন অপারেটিং সিস্টেম চালিত হবে—এসব এখনো জানা যায়নি। কারণ, তৈরির প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলে এক সূত্রে জানা গেছে। এর পাশাপাশি ফেসবুক নিজস্ব ব্রাউজার তৈরি করতে অপেরাকে কিনে নেওয়ার বিষয়ে ভাবছে বলেও জানা গেছে। নানা ধরনের প্লাগ-ইনভিত্তিক ব্রাউজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অপেরাকে নিয়ে ফেসবুক নতুনভাবে কাজ করার চেষ্টা করছে। এ মুহূর্তে ২০ কোটি ব্যবহারকারী অপেরা ব্রাউজার ব্যবহার করছেন। এর মধ্যে মোবাইলে অপেরা ব্যবহারের হার বেশি। ফেসবুকের সঙ্গে অপেরা যুক্ত হলে দারুণ এক ব্রাউজার হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন