গেম-নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো নতুন একটি কনসোল বাজারে আনছে। ২০০৬ সালে
উয়ি নামের গেমিং কনসোলটি আনার পাঁচ বছর পর নতুন এই গেম কনসোলটি আনার ঘোষণা
দিল নিনটেনডো। চলতি মাসের ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয়
ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩) মেলায় এ গেম কনসোলটির ওপর থেকে
পর্দা সরাতে পারে নিনটেনডো। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য
জানিয়েছে।
‘উয়ি ইউ’ নামের এই গেমিং কনসোলটি বিষয়ে নিনটেনডো জানিয়েছে, এটি হবে পরবর্তী প্রজন্মের গেমিং কনসোল। উয়ি ইউ কনসোলটি ব্যবহার করে হাই-ডেফিনেশন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজসহ ভিডিও কলও করা যাবে। অনেক দিন ধরেই প্রযুক্তি বিশ্বে নিনটেনডোর উয়ি সংস্করণের আসন্ন একটি কনসোল বিষয়ে গুঞ্জন ছিল।
উয়ি ইউ কনসোলটিতে থাকবে ৬.২ ইঞ্চির টাচ স্ক্রিন এবং ক্যামেরা-সুবিধা। এ ছাড়া এ কনসোলটি মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ কনসোলের মতোই গ্রাফিকস-সুবিধা দেবে। এইচডি সুবিধার এই গেমিং কনসোলটির দামও হবে তুলনামূলকভাবে কম।
বাজারে থাকা অন্যান্য গেমিং কনসোলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন কনসোলের দাম মাত্রই ১৫০ ডলার রাখতে পারে জাপানি এ গেম-নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গেম কনসোলটির নাম নিয়ে সংশয়ে রয়েছে নিনটেনডো। শেষ নাগাদ হয়তো ‘উয়ি ইউ’ নামটি পরিবর্তন করতে পারে প্রতিষ্ঠানটি।
বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, গেমিং কনসোলের বাজারে নিনটেনডোকে মাইক্রোসফট, সনি ও অ্যাপলের সঙ্গে লড়তে হবে।Suvro
‘উয়ি ইউ’ নামের এই গেমিং কনসোলটি বিষয়ে নিনটেনডো জানিয়েছে, এটি হবে পরবর্তী প্রজন্মের গেমিং কনসোল। উয়ি ইউ কনসোলটি ব্যবহার করে হাই-ডেফিনেশন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজসহ ভিডিও কলও করা যাবে। অনেক দিন ধরেই প্রযুক্তি বিশ্বে নিনটেনডোর উয়ি সংস্করণের আসন্ন একটি কনসোল বিষয়ে গুঞ্জন ছিল।
উয়ি ইউ কনসোলটিতে থাকবে ৬.২ ইঞ্চির টাচ স্ক্রিন এবং ক্যামেরা-সুবিধা। এ ছাড়া এ কনসোলটি মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ কনসোলের মতোই গ্রাফিকস-সুবিধা দেবে। এইচডি সুবিধার এই গেমিং কনসোলটির দামও হবে তুলনামূলকভাবে কম।
বাজারে থাকা অন্যান্য গেমিং কনসোলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন কনসোলের দাম মাত্রই ১৫০ ডলার রাখতে পারে জাপানি এ গেম-নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গেম কনসোলটির নাম নিয়ে সংশয়ে রয়েছে নিনটেনডো। শেষ নাগাদ হয়তো ‘উয়ি ইউ’ নামটি পরিবর্তন করতে পারে প্রতিষ্ঠানটি।
বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, গেমিং কনসোলের বাজারে নিনটেনডোকে মাইক্রোসফট, সনি ও অ্যাপলের সঙ্গে লড়তে হবে।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন