অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু সম্প্রতি ‘অ্যাক্সিস’ নামে নতুন একটি
ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল
জানিয়েছে, ২৩ মে বুধবার নতুন এই ওয়েব ব্রাউজারটি উন্মুক্ত করেছে ইয়াহু।
ইয়াহু জানিয়েছে, যেকোনো কম্পিউটার ছাড়াও আইফোন, আইপ্যাডে ‘অ্যাক্সিস’ দ্রুততর ও উন্নত সার্চ রেজাল্ট দেখাতে সক্ষম হবে।
মোবাইল ডিভাইসে ‘অ্যাক্সিস’ অ্যাপ আকারে ব্যবহূত হবে, যাতে সার্চ ইঞ্জিন ও ব্রাউজারের কাজ করা যাবে।
ইয়াহুর এ ব্রাউজারের মাধ্যমে ভিজুয়াল প্রিভিউ দেখে নেওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি কোনো ওয়েবসাইট বন্ধ না করেও সার্চ রেজাল্ট দেখা যাবে।Suvro
ইয়াহু জানিয়েছে, যেকোনো কম্পিউটার ছাড়াও আইফোন, আইপ্যাডে ‘অ্যাক্সিস’ দ্রুততর ও উন্নত সার্চ রেজাল্ট দেখাতে সক্ষম হবে।
মোবাইল ডিভাইসে ‘অ্যাক্সিস’ অ্যাপ আকারে ব্যবহূত হবে, যাতে সার্চ ইঞ্জিন ও ব্রাউজারের কাজ করা যাবে।
ইয়াহুর এ ব্রাউজারের মাধ্যমে ভিজুয়াল প্রিভিউ দেখে নেওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি কোনো ওয়েবসাইট বন্ধ না করেও সার্চ রেজাল্ট দেখা যাবে।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন