সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ছাড়া বর্তমান বিশ্ব কল্পনাতীত মনে হলেও
প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যেই
বিলুপ্ত হয়ে যেতে পারে ফেসবুক। প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান আয়রনফায়ার
ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি বিশ্লেষক এরিক জ্যাকসনের বরাতে এক
খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৭ বা ২০২০ সাল নাগাদ বর্তমান
‘ইয়াহু’র মতো অবস্থায় পৌঁছাতে পারে ফেসবুক।
এরিক জ্যাকসন জানিয়েছেন, বর্তমানে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু যে ‘মুমূর্ষু’ অবস্থায় রয়েছে পাঁচ থেকে আট বছরের মধ্যে ফেসবুকেরও সেই এক দশাই হবে। একসময়ের অনলাইনে প্রভাবশালী ইয়াহু এখনো টিকে আছে, কিন্তু এক দশক আগে যে অবস্থায় ছিল প্রতিষ্ঠানটির সে গৌরব এখন আর নেই।
জ্যাকসনের মতে, ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর তিনটি প্রজন্ম রয়েছে। ইয়াহু ছিল অনলাইনের ক্ষেত্রে প্রথম প্রজন্ম। অর্থাত্, ওয়েব পোর্টাল প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগের প্রজন্ম হিসেবে ফেসবুক এখন সুসময়ে রয়েছে। তবে তৃতীয় প্রজন্ম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় প্রজন্ম হবে মোবাইল প্রজন্ম।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মোবাইল প্রজন্মে টিকে থাকতে হলে ফেসবুককে মোবাইল থেকে অর্থ আয়ের পথ খুঁজতে হবে। কিন্তু মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এখনো এ ক্ষেত্রে ফেসবুক যথেষ্ট ক্ষমতাশালী হতে পারেনি। তাই বিলুপ্তির আশঙ্কা থাকছেই।
প্রযুক্তি বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন, এক বিলিয়ন ডলার খরচ করে মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম কিনলেও ফেসবুককে মোবাইলের ক্ষেত্রে আরও অগ্রসর হতে হবে। ফেসবুকের ক্ষেত্রে মোবাইল চ্যালেঞ্জ ব্যর্থ হলে এই ওয়েবসাইটটি দ্রুত তার জনপ্রিয়তা হারাবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।Suvro
এরিক জ্যাকসন জানিয়েছেন, বর্তমানে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু যে ‘মুমূর্ষু’ অবস্থায় রয়েছে পাঁচ থেকে আট বছরের মধ্যে ফেসবুকেরও সেই এক দশাই হবে। একসময়ের অনলাইনে প্রভাবশালী ইয়াহু এখনো টিকে আছে, কিন্তু এক দশক আগে যে অবস্থায় ছিল প্রতিষ্ঠানটির সে গৌরব এখন আর নেই।
জ্যাকসনের মতে, ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর তিনটি প্রজন্ম রয়েছে। ইয়াহু ছিল অনলাইনের ক্ষেত্রে প্রথম প্রজন্ম। অর্থাত্, ওয়েব পোর্টাল প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগের প্রজন্ম হিসেবে ফেসবুক এখন সুসময়ে রয়েছে। তবে তৃতীয় প্রজন্ম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় প্রজন্ম হবে মোবাইল প্রজন্ম।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মোবাইল প্রজন্মে টিকে থাকতে হলে ফেসবুককে মোবাইল থেকে অর্থ আয়ের পথ খুঁজতে হবে। কিন্তু মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এখনো এ ক্ষেত্রে ফেসবুক যথেষ্ট ক্ষমতাশালী হতে পারেনি। তাই বিলুপ্তির আশঙ্কা থাকছেই।
প্রযুক্তি বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন, এক বিলিয়ন ডলার খরচ করে মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম কিনলেও ফেসবুককে মোবাইলের ক্ষেত্রে আরও অগ্রসর হতে হবে। ফেসবুকের ক্ষেত্রে মোবাইল চ্যালেঞ্জ ব্যর্থ হলে এই ওয়েবসাইটটি দ্রুত তার জনপ্রিয়তা হারাবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।Suvro

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন