বুধবার, ১৩ জুন, ২০১২

ভারতে সাংসদদের জন্য আইপ্যাড!

ভারতের লোকসভার সব সাংসদের জন্য আইপ্যাড ব্যবহারের সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এ উপলক্ষে লোকসভার কক্ষে ওয়াই-ফাই ব্যবস্থাও চালু করার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ জানিয়েছে, বিভিন্ন প্রতিবেদন ও তথ্য প্রকাশের জন্য কাগজের ব্যবহার কমাতে ও ডিজিটাল পদ্ধতির বাস্তবায়নে আইপ্যাড ব্যবহার করবেন সাংসদরা।
এরই মধ্যে ভারতের লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে কমপক্ষে ৩০০ জন বিশেষ সুবিধার আওতায় আইপ্যাড কিনেছেন। লোকসভা কক্ষের ওয়াই-ফাই ব্যবহার করে তাঁরা লোকসভা চলাকালে বিভিন্ন তথ্য আদান-প্রদান ও আপডেট করতে পারবেন। ভারতের সরকারের পক্ষ থেকে বিশেষ স্কিমের আওতায় সাংসদদের আইপ্যাড বা স্যামসাং গ্যালাক্সি ট্যাব কেনার জন্য বলা হয়েছিল।
এ প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ দীপা দাস মুন্সি বলেন, ‘এটা দারুণ একটা বিষয়, ওয়াই-ফাইয়ের সুবিধা দ্রুত তথ্য পেতে কাজে আসবে । আমরা সংসদে এ বিষয়টি উপস্থাপন করেছিলাম।’Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন