আমরা অনেক সময় ছবিতে সাদাকালো ব্যাকগ্রাউন্ডে (পটভূমি) রঙিন ছবি দেখে থাকি।
অর্থাৎ পুরো ছবিটি থাকে সাদাকালো পটভূমিতে, কিন্তু ছবির নির্দিষ্ট একটি
অংশ থাকে রঙিন। আপনি ইচ্ছা করলে যেকোনো ছবির সাদাকালো পটভূমিতে ছবির
নির্দিষ্ট স্থানে রঙিন করে দিতে পারেন। এই কাজটি আপনি এডোবে ফটোশপের
সাহায্যে করতে পারেন। প্রথমে ফটোশপের মাধ্যমে কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করুন।
এখন সবার ওপরে Layer বাটন থেকে new Adjustment Layer অপশনে যান এবং Layer
লেখা বক্সটি OK করে দিন। এখন Hue/Saturation লেখা একটি বক্স আসবে। এখানে
লেখা Hue স্লাইডারটি টেনে একেবারে বাঁ পাশে নিয়ে আসুন অথবা Hue লেখা বক্সে
১৮০ লিখে দিন। এরপর Saturation লেখা বক্সটি টেনে একেবারে বাঁ পাশে নিয়ে
আসুন অথবা Saturation লেখা বক্সে ১০০ লিখে দিন। এরপর OK দিন। এখন দেখুন
আপনার পুরো ছবিটি সাদাকালো হয়ে গেছে। এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট
করুন। এখন Set foreground color অপশন থেকে foreground color হিসেবে কালো
রং দিন। এখন আপনি ছবির যে অংশটি রঙিন সেখানে মাউস দিয়ে ড্রাগ করুন। তাহলেই
দেখবেন কাঙ্ক্ষিত অংশটি রঙিন হচ্ছে। ছবিটি সম্পাদনার কাজ শেষ হলে File/save
as অপশনে গিয়ে JPG ফরমেটে ছবিটি সেভ করুন।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন