বুধবার, ২৭ জুন, ২০১২

Glorious 800 Years of History & Heritage of Our Capital Dhaka


The key to Bengal’s rich sociocultural heritage lies hidden in history’s vaults of the Middle Ages and beyond. Unfortunately, today’s historiography is stuck in the colonial era thereby blurring our vision to a richer cultural past. It is no surprise that the print media so vividly attributes the Mughal conquest of East Bengal in the seventeenth century and the subsequent founding of the provincial capital at Dhaka as the beginning of the Bengali urban era. This fragmented view of history has done nothing but to mislead the population into a false sense of celebration of Dhaka’s 400 years of founding as a city or capital. Let us take a closer look at Dhaka’s true historic past.       
Pre-Mughal Dhaka:
Starting with the declaration of independence by Fakhruddin Mubarak Shah at Sonargaon in 1338 CE Bengal enjoyed two centuries of independence under the Sultanate rulers. From that period on in history Dhaka’s existence can be found as a small urban center. In a pre-Mughal era, around the beginning of the seventeenth century, Mirza Nathan writes in the much celebrated chronicle Baharistan-i-Gaibi that Dhaka was a small city located on the eastern banks of the Buriganga. According to it, the city stretched for several miles on both the north-east and south east sides of the present day Babu Bazaar. Many localities in old Dhaka bear Hindu names implying that traditional craft societies were well established as part of a coherent and elaborate urban culture in Dhaka. Hakim Habibur Rahman writes in Urdu in his book Dhaka Pachas Baras Pahele, that when Vikrampur used to be the capital of the Sena rulers in Bengal, a large settlement of Hindus grew up in the south of Dhaka. Some of these localities bore names such as: Lakhsmi Bazaar, Bangla Bazaar, Sutrapur, Jalunagar, Banianagar, Goalnagar, Tantibazaar, Sutarnagar, Kamarnagar, Patuatuli, Kumartuli, etc. The proximity of Dhaka from the then capital Sonargaon and its easy access through waterways made it a natural area for expansion of urban activities and commerce.  The boundaries of pre-Mughal Dhaka were marked by the Ganges on the South and the Dhulai Khal (canal) to the East. Lack of accurate evidence makes it hard to determine the Western boundaries of the city at that time. Prior to the defeat of the Baro Bhuiyans(Great independent chieftains ruling Bengal) by the Mughal governor (Subedar) Islam Khan (1608-1613 CE) and establishment of Mughal provincial capital at Dhaka, there existed a prominent fort called theDhaka Fort within the current premises of the central jail. The river port leading from the Dhaka Fortress was called Chandighat which was later renamed as the Chawkbazaar. A market strip ran all the way from the fort to this river port. During the hey days of Dhaka’s growth as a provincial capital, Islam Khan renamed it as Jahangirnagar, after his imperial master. For just over a century Dhaka remained a provincial capital with unabated economic and commercial growth.                        
Dhaka in the Sultanate Era:
The close proximity of Dhaka to Sonargaon ensured that it remained tied with important administrative functions in the region during the Pre-Mughal era. In fact, Vikrampur was the capital of the Sena rule in Bengal, while Sonargaon and hence Dhaka was an important seat of their administration. In 1206 Bakhtiyar Khalji marched into Nadiya and drove Lakhsman Sena out sending him back to the Sena capital at Vikrampur from where he continued to rule Bengal. Sonargaon continued to be an important administrative center under the Senas. The Persian author Minhaz-i-Siraz writes in his book Tabkat-i-Nasiri that in 1260 CE Bengal was still ruled by the descendents of Lakhsman Sena. The city of Sonargaon also finds mention in his book due to its importance as an administrative center. Evidence of Dhaka being part of an important administrative center based on Sonargaon even as early as from the time of Sultan Fakhruddin is also found mentioned in two inscriptions prepared a century later. Written during the time of Sultan Nasir Uddin Mahmud Shah (1436-1459 CE) the inscription clearly establish that Dhaka was part of Iklim Mubarakabad (province Mubarakabad). The location of Mubarakabad has been ascertained by H. E. Stapleton which Dr. Ahmad Hasan Dani describes in some detail. Mubarakabad, according to him, was an important administrative center or province in Bengal. Inscriptions from the Sultani period mention two such provinces. One of these was Iklim Muazzamabad that stretched from the north-east of Sonargaon, from an area called Mahojampur all the way to the boundaries of present Mymensingh District; and the other was Iklim Mubarakabad. The inscription that records the name of Iklim Mubarakabad has been found on an old gateway in front of the Naswalla golley Mosque, in the Giridakilla neighborhood just west of the central jail area in Dhaka. Both the mosque and the gateway have been demolished but the stone tablet remains.  The tablet mentions that the mosque was built in 1459 CE by the orders of the then Sultan Nasiruddin Mahmud Shah. The executive officer of the Sultan is mentioned as Khawja Jahan and the location has been mentioned as Iklim Mubarakabad. This means that in the middle of the fifteenth century Old Dhaka was something akin to the capital of Iklim Mubarakabad and the governor was one holding the title Khawja Jahan. 
Dhaka during the Baro Bhuiyans (Great Chieftains):
The rule of the independent Sultans in Bengal ended in 1538 CE. The last independent Sultan Ghiyasuddin Mahmud Shah was defeated by Mughal Emperor Humayun. However, Mughal rule was not consolidated in Bengal by this defeat. Humayun’s occupation of Gaur lasted only for six months. Afghan ruler Sher Khan led a campaign against Humayun from Bihar and drove him out in 1539 CE. After this defeat Bengal enjoyed independence from Mughal rule for quite some time even though no central leadership emerged at this period. The region got divided into powerful landlords or zamindars who were commonly known as the Baro Bhuiyans or chieftains. They joined forces to put up resistance against the Mughals, which during the time of Emperor Akbar, was led by Isa Khan, Masnad-i-Ala. During the time of Jahangir the Mughal forces marched south from Tanda and on their way managed to subdue local landlords and bring them under their dominion. Isa Khan’s son Musa Khan was leading the resistance at this time and his last stronghold was at the Shita-Lakhya River and his seat of administration was in a place called Katrabo near Sonargaon. Musa Khan’s forces were stationed at an area called Nabiganj located close to the Hajiganj Fort on the eastern banks of the river. His naval fleet was stationed at the river Shita-Lakhya. The Mughal governor therefore, chose Dhaka which is close to Musa Khans stronghold, to strike at the forces of the Baro Bhuiyans and eventually establish Mughal rule in Bengal.
Proof of the existence of Dhaka as an important urban center in the pre-Mughal era is also evident by the existence of the Dhaka Fort built by the Afghans and local zamindars. After the occupation of Bengal, governor Islam Khan gave the charge of the two fortresses of Beg Murad Khan, located on the estuaries of the Demra canal, to Itimam Khan and Mirza Nathan. The existence of Dhaka Fort and the two additional fortresses in Demra indicate the importance of the region to the Baro Bhuiyans.
End of Independence and Mughal occupation:
With the declaration of independence in 1338 CE Bengal became free from the rule of Delhi to be ruled by the Sultans. Bengali culture, education, literature and all branches of the society flourished at this period. During this time, the main administrative centers were located at Gaur and Lakhnawati on the West and Sonargaon in the East. Administrative units were located at Dhaka, Bagerhat, Jhenida Barobazar, Rajshahi-Chapainawabganj and various other places, evidence of which are found in the Sultanate period structures and inscriptions. After a long break of about two hundred and fifty years, around 1608 to 1610 the whole of Bengal fell under Mughal governor Islam Khan and its period of independence came to a decisive end. Bengal once again became a province of Delhi with a new name called Jahangirnagar, and a new provincial capital centered at Dhaka.
 ‘400 Years of Capital Dhaka’ a Slogan Defaming Dhaka’s true Heritage and History:
From 2007 a few history and heritage based research organizations and social groups are trying to promote the slogan ‘400 Years of Dhaka City’ which they later modified a bit in to ‘400 Years of Dhaka as Capital.’ The history that this slogan promotes primarily assumes that there was hardly any urban culture that flourished in Bengal before the advent of Islam Khan 400 years ago and the founding of Dhaka as his provincial capital in 1610 CE. It promotes the view that Dhaka’s beginning and march forward as a prominent urban center of culture and heritage only started with Mughal intervention. For the last three years, these organizations are celebrating Mughal occupation of Bengal as the start of Dhaka’s cultural and historic beginning. The media and corporate marketing strategists have grabbed the opportunity to promote their products with the slogan as the buzz word. The result has been a public circulation of a wrong interpretation of history and misinformation to the common mass. Historic evidence gives concrete proof of the existence of an urban city life in Dhaka almost eight hundred (800) years ago and inscriptions from the independent Sultanate period indicate that about six hundred (600) years ago, Dhaka was the capital of Iklim or province Mubarakabad. It is unfortunate that we are severing the golden periods of Hindu and Sultanate rule of Bengal from our collective memory of the history and heritage of Dhaka and trying to establish it to a time frame 400 years later. The 400 years that we are rejoicing today in fact, was the time when our existence as an independent region was snatched from us by the Delhi based rulers – we were reduced to nothing but an outlying province. Perhaps we should be despairing rather than rejoicing at this event in history. Dhaka deserves the credit to stand as one of the oldest cities of human civilization that nurtured urban culture for a continuous period of eight hundred years. Unfortunately, many of us are severing 400 years of that glory and heritage. History will not pardon such a crime to the Bengali race.     

শিক্ষাব্যবস্থা: স্ট্যাটাস ফেসবুক

যে যাই বলুক আর যাই হোক আমি স্বীকার করতে রাজি নই বাংলাদেশের ছেলে/মেয়েরা ক্রিয়েটিভ না। তাদের সবার ইচ্ছা এবং যোগ্যতা আছে নতুন কিছু করে দেখানোর। কিন্তু জঘন্য শিক্ষাব্যবস্থা এই ধরণের লাখো স্বপ্নকে গলাটিপে হত্যা করছে। শিক্ষাঙ্গনে অবস্থানরত কিছু রোবট আরো কিছু রোবট তৈরি করছে যারা মানুষ নয় মেশিনে পরিণত হচ্ছে। আমার সবথেকে কষ্ট হয় সকালে যখন দেখি একটি তিন-চার বছরের শিশু ফাসির আসামীর মতো একটা বইয়ের বস্তা নিয়ে ধুকতে ধুকতে স্কুলে যায়। সবথেকে কষ্ট হয় যখন দেখি ওদের গলায় ডান্ডবেড়ির মতো একটি ভারী পানির বোতল ঝুলছে। তখন মনে মনেই বলি হায়রে শিক্ষাব্যবস্থা তুই এভাবে কত মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব ছিনিয়ে নিয়ে তাকে অমানুষ বানাবি। বলিহারি যাই অভিভাবকদের রুচি দেখে। না তাদের শিশুকে ভাল স্কুলে পড়াতে হবে। কিন্তু এই ভালো……….ভালো …..
ভালোর সঙ্গা কি ???? এটা তারাও জানে না।
এভাবে আর কতোদিন।
নোট করো মুখস্থ করো,,,, তারপর ওলাওঠা রুগির মতো বমি করো,,,
কিংবা ডায়রিয়া রুগির মতো মলত্যাগ করো।
বাহহহহ তুমি খুব ভালো ছাতা করিয়াছো তাই তুমি ভাল ছত্রাক,,, বাকিরা ঢেউটিন।
আর এরাই ভবিষ্যতে যখন আবির্ভূত হয় জাতির ত্রাণকর্তারূপে তখন ত্রাণের ঢেউটিন চুরি বাদে আর কিছুই করা এদের দ্বারা সম্ভব নয়। আমি হলফ করে বলতে পারি।
শুধু লাল সালাম বলছি এই জুতাসেলাই মার্কা শিক্ষাব্যবস্থাকে যা ছড়িয়ে গেছে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই চায়ের টেবিল থেকে আমাদের মেধা, মন ও মগজ পর্যন্ত।

বিদায় বলেছি তোমায়

কে তুমি তা জানতে চাইনি,
ডায়েরির পাতা উল্টে দেখাও হয়নি
হয়তো সে সময়ই পাইনি,
ধুর!! প্রয়োজনটাও বোধ করিনি ।।
তবুও অজান্তেই ভালো লেগেছিল তোমায়,
হয়তো কোনো এক ঝড়ো হাওয়ায়,
কোনো এক সাঁঝে, কিংবা বিকেল বেলায়,
কিংবা তপ্ত দুপুরে, শীতল বকুল তলায়।।
বিবাগী বাতাসে উড়তে থাকা তোমার শাড়ির আঁচল,
চোখের কোণে চিকচিক করতে থাকা জল,
ঘোর বিপদে হৃদয় তোমার যখন করেছে টলমল,
সত্যি তখন তোমায় ভেবেছি অনেক দুর্বল।।
শিশির ভেজা ঐ সকালে হয়তো তোমারই ছিল ভুল,
যত্ন করে কুড়িয়েছিলে ধুলোয় লুটানো একরাশ বকুল,
পড়ার টেবিলে যখন নিজহাতে সাজিয়েছিলে এতগুলো ফুল,
তুমিই জানো ভালো কিসে তোমায় করেছিল এতো ব্যকুল।।
কিছু ব্যাথা তখন হৃদয়ে রক্ত ঝরিয়েছে,
তারপর জীবন গড়ার স্বপ্ন আমায় থামিয়েছে,
সে জীবনকেও অনেক সইতে শিখিয়েছে,
তাই আজো সে এগিয়ে চলেছে।।
সত্যি আমার ভাবতে অবাক লাগে,
এই কি তুমি যে নাকি,
নিজেকে ভেবেছো,
ভালবাসার স্মারক এক লাল গোলাপ,
ধুর!! এক চিলতে ভালবাসা,
যার বাকিটা শুধুই পাপ।
ধুর!! তুমি কি সত্যি,
তোমায় ভেবেছিলে এতো নিষ্পাপ।
ছলনাময়ী আমি বুঝেছি কি আশা ছিল তোমার,
কষ্টই সবথেকে বড় সুখ যার,
কিইবা করবে তুমি তার,
তাইতো দিইনি তোমায় ভালোবাসা আমার ।।
নিজেকে নিয়েই ভেবেছো তুমি, কেটেছে অখণ্ড অবসর,
হয়তো তোমার মনে জেগেছিল প্রত্যাশার বালুচর,
দেখে হাসনাহেনাস্নাত রজনী, কিংবা শিউলি ঝরা ভোর,
হয়তো নিতান্ত অজান্তেই খুলেছিলে মনের দোর।।
অজানা কিছু আশংকা আর হতাশায়,
প্রিয়তমা, আমিতো বুক বাঁধিনি তোমার আশায়,
বিশ্বাসও রাখতে পারিনি, বলেছি বিদায়,
প্রিয়তমা, সত্যি বিদায় বলেছি তোমায়।।

জোকার দা লিজেন্ড চৌধুরী জাফরুল্লাহ শরাফতের উক্তি সংগ্রহ :)


>>> এবারে ছক্কা হওয়ার সম্ভাবনা, ছয়, ছয়, ছয়… কিন্তু না। ফিল্ডার পুরো স্বার্থকতার সাথে বলটি তালুবন্দি করলেন।
>>> এবারে আউট, আউট, আউট,,,, কিন্তু এ কি আম্পায়ার কিন্তু অনড় থাকলেন।
>>> আম্পায়ার বিলি বাউডেন তার আংগুল অনেকটা বাকা করে তুলে জানালের, ব্যাটসম্যান আপনি আউট
>>> সুন্দর রৌদ্রকরজ্জোল আবহাওয়া। মাঠে ঘাসের অভাব নেই, দেখাযাক এই ঘাস কি কাজে লাগে।
>>> এই মাত্র তামীম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
>>> মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুরি গুরি ব্রৃষ্টি বয়ে যেতে পারে।
>>> বোলার আকরাম খান তার ট্রাউসার খুলে আম্পায়ারের হাতে দিলেন।
>>> মাঠ চলে গেল বলের বাইরে, দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে।
>>> বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তার ব্যাটের দিকে তাকিয়ে আছে।
>>> বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল, বল হাতে তার মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি, আজ কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। >>> ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।
>>> মোহাম্মদ আশরাফুল সুন্দর একটি শট এবং আউট।
>>> In an interview, প্রস্নঃ বিরক্ত হন কখন? উত্তরঃ রাত ১২টায় যখন কেউ ফোন দিয়ে বলে কাল খেলা আছে, আরে ভাই একটা প্রিপ্রারেশন তো আছে নাকি?
>>> স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
>>> দ্রৃস্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মতো শট, বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে – একটি রান।
>>> এন’কালা – তিনি নামেও কালা, দেখতেও কালা।
>>> রফিক ষ্টীয়ার করলেন এবং ভেসে ভেসে চার।
>>> বোলারের ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে।
>>> চমতকার শট, এক্সেলেন্ট লেগ গ্লান্স, বল সীমানার বাইরে, না! তিনি বোল্ড হয়ে ফিরে আসলেন, বল লেগ স্ট্যাম্পে লেগে সীমানার বাইরে চলে গিয়েছিল।
>>> আজ আমাদের সাথে উপস্থিত আছেন, দেশ বরেণ্য ক্রিকেটার, এক সময়ের সারা জাগানো প্লেয়ার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানের নির্বাচক বোর্ডের সদস্য, জনাব ফারুক।
>>> Conversation between Khoda Box and Chy Jafarullah Sharafat: খোদা বক্সঃ আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চি তে ইঞ্চি তে ক্রিকেট মিশে আছে। জাফর শরাফতঃ না খোদা ভাই, আমার মনে হয় সেলিম মালিকের লোমে লোমে ক্রিকেট মিশে আছে।
>>> এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে।
>>> ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুনাগুন বিচার করে খেলছেন।
>>> আম্পায়ার কে অতিক্রম করে বোলার বল করলেন।
>>> আলফাজ চমতকার ভাবে ২ জন কে কাটিয়ে সুন্দর ভাবে বারে কিক নিলেন, কিন্তু না, ভুলপাস।
>>> এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টীয়ার করলেন।
>>> সুপ্রিয় দর্শকমন্ডলী, এই মাত্র আমাদের বাংলাদেশের দামাল, কামাল, আবাল সন্তানেরা এই মাত্র এক ইনিংস ও ১২৯ রানে পরাজিত হওয়ার গৌরব অর্জন করলেন।
>>> উইকেটে আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর। প্রচুর শট আছে তার হাতে।
>>> ব্যাটসম্যান কিন্তু ঘূর্ণি যাদু তে একেবারেই পরাস্ত হলেন।
>>> ব্যাটসম্যান দেখে শুনে না খেলে ছেড়ে দিলেন এবং বোল্ড।
>>> আমাদের আজকের অতিথী এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, বাংলাদেশেরে ক্রিকেটের এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাঁপতো, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত হত, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, যার আত্বত্যাগ আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে, যিনি আজকের ক্রিকেটারদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তী, তিনি সেই দমকা হাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য, সিনি সেই সেলিম শাহেদ, আজ আমাদের মাঝে উপস্থিত।

1 Million Serial Numbers of Different Software

দরকারি সফটওয়্যার ফুল ভারশন

কোন সফটওয়্যার ফুল ভারশন পাওয়ার জন্য আমরা প্রায় গুগল এ সার্চ দেই। বেশিরভাগ সময় আমরা free ............. তারপর সফটওয়্যারটির নাম দিয়ে সার্চ দিই। কিন্তু এতে প্রায় ভালো ফল পাওয়া যায় না। কিন্তু খুব সহজে আমরা গুগল এ সার্চ দিয়ে আমাদের দরকারি সফটওয়্যার টির ক্র্যাক ও কি-জেন সহ নামাতে পারি।
নিয়মটি হল আপনি যে সফটওয়্যারটি চান তার নাম লিখে তারপর একটি স্পেস দিয়ে লিখুন “warez”। অর্থাৎ আপনি যদি winzip সফটওয়্যারটি নামাতে চান তাহলে লিখুন winzip warez। তাহলে আপনি ক্র্যাক সহ winzip পেয়ে যাবেন।
এই নিয়মটি প্রায় ৭০-৮০ ভাগ ক্ষেত্রে কাজ করে। আপনি বেশিরভাগ সময় ১টা torrent file পাবেন। আর মাঝে মাঝে রেপিডশেয়ার এর লিঙ্ক পাবেন। তবে এটি প্রয়োগ করে যদি কিছু না পান তাহলে আমাকে দোষ দেবেন না।

সোমবার, ২৫ জুন, ২০১২

ফেসবুকে অন্য ভাষার অনুবাদ

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু অনেক সময় ভিনদেশি বন্ধুরা ফেসবুকে তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে আমরা তাদের প্রোফাইল, তথ্য, স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না। জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছা করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্রান্সলেট নামের একটি অ্যাড-অনস। অ্যাড-অনসটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স আবার চালু করুন। এখন ফেসবুকে লগইন করুন। খেয়াল করুন, ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, মেসেজ ইত্যাদির সঙ্গে ট্রান্সলেট নামে একটি অপশন এসেছে। এ অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।

শনিবার, ২৩ জুন, ২০১২

‘আইটেম’ ছাড়ছেন ক্যাটরিনা!

‘শিলা কি জাওয়ানি’, ‘চিকনি চামেলি’র মতো আইটেম গানে অংশ নিয়ে দর্শক মাতিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘আইটেম গার্ল’ হিসেবে বলিউডে এখন দারুণ চাহিদা আবেদনময়ী এ তারকার। কিন্তু সম্প্রতি এক খবরে জুম টিভি জানিয়েছে, আইটেম গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা।
সম্প্রতি জুম টিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, সামনে আর কোনো আইটেমে গানে অংশ নেবেন না ক্যাটরিনা। এ বছর বলিউডের প্রভাবশালী তিন খানের সঙ্গে অভিনয়েই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। শাহরুখের সঙ্গে যশ রাজ ফিল্মসের নতুন ছবি ছাড়াও সালমানের সঙ্গে ‘এক থা টাইগার’ এবং আমিরের সঙ্গে ‘ধুম থ্রি’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে।
ক্যাটরিনা আইটেম গান কেন ছেড়ে দিচ্ছেন, তার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও অনেকের ধারণা, নাচ-গানের চেয়ে এখন অভিনয়েই বেশি মনোযোগী হতে চান তিনি। একটা সময়ে নাচে অপারদর্শিতার কারণে সমালোচিত হতে হয়েছে তাঁকে। পরে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন তিনি। একের পর এক হিট গানে নাচের দক্ষতা প্রমাণের পর এখন অভিনয়ে বেশি গুরুত্ব দিতে চান বলেই আইটেম গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা।

ফেসবুকের টাইমলাইন বাদ দিন!

ফেসবুক বেশ কিছুদিন আগে ফেসবুক টাইমলাইন নামে নতুন একটি ফিচার যোগ করেছে। অনেক ফেসবুক ব্যবহারকারী তাঁদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক টাইমলাইন-সুবিধা যুক্ত করেছেন। এটির অনেক সুবিধাও আছে।
তবে যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁদের জন্য এটি অনেক ঝামেলার মনে হয়। কারও প্রোপাইলের অনেক আগের তথ্য দেখতে চাইলে বারবার শুধু ইন্টারনেট ব্রাউজার হ্যাং করে। অনেকেই আবার না বুঝে ফেসবুক টাইমলাইন যুক্ত করে ফেঁসে গেছেন। এখন আর এটি বাদ দেওয়া যাচ্ছে না। প্রোপাইল থেকে টাইমলাইন বাদ দেওয়ার কোনো সুযোগ ফেসবুক দিচ্ছে না। তবে আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যুক্ত করে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে www.timelineremove.com ঠিকানায় গিয়ে ওই পেইজের মাঝখানের ডান পাশে click here বাটনে ক্লিক করুন। কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর Install-এ ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে।
এখন থেকে এই ব্রাউজার দিয়ে ফেসবুক টাইমলাইন অ্যাকটিভ করা প্রোপাইল বা ফ্যান পেইজগুলো দেখলে সেগুলো ফেসবুকের আগের সেটিংসের মতো দেখাবে।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর?

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলগুলো হিরো এমপিথ্রি প্লেয়ার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে (mp3 ফরম্যাট) রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না, যেমন—*.wmv, *.avi সেগুলো উইন্ডোজ মুভিমেকার দিয়ে অডিও ফাইলে রূপান্তর করা যায়।
এর জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker-এ ক্লিক করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে, তার নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান, সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে টেনে এনে নিচের Audio/Music বক্সে ছেড়ে দিন এবং ওপরের ভিডিও ফাইলটি ডিলিট করে দিন। এখন ওপরে File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইলে রূপান্তরিত হয়েছে।

Tips

কম্পিউটারের গতি বাড়ান
প্রতিনিয়ত নানা ধরনের কাজ করার ফলে আপনার কম্পিউটারের গতি কমে যেতে পারে। কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run—এ গিয়ে লিখুন recent লিখে এন্টার দিন।এবার যে ফাইলগুলো আসবে সেগুলো Delete করে দিন। একই ভাবে Run—এ গিয়ে %temp% ফাইলগুলো Delete করে দিন।এতে আপনার কম্পিউটারের গতি বাড়বে।

স্কাইপেতে এইচডি ভিডিও কল সুবিধা

ইন্টারনেটে ভিডিও চ্যাটিং সুবিধার জনপ্রিয় সফটওয়্যার স্পাইপে এবার যুক্ত হয়েছে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও কল করার সুবিধা। সম্প্রতি স্কাইপের অফিশিয়াল ব্লগে এ তথ্য জানানো হয়। ২০১১ সালে ৮৫০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপে কিনে নিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি স্কাইপ ৫.৮ সংস্করণটিতে এ সুবিধা যুক্ত হচ্ছে বলে জানা গেছে। তবে ভিডিও কল করার ক্ষেত্রে ব্যবহারকারীর এইচডি ওয়েবক্যাম আর দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা থাকতে হবে। নতুন এ সুবিধার পাশাপাশি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের গ্রুপ শেয়ারসহ বেশ কিছু ফিচারও যুক্ত হচ্ছে স্কাইপেতে। স্কাইপের নতুন সংস্করণে ফিচার হিসেবে যোগ হচ্ছে গ্রুপ স্ক্রিন শেয়ার, পুশ টু টক, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং টুলবার ব্যবহারের সুযোগ, ফেসবুক কন্টাক্ট লুকানোর সুবিধা ইত্যাদি। এ ছাড়া স্কাইপের নির্ধারিত প্রিমিয়াম সদস্যরা কনফারেন্স কলে একসঙ্গে অনেকের সঙ্গেই যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া মাইক্রোসফট আরও নানা ধরনের সুবিধা যুক্ত করছে বলেও জানা গেছে। নতুন এ সুবিধা স্কাইপে ব্যবহারকারী যেমন বাড়াবে, তেমনি গ্রাহকেরা নানা ধরনের সুবিধাও পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। —স্কাইপে ব্লগ ও গ্যাজেট হেল্পলাইন অবলম্বনে

‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিল ব্যারাকুডা

ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যারাকুডার প্রযুক্তি বিশেষজ্ঞরা ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে গবেষণা চালিয়েছেন। এ গবেষণার ফল ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে কাজে লাগবে বলেই ব্যারাকুডার প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন।
ব্যারাকুডার বিশেষজ্ঞদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, তথ্য হাতিয়ে নিতে এবং স্প্যাম, ভাইরাস ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। এসব অ্যাকাউন্টে থাকে ভুয়া ছবি ও তথ্য।
গবেষণায় ব্যারকুডার গবেষকেরা দেখেছেন, ভুয়া অ্যাকাউন্টধারীর ফেসবুকে বন্ধুর সংখ্যা থাকে অনেক বেশি। গড়ে ৭২৬ জন পর্যন্ত হতে পারে। ভুয়া অ্যাকাউন্ট থেকে গড়ে ১৩৬ বার পর্যন্ত ছবি ট্যাগ করা হয়। ৯৭ শতাংশ ক্ষেত্রে নিজেকে নারী হিসেবে দাবি করে এরা। এ ছাড়া এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস আপডেট করা হয় না। শতকরা ৪০ ভাগ অ্যাকাউন্ট থেকে আদৌ কোনো স্ট্যাটাস আপডেট করা হয় না।
ব্যারাকুডা নেটওয়ার্কসের প্রধান গবেষণা কর্মকর্তা পল জাজ জানিয়েছেন, ‘স্প্যাম ছড়ানোর পাশাপাশি তথ্য চুরিসহ এরা প্রতারণাও করতে পারে।’

বাঁশ থেকে স্মার্ট ফোন!

বাঁশের অনেক রকমই ব্যবহার রয়েছে। এবার প্রযুক্তি ক্ষেত্রেও বাঁশের ব্যবহার শুরু হলো। যুক্তরাজ্যের এক শিক্ষার্থী সম্প্রতি বাঁশ ব্যবহার করে স্মার্ট ফোন তৈরি করেছেন বলেই জানিয়েছে টেলিগ্রাফ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্ট ফোনের নাম ‘অ্যাডজিরো’।
স্মার্ট ফোন আরও বেশি টেকসই করতে চার বছরের পোক্ত বাঁশ ব্যবহার করেছেন ২৩ বছর বয়সী মিডলসেক্স ইউনিভার্সিটির শিক্ষার্থী কাইরন স্কট-উডহাউস।
বাঁশ ব্যবহার করে স্মার্ট ফোন তৈরির কারণ হিসেবে স্কট বলেছেন, একই রকম স্মার্ট ফোনের মডেল দেখতে দেখতে হতাশ হয়েই তিনি বিকল্প কিছু করার কথা ভাবতে থাকেন। তখনই তাঁর মাথায় আসে বাঁশের কথা। তিনি বেশ কিছু নকশা তৈরি করে অনলাইনে পোস্ট করেন। অনলাইনে দেওয়ার পর এক প্রযুক্তি উদ্যোক্তা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং এ স্মার্ট ফোনটি তৈরির প্রস্তাব দেন।
চলতি বছরের শেষ দিকে এই স্মার্ট ফোনটি বাজারে আসতে পারে।

ফায়ারফক্সের গতি বাড়ান

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ব্যবহার করা হয়। যাঁরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, তাঁরা সেটির গতি বাড়িয়ে নিতে পারেন।
আপনার ইন্টারনেটে ওয়েবপেইজ খোলার সময় কমাতে পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধার মাধ্যমে। এ জন্য ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) about : config লিখে এন্টার করুন। কোনো নোটিফিকেশন এলে Ok করুন। এবার ফিল্টারে গিয়ে লিখুন network.http।
এখন নিচে আসা তালিকা থেকে ‘network.http.pipelining’-এর ওপর দুই ক্লিকে ‘true’ করে দিন। একই উপায়ে ‘network.http.proxy.pipelining’-এ দুই ক্লিক করে ‘true’ করুন। এবার ‘network.http.pipelining.maxrequests’-এ ডান ক্লিক করে Modify করুন। মান হিসেবে ৩০ দিয়ে Ok করুন। এর অর্থ হলো, ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ ৩০টি অনুরোধ পাঠাতে পারবে।
এই পৃষ্ঠার ফাঁকা স্থানে ডান ক্লিক করে New থেকে Integer অপশনটি নির্বাচন করুন। এর নাম লিখুন nglayout.initialpaint.delay। এরপর Ok করে মানের ঘরে ০ লিখে আবার Ok করুন। এর অর্থ হলো, আপনার ব্রাউজার তথ্য পেতে ০ সময় অপেক্ষা করবে। নিয়মিত ব্রাউজারের লগ পরিষ্কার করুন। টেম্পোরারি ইন্টারনেট ফাইলগুলো ব্রাউজ করার পর পরিষ্কার করুন। Recent Browsing History কিছু সময় পর পর Tools থেকে ক্লিয়ার করে দিন।
তবে এতে আপনার দেখা সব সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page-এ সরাসরি যেতে পারবেন না। সে ক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে ক্লিক করতে হবে।
যদি পারেন, তাহলে ব্রাউজারের Automatic Update অপশনটি নিষ্ক্রিয় করে রাখুন। সম্ভব হলে ব্রাউজারের Tools\Option\Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ছবি লোড করা বন্ধ করে দিন। শুধু যখন দরকার, তখন সুবিধাটি চালু করুন। পোর্টেবল ব্রাউজার ব্যবহার থেকে বিরত থাকুন এবং সম্ভব হলে সব সময় হালনাগাদ ব্রাউজার ব্যবহার করুন।

ঘরে বসে মোবাইল রিচার্জ

ঘরে বসে মোবাইল রিচার্জ করতে চালু হয়েছে প্রিপেইড কার্ড বিডি (www.prepaidcardbd.com) নামের একটি ওয়েবসাইট। এতে মোবাইল অপারেটরদের রিচার্জ-সুবিধা পাওয়া যাবে।

বুধবার, ২০ জুন, ২০১২

Why fire fox is so popular lets find it !!!!!!!!!!!!!!!!

Fire for have huge collection of addddddd-onnnnnnnsssssssssssssss  means some small but excellent featured programs thats why fire fox is so use ful or popular to use.Here is the link to install directly those desire ad-ons in your mozila fire fox browser.

https://addons.mozilla.org/en-US/firefox/extensions/?sort=users&page=1

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

Under the Sea !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


নতুন সার্চ ইঞ্জিন আনছে ফেসবুক

সামাজিক যোগাযোগের অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক এবার সার্চ ব্যবসার দিকে নজর দিয়েছে। ফেসবুক সার্চ আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি তাঁর ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির সূত্র ধরেই ফেসবুকের সার্চে পরিবর্তনের তথ্য পেয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
জাকারবার্গ তাঁর পোস্ট করা ছবিতে বিশাল একটি সাদা বক্স দেখিয়েছেন। এই বাক্সটিই নতুন সার্চ ইঞ্জিনের সূত্র বলে প্রযুক্তি বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। বর্তমানে ফেসবুকের ওপরের বারে একটি সার্চ ইঞ্জিন রয়েছে। ফেসবুকে বেশ কিছু পরিবর্তন আনলেও সার্চের কোনো পরিবর্তন আনেনি ফেসবুক। তবে এবার ফেসবুকের এই সার্চ ইঞ্জিনটিই গুগলের সার্চ ইঞ্জিনের মতো যাতে সার্চ রেজাল্ট দেখাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ফেসবুক। ফেসবুকের সাধারণ প্রোফাইল সার্চের পাশাপাশি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ফলও ফেসবুক থেকে দেখা যাবে। সার্চ ইঞ্জিনটির উন্নয়নকল্পেই সম্প্রতি গুগলের সাবেক কর্মকর্তা লারস রাসমুসেনকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। রাসমুসেন ও তাঁর প্রকৌশলী দল ফেসবুকের সার্চ উন্নয়ন করতে এখন কাজ করছেন বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে ফেসবুকের এই সার্চ ইঞ্জিন হয়তো এখনই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না। হয়তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন তথ্য ও বিং এর এলগরিদম ব্যবহার করে সার্চ রেজাল্ট দেখাবে ফেসবুক।

খরচ কমাবে মানিব্যাগ!

ওয়ালেট বা মানিব্যাগই খরচ কমাবে! এমন বিষয় মাথায় রেখে গবেষকেরা তৈরি করেছেন বিশেষ মানিব্যাগ। এ মানিব্যাগ সহজেই খরচ কমাতে সাহায্য করবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সম্প্রতি আবিষ্কার করেছেন এ মজার মানিব্যাগ। তাঁরা জানিয়েছেন, যখন মানিব্যাগে টাকার পরিমাণ কমে যাবে, তখন এর কবজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার যখন টাকা ভর্তি থাকবে, তখন তা স্বাভাবিক আচরণ করবে। মানিব্যাগের কবজা নিয়ন্ত্রণের জন্য এর সঙ্গে একটি চিপ জুড়ে দেওয়া হয়েছে।
গবেষকেরা এই ওয়ালেট বা মানিব্যাগের নাম দিয়েছেন ‘প্রোভারবিয়াল ওয়ালেট’। মানিব্যাগের সঙ্গে যুক্ত রয়েছে ব্লুটুথ ডিভাইস। মজার ব্যাপার হলো, মুঠোফোন থেকে এ মানিব্যাগের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়। আর মাসিক খরচের বাজেট আগে থেকে ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় মানিব্যাগটি কৃপণের মতো আচরণ শুরু করবে। কিছুতেই তা থেকে টাকা বের হতে চাইবে না। শুধু তা-ই নয়, ব্যাংকে টাকা লেনদেনের সময় এ মানিব্যাগ ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনে খরচ মেটানো কিংবা খরচ বাঁচাতেও এ মানিব্যাগ সতর্ক করে দেবে। বর্তমানে এমআইটির গবেষণাগারে নতুন প্রযুক্তির মানিব্যাগটি পরীক্ষমূলক পর্যায়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই এটি বাজারে ছাড়া হবে। তবে এর মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কম্পিউটারের গতি বাড়ান

কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run-এ গিয়ে recent লিখে এন্টার চাপুন।
এবার যেসব ফাইল আসবে সেগুলো delete করে দিন।একই ভাবে %temp% লিখে যে ফাইল আসবে সেগুলো delete করে দিন।

সোমবার, ১৮ জুন, ২০১২

শীর্ষে আইবিএমের সুপার কম্পিউটার

যুক্তরাষ্ট্র আরও একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের দেশের তালিকার শীর্ষস্থানটি দখল করল। গত বছর এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছিল জাপান। তার আগের বছর চীন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে। এই কম্পিউটার গত বছর তৈরি জাপানের ফুজিৎসু কোম্পানির তৈরি সুপার কম্পিউটার কে কম্পিউটারের চেয়ে অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন।
আইবিএমের তৈরি সিকিউওইয়া নামের সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জ্বালানি দপ্তরের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে। এর রয়েছে গণনা করার অসাধারণ ক্ষমতা।৬৭০ কোটি মানুষ ক্যালকুলেটর ব্যবহার করে ৩২০ বছরে যে পরিমাণ হিসাব করতে সক্ষম, সিকুইয়া মাত্র এক ঘণ্টায় সে হিসাব সম্পন্ন করতে পারে সিকিউওইয়া জাপানের কে কম্পিউটারের চেয়ে ১ দশমিক ৫৫ গুণ বেশি দ্রুতগতির। এটি ১৫ লাখেরও বেশি প্রসেসর ব্যবহার করছে। সে তুলনায় কে কম্পিউটার অর্ধেকেরও কম প্রসেসর ব্যবহার করছে।বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, জার্মানি, ফ্রান্স, জাপান ও ইতালিতে সুপার কম্পিউটার রয়েছে। গত বছর চীনের তৈরি তিয়ানহে-১ নামের সুপার কম্পিউটারকে পেছনে ফেলে শীর্ষত্ব অর্জন করে জাপানের কে কম্পিউটার।

শনিবার, ১৬ জুন, ২০১২

ব্যাঙের বিশ্রাম!

ব্যাঙ কেবল লাফালাফিতেই ব্যস্ত থাকে না, মাঝেমধ্যে আয়েশ করে তার বিশ্রামেরও প্রয়োজন পড়ে। কোনো ব্যাঙ যদি মানুষের মতো দুই পা ছড়িয়ে বসে বসে বিশ্রাম নেয়, দৃশ্যটি বেশ মজারই মনে হবে। ব্যাঙ নিয়ে গল্প-কাহিনি প্রচলিত থাকলেও ইন্টারনেটের যুগে ব্যাঙের নতুন আরেকটি কীর্তির কথা সম্প্রতি জানা গেছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা গেছে, একটি বেঞ্চের ওপর বসে ঠিক মানুষের মতোই পা ঝুলিয়ে বসে, হাত ছড়িয়ে দিয়ে আয়েশ করে বিশ্রাম নিচ্ছে একটি ব্যাঙ। মনে হচ্ছে, ঠিক যেন কোনো মানুষকে বসতে দেখে ব্যাঙটি তার বসার ভঙ্গি অনুকরণ করছে! অথবা অফিস থেকে ফিরে বেশ ক্লান্ত সে!
এক খবরে ইয়াহু অনলাইন জানিয়েছে, ভিডিওটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্যাঙটির এভাবে বসা নিয়ে সন্দেহ তৈরি হলেও, ভিডিও পোস্টকারীর দাবি, ব্যাঙটিকে আঠা দিয়ে আটকে রাখা বা কোনো ধরনের ছলচাতুরী করা হয়নি। ব্যাঙটি এভাবেই বসে ছিল, পরে সে লাফ দিয়ে পানিতে ডুব দেয়।

এমআইটির কাঠের সেল ফোন

সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীরা ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) পদ্ধতিতে ঢাউস একটি কাঠের মোবাইল ফোন তৈরি করেছেন। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, কাঠের তৈরি এ মোবাইল ফোনের সাহায্যে কল ও এসএমএস করা যায়। এই মোবাইল ফোন সাধারণ সিম কার্ড সমর্থন করে।
মোবাইলটিতে রয়েছে বিশাল আকৃতির কাঠের কেস ও বড় বড় বাটন। কাঠের এ মোবাইল ফোনটি চাইলে যে কেউ যন্ত্রাংশ কিনে নিজেও তৈরি করতে পারবেন। এ প্রসঙ্গে এমআইটি জানিয়েছে, ‘ডু-ইট-ইয়োরসেলফ’ (ডিআইওয়াই) বা নিজের উদ্যোগে কাঠের মোবাইল ফোন তৈরিতে উত্সাহ দেবে তাদের এ প্রকল্পটি। শিক্ষার্থীদের মোবাইল ফোনের মতো প্রযুক্তিতে উত্সাহ দিতেই ডিআইওয়াই প্রকল্প চালু করেছে এমআইটি।
উল্লেখ্য, এর আগে লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটির প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী কিরণ-স্কট উডহাউস কাঠ ব্যবহার করে স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিলেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনের নাম দিয়েছিলেন ‘অ্যাডজিরো’।
পরিবেশবান্ধব কাঠের স্মার্টফোন চলতি বছরের শেষদিকে বাজারে আসতে পারে। ফোনটির দাম হতে পারে ১০০ ডলার।

সহজেই ওয়েব ঠিকানা আদান-প্রদান

নানা কারণে আমরা বিভিন্ন সাইটের লিংক আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি । মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে ইচ্ছে করলে অতি সহজেই যেকোনো ওয়েব পেইজের লিংক অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এ জন্য আপনার লাগবে ‘অ্যাড দিস’ নামের একটি অ্যাড-অনস প্রোগ্রাম। এই অ্যাড-অনসটি
http://addons.mozilla.org/en-US/firefox/ addon/4076/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এর পর ব্রাউজার রিস্টার্ট দিন। এখন আপনার কাঙ্খিত ওয়েবপেইজে গিয়ে মাউসের ডান ক্লিক করে Add this অপশনে গেলেই ফেসবুক,ু টুইটার, গুগল বাজ, ব্লগারসহ জনপ্রিয় বিভিন্ন সাইটের ঠিকানা তালিকা পাওয়া যাবে, এখান থেকে সহজেই যেকোন লিংক সরাসরি শেয়ার করতে পাবেন। সরাসরি ইমেইলের মাধ্যমে শেয়ার করার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়াও পছন্দের ওয়েবপেজটি সরাসরি প্রিন্ট করে বের করতে পারবেন। কোন কোন সাইটে আপনি শেয়ার করতে পারবেন তার তালিকা দেখতে tools/addon/addthis/option অপশনে যান।

জাল বুনবে মাকড়সা রোবট!

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মিডিয়া ল্যাবের গবেষকেরা এমন এক ধরনের রোবট মাকড়সা তৈরি করেছেন, যা জাল বুননে সক্ষম। গবেষকদের বরাতে এক খবরে এমএসএনবিসি জানিয়েছে, প্রাকৃতিক মাকড়সার মতোই জাল বুনতে পারে এই রোবট মাকড়সা। এ ধরনের রোবটের এটি প্রথম প্রজন্ম।
মাকড়সা রোবটটি পরীক্ষা করতে গবেষকেরা রোবটটিতে আগে থেকেই জাল বোনার প্রোগ্রাম চালু করে রাখেন। তাঁরা রোবটটিকে জাল বোনার হুকযুক্ত একটি বাক্সে চালু করে দেখেছেন এটি প্রোগ্রাম মেনে নিখুঁতভাবে জাল বুনতে সক্ষম হয়েছে।
বর্তমানে গবেষকেরা রোবটটিকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য কাজ করছেন। রোবটটি স্বয়ংক্রিয় করতে সফল হলে এটি নিজে থেকেই নকশা ও জাল বুনতে সক্ষম হবে।
গবেষকেরা আশা করছেন, মাকড়সা রোবট নির্মাণকাজ বা পণ্য উত্পাদনের কাজেও ব্যবহার করা যাবে।

ইন্টারনেটের সবচেয়ে ভয়ংকর স্থান

ইন্টারনেটে কোন ওয়েবসাইটগুলোতে বেশি ভাইরাস থাকে? সাম্প্রতিক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক জানিয়েছে, ধর্মতত্ত্ববিষয়ক ওয়েবসাইটগুলোই এ ক্ষেত্রে সবচেয়ে ভয়ংকর স্থান। কেননা, সে ওয়েবসাইটগুলোতেই থাকে সবচেয়ে বেশি ভাইরাস।
সিমানটেক সম্প্রতি ‘ইন্টারনেট সিকিউরিটি থ্রেট’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০০ দেশের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সিমানটেক। প্রতিবেদনে সিমানটেক জানিয়েছে, ধর্মতত্ত্ব নিয়ে যেসব সাইট তৈরি, সে ওয়েবসাইটগুলো ম্যালওয়্যার ভর্তি। ওয়েবসাইটগুলো ব্রাউজ করা হলে বা কোনো লিংকে ক্লিক করলে কম্পিউটার ভয়ংকর সব ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ প্রসঙ্গে সিমানটেকের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পর্ন সাইটগুলোর তুলনায় ধর্মতত্ত্ববিষয়ক সাইটগুলোতে তিনগুণ পর্যন্ত ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো ভাইরাসের স্থান হিসেবে তালিকার ১০ নম্বরে অবস্থান করছে। সাধারণত, পর্নোগ্রাফির সাইটগুলোকে ম্যালওয়্যারের ভান্ডার হিসেবে মনে করা হয়। এসব সাইট থেকে তথ্য চুরি করে হ্যাকাররা অর্থও উপার্জন করে। তবে বর্তমানে পর্নোগ্রাফির সাইট ব্রাউজের ক্ষেত্রে সচেতনতা বেড়েছে; পাশাপাশি এ ধরনের সাইটগুলোতে ভাইরাসের প্রকোপও কমছে।
সিমানটেক জানিয়েছে, ২০১১ সালে ৪০ কোটি ৩০ লাখ ভাইরাস কম্পিউটারে আঘাত করেছিল। এ সময় ভাইরাস আক্রমণ বেড়েছিল ৮১ শতাংশ। এ কারণেই ২০১১ সালকে ইয়ার অব দ্য হ্যাক বা হ্যাকের বছর বলা হয়। সিমানটেক জানিয়েছে, ২০১২ সাল হবে মোবাইল হ্যাকের বছর।

ইন্টারনেটে পাঁচ বিষয় প্রকাশে মানা!

ইন্টারনেটে ব্যক্তিগত বিষয় প্রকাশে আগ্রহের কমতি নেই অনেকেরই। তরুণ ব্যবহারকারীদের আগ্রহটা যেন একটু বেশিই। তবে এ অতি উত্সাহে ঝুঁকিও থাকে যথেষ্ট। ব্যক্তিগত এমন অনেক বিষয়ই রয়েছে, যেগুলো প্রকাশে কারও ব্যক্তিত্বের দুর্বলতাই ফুটে ওঠে। তাই ইন্টারনেটে পাঁচটি বিষয় প্রকাশে মানা করেছেন বিশেষজ্ঞরা।
ইন্টারনেটে যে বিষয়টি প্রকাশে অনেকেই আপত্তি করেন, তার অন্যতম অন্তরঙ্গ ছবি বা ভিডিও। এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ বিপজ্জনক। কারণ ওই ব্যক্তির কোনো বিষয় প্রকাশের বহু বছর পরও তাঁর বন্ধু বা পরিচিত মহলে এটা নিয়ে আলোচনা হতে পারে, যা প্রকাশকারীর জন্য বিব্রতকর।
ইদানিং অনেকেই তাঁদের ফোন নম্বর ও ব্যক্তিগত ঠিকানা তাঁদের বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পৃষ্ঠায় দিয়ে থাকেন। এতে তাঁর সঙ্গে বিভিন্নজনের সম্পর্ক বাড়ে। তবে বিপরীতে সমস্যা হলো, শত্রুরা ঠিকানা পেয়ে সেটির অপব্যবহার করতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যক্তিগত জীবন।
কথায় আছে ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’। এ বাস্তবতা ইন্টারনেটের জগতেও। আপনি যদি কারও নামে অভিযোগ করে কিছু প্রকাশ করেন, সেও আপনার নামে বিপরীত কিছু প্রকাশ করতে পারে। এ রকম কিছু আপনার জন্য সম্মানহানিকর।
অনলাইনের মাধ্যমে বিল পরিশোধ এখন আর নতুন বিষয় নয়। তবে নির্ধারিত ওয়েবসাইটের নিজের অ্যাকাউন্ট নম্বর কিংবা সেটির পিন কোড প্রকাশ করা অতিশয় বোকামি। এতে যে কেউ এর অপব্যবহার করতে পারেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে অনেকেই তাঁদের ব্যক্তিগত তথ্যাবলি কয়েক মিনিট পর পর হালনাগাদ করেন। এতে তাঁদের অনুভূতি প্রকাশ হয়, তবে বিপদ থাকে যথেষ্ট। কারণ কেউ যদি আবেগাপ্লুত হয়ে বলে ফেলেন, ‘আমি এখন পানশালায় যাচ্ছি’, তাহলে সেটি হতে পারে তার জন্য অপমানজনক।

ছাতা দিয়েই মোবাইল চার্জ !!!!!!!!!!!!!!!!

ভোডাফোন ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা যৌথভাবে আধুনিক প্রযুক্তির বিশেষ একটি ছাতা উদ্ভাবন করেছেন, যা সৌরশক্তি ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারে। এ ছাতার নাম ব্রুস্টার ব্রোলি। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্রুস্টার ব্রোলিতে মাইক্রো অ্যান্টেনা, এলইডি টর্চ, নমনীয় সৌর প্যানেল, এমনকি স্মার্টফোন রাখারও সুবিধা রয়েছে।
ভোডাফোনের কর্মকর্তারা জানান, ছাতা মেলে রোদে গেলে এর ওপরে বসানো সৌর প্যানেলগুলো সৌরশক্তির সাহায্যে তিন ঘণ্টার মধ্যেই মোবাইলের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারে। ছাতাটির কাঠামো কার্বন ফাইবারে তৈরি হওয়ায় সহজে এর মধ্যে বাতাস ঢুকতে পারে না।
গবেষক কেনেথ থং ব্রুস্টার ব্রোলি ছাতা প্রসঙ্গে জানান, ছাতায় ব্যবহূত সৌর কোষগুলো সহজে ভাঁজ করা যায়। আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করতে ছাতার মধ্যে শক্তিশালী ফটোভোল্টিক সেমিকন্ডাক্টার ব্যবহার করা হয়েছে। ছাতার হাতলের কাছে রয়েছে ইউএসবি পোর্ট ও সরাসরি ব্যাটারি চার্জ করার সুবিধা।
ব্যস, এখন থেকে ছাতায়ই হবে মোবাইল চার্জ। অবশ্য ঠিক কবে নাগাদ এই ছাতা বাজারে আসছে, সে খবর এখনো স্পষ্ট করে জানায়নি ভোডাফোন কর্তৃপক্ষ কিংবা গবেষকেরা। সুতরাং, আপাতত এ ছাতার অপেক্ষাতেই থাকতে হচ্ছে এর গ্রাহকদের।

Friend Request in Facebook in a short way

Just go to this link or address and u will find ur friend request and their is another option to cancel ur friend request  http://apps.facebook.com/ friendrequests

হা হা হা ‘স্যামসাং ফেসবুক’ ভিত্তিহীন!

ফেসবুক এর মত নাকি সামসাং ও নাকি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরি করছে  সাম্প্রতিক এ গুজব আনুষ্ঠানিকভাবেই উড়িয়ে দিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ১৫ জুন এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আনার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।চলতি সপ্তাহে ইন্টারনেটজুড়ে এ খবর ছড়িয়ে পড়েছিল যে ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরি করছে স্যামসাং। এক খবরে ফক্স নিউজ জানিয়েছিল, ২০১৩ সালের প্রথম ভাগেই ‘স্যামসাং ফেসবুক’ নামে সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট চালু করার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ান এ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের কোনো ওয়েবসাইট তৈরির বা চালানোর আদৌ কোনো পরিকল্পনা নেই তাদের।যা মনে হয় তাই বললেই হল !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

Interconnected robot swarm takes to the skies

The Ecole Polytechnic Federale de Lausanne in Switzerland is developing swarms of flying robots that could be deployed in disaster areas to create communication networks for rescuers. The Swarming Micro Air Vehicle Network (SMAVNET) project comprises of robust, lightweight robots and software that allows the devices to wirelessly communicate with each other.
The flying robots were built out of expanded polypropylene with a single motor at the rear and two elevons (control surfaces that enable steering). The robots are equipped with autopilot to control altitude, airspeed and turn rate. A micro-controller operates using three sensors — a gyroscope and two pressure sensors. The robots also have a GPS module to log flight journeys.
The swarm controllers running Linux are connected to an off-the-shelf USB Wi-Fi dongle. The output of these (the desired turn rate, speed or altitude) is sent to the autopilot.
For the swarming, robots react to wireless communication with either neighbouring robots or rescuers, rather than relying on GPS or other positioning sensors that might be unreliable, impractical or expensive. Software algorithms that know where other nearby bots are can stop them from crashing into each other.
 


/uploadedImages/RD/News/2010/09/RobotSwarm2-large.jpg

Designing swarm controllers is generally quite challenging because there is no clear relationship between the individual robot behaviour and the resultant behaviour of the whole swarm. The researchers therefore looked to biology for the answer.

Network analyzer examines S-parameters without cost of vector-based instruments

LeCroy Corporation, a supplier of oscilloscopes, protocol analyzers and serial data test solutions, today announced the launch of a new class of instrument, the SPARQ series of Signal Integrity Network Analyzers. The SPARQ measures 40 GHz S-parameters on up to 4-ports with single button press operation at a small fraction of the cost of traditional methods such as Vector Network Analyzers. With the low price and ease of use of the SPARQ, multi-port S-parameter measurements are now accessible to a much wider audience.

The SPARQ is a time domain instrument, using TDR/T technology along with patented LeCroy innovations to rapidly acquire waveforms and measure the S-parameters of a device under test. The SPARQ measures both frequency and time domain results, and outputs standard Touchstone S-parameter files that are ready to be loaded into the user’s simulation software. The unit is small, rugged, PC-based and portable, and includes all of the hardware and software tools required by the signal integrity engineer for characterizing passive devices.

The SPARQ calibrates using an OSLT calibration kit that is internal to the unit. This allows the calibration and measurement to proceed automatically with a single button click and without any need to connect and disconnect calibration standards. With the SPARQ, the painstaking, lengthy and error-prone calibration procedure is once and for all eliminated. The “E” model SPARQ units include the internal calibration capability standard, and also support manual calibration using an external calibration kit. Setting up the SPARQ is also fast and easy; all configurations for the S-parameter measurements are contained within a single setup screen.

China takes top spot with 2.5-petaflop supercomputer

The fully operational Tianhe-1A, located at the National Supercomputer Center in Tianjin, has been scored at 2.507 petaflops as measured by the LINPACK benchmark. The result was announced Thursday at HPC 2010 China.

That score moves it past Cray's 2.3-petaflop Jaguar located at Oak Ridge National Lab in Tennessee. The newest Tianhe, which is Chinese for “River in the Sky” or “Milky Way”, achieved the record using 7,168 NVIDIA Tesla M2050 GPUs and 14,336 Intel Xeon CPUs consuming 4.04 megawatts. It operates with 262 TB of main memory and 2 PB of storage and boasts a proprietary interconnect technology developed by China’s National University of Defense Technology. Tianhe-1A epitomizes modern heterogeneous computing by coupling massively parallel GPUs with multi-core CPUs.

According to graphical processing unit manufacturer NVIDIA, which contributed heavily to the project, it would require more than 50,000 CPUs and twice as much floor space to deliver the same performance using CPUs alone. More importantly, a 2.507 petaflop system built entirely with CPUs would consume more than 12 MW. The use of GPUs in a heterogeneous computing environment allows Tianhe-1A to consume only 4.04 MW, making it three times more power efficient. The difference in power consumption is enough to provide electricity to over 5,000 homes for a year.

"The performance and efficiency of Tianhe-1A was simply not possible without GPUs," said Guangming Liu, chief of National Supercomputer Center in Tianjin.