শনিবার, ১৬ জুন, ২০১২

এমআইটির কাঠের সেল ফোন

সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীরা ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) পদ্ধতিতে ঢাউস একটি কাঠের মোবাইল ফোন তৈরি করেছেন। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, কাঠের তৈরি এ মোবাইল ফোনের সাহায্যে কল ও এসএমএস করা যায়। এই মোবাইল ফোন সাধারণ সিম কার্ড সমর্থন করে।
মোবাইলটিতে রয়েছে বিশাল আকৃতির কাঠের কেস ও বড় বড় বাটন। কাঠের এ মোবাইল ফোনটি চাইলে যে কেউ যন্ত্রাংশ কিনে নিজেও তৈরি করতে পারবেন। এ প্রসঙ্গে এমআইটি জানিয়েছে, ‘ডু-ইট-ইয়োরসেলফ’ (ডিআইওয়াই) বা নিজের উদ্যোগে কাঠের মোবাইল ফোন তৈরিতে উত্সাহ দেবে তাদের এ প্রকল্পটি। শিক্ষার্থীদের মোবাইল ফোনের মতো প্রযুক্তিতে উত্সাহ দিতেই ডিআইওয়াই প্রকল্প চালু করেছে এমআইটি।
উল্লেখ্য, এর আগে লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটির প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী কিরণ-স্কট উডহাউস কাঠ ব্যবহার করে স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিলেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনের নাম দিয়েছিলেন ‘অ্যাডজিরো’।
পরিবেশবান্ধব কাঠের স্মার্টফোন চলতি বছরের শেষদিকে বাজারে আসতে পারে। ফোনটির দাম হতে পারে ১০০ ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন