শনিবার, ১৬ জুন, ২০১২

ছাতা দিয়েই মোবাইল চার্জ !!!!!!!!!!!!!!!!

ভোডাফোন ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা যৌথভাবে আধুনিক প্রযুক্তির বিশেষ একটি ছাতা উদ্ভাবন করেছেন, যা সৌরশক্তি ব্যবহার করে মোবাইল চার্জ করতে পারে। এ ছাতার নাম ব্রুস্টার ব্রোলি। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্রুস্টার ব্রোলিতে মাইক্রো অ্যান্টেনা, এলইডি টর্চ, নমনীয় সৌর প্যানেল, এমনকি স্মার্টফোন রাখারও সুবিধা রয়েছে।
ভোডাফোনের কর্মকর্তারা জানান, ছাতা মেলে রোদে গেলে এর ওপরে বসানো সৌর প্যানেলগুলো সৌরশক্তির সাহায্যে তিন ঘণ্টার মধ্যেই মোবাইলের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারে। ছাতাটির কাঠামো কার্বন ফাইবারে তৈরি হওয়ায় সহজে এর মধ্যে বাতাস ঢুকতে পারে না।
গবেষক কেনেথ থং ব্রুস্টার ব্রোলি ছাতা প্রসঙ্গে জানান, ছাতায় ব্যবহূত সৌর কোষগুলো সহজে ভাঁজ করা যায়। আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করতে ছাতার মধ্যে শক্তিশালী ফটোভোল্টিক সেমিকন্ডাক্টার ব্যবহার করা হয়েছে। ছাতার হাতলের কাছে রয়েছে ইউএসবি পোর্ট ও সরাসরি ব্যাটারি চার্জ করার সুবিধা।
ব্যস, এখন থেকে ছাতায়ই হবে মোবাইল চার্জ। অবশ্য ঠিক কবে নাগাদ এই ছাতা বাজারে আসছে, সে খবর এখনো স্পষ্ট করে জানায়নি ভোডাফোন কর্তৃপক্ষ কিংবা গবেষকেরা। সুতরাং, আপাতত এ ছাতার অপেক্ষাতেই থাকতে হচ্ছে এর গ্রাহকদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন