কি করে আপনার ইয়াহু তে অটো রেসপন্স চালু করবেন। প্রথমে mail.yahoo.com এ login করুন।তারপর পেজের উপরে বাম পাশে Options
এ
ক্লিক করে Mail Options সিলেক্ট করুন। Mail Options থেকে Vacation
Response এ ক্লিক করুন।Enable auto-response during these dates
(inclusive) টিক দিন। From & Until এ আপনার date ঠিক করে দিন।Message
Box এ আপানার কাঙ্খিত message টি টাইপ করুন। Send Sample Copy To Me তে
ক্লিক করুন।তারপর সেভ ক্লিক করে আপনার মেইল ইনবক্স চেক করুন। ব্যাস,আপনার
কাজ সেস।এখন থেকে কেউ আপনাকে মেইল করলে সাথে সাথে আপনার গ্রীটিং মেইল তার
কাছে পৌঁছে যাবে!!! নিচের screenshot টি দেখুন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন