বুধবার, ১৮ জুলাই, ২০১২

পেন ড্রাইভ বা ইউএসবি স্টিক দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি

সম্প্রতি পেন ড্রাইভ বা ইউএসবি স্টিক দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। তথ্য সুরক্ষায় নির্মিত এ পেন ড্রাইভ এর নাম এক্সাক্টট্রাক। এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের এক্সাক্টট্রাক লিমিটেড তৈরি করেছে নতুন এই ইউএসবি স্টিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপত্তা বাহিনীর সদস্য থেকে শুরু করে তথ্য নিরাপত্তায় সবার জন্য উপযোগী এই ডিভাইসটি। এক্সাক্টট্রাক ডিভাইসটি স্বয়ংক্রিয় তথ্য মুছে দিতে পারে এবং দূর থেকেই এটি ধ্বংস করে দেয়া যায়। ডিভাইসটিতে মোবাইলের মত সিম কার্ড ব্যবহার করা যায়।
pendrives পেন ড্রাইভ বা ইউএসবি স্টিক দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি
জিপিএস, জিএসএম প্রযুক্তি সুবিধায় এই ডিভাইসটি তাই হারিয়েগেলে বা চুরি হয়ে গেলেও তথ্য বেহাত হবার আশঙ্কা নেই। এ ছারা ডিভাইসটি যখনই প্লাগ ইন করা হবে তখনি এর ব্যটারি চার্জ নিতে শুরু করবে এবং নিকটস্থ মোবাইলে নেটওয়ার্ক দেখাবে। অনলাইন কনসোল ব্যবহার করে বা এসএমএস পাথিএদুর থেকেই ইউএসবিতে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। যদি স্পর্শকাতর তথ্য বেহাত হবার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে দূর থেকেই পুরো ইউএসবি সিস্টেম ধ্বংস করে ফেলা যাবে। দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই ইউওসবে ডিভাইসটির জন্য সংকেত পাঠালে এর মাধ্যমে ইউএসবি ডিভাইসটিতে উচ্চমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হবে ও তা ভেতরের চিপটিকে গলিয়ে এর সব তথ্য নষ্ট করে ফেলবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন