আমরা প্রায় প্রত্যেকেই PDF শব্দটির সাথে কম বেশি পরিচিত। বাজারে
বিদ্যমান রিডার দিয়ে শুধুমাত্র পরা ছাড়া আর কোন কাজ করা যায়না, খুলতে সময়
লাগে এবং তা জায়গাও দখল করে বেশী যার ফলে পিসি স্লো হয়ে যায়।
আমরা অনেকেই এরকম সফটওয়্যার ইন্সটল করে থাকি যা দিয়ে পড়ার পাশাপাশি লেখাও যায়। কিন্তু তাতে ফলও হয় কম।

আমি আপনাদেরকে এমন একটি রিডার এর সাথে পরিচয় করিয়ে দেব যার নাম নাইট্রো রিডার (Nitro Reader) এটি দিয়ে পড়ার পাশাপাশি আর যা করা যাবে তা হলঃ নিজের সাক্ষর ব্যাবহার করা, পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি আলাদা করা, পিডিএফ ফরম তৈরী করা এবং সম্পাদনা করা, পিডিএফ ফাইলের যে কোন স্থানে এডিট করা, বিভিন্ন স্থানে কমেন্ট করা, কমেন্টের উত্তর দেয়া, পাসওয়ার্ড দেয়া, ৩০০ এর বেশি ফাইল ফরম্যাট থেকে পিডিএফ ফাইল তৈরী করা, পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরম্যাট এ রূপান্তর করাসহ আরো অনেক কিছু। সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যাবে।
আমরা অনেকেই এরকম সফটওয়্যার ইন্সটল করে থাকি যা দিয়ে পড়ার পাশাপাশি লেখাও যায়। কিন্তু তাতে ফলও হয় কম।

আমি আপনাদেরকে এমন একটি রিডার এর সাথে পরিচয় করিয়ে দেব যার নাম নাইট্রো রিডার (Nitro Reader) এটি দিয়ে পড়ার পাশাপাশি আর যা করা যাবে তা হলঃ নিজের সাক্ষর ব্যাবহার করা, পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি আলাদা করা, পিডিএফ ফরম তৈরী করা এবং সম্পাদনা করা, পিডিএফ ফাইলের যে কোন স্থানে এডিট করা, বিভিন্ন স্থানে কমেন্ট করা, কমেন্টের উত্তর দেয়া, পাসওয়ার্ড দেয়া, ৩০০ এর বেশি ফাইল ফরম্যাট থেকে পিডিএফ ফাইল তৈরী করা, পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরম্যাট এ রূপান্তর করাসহ আরো অনেক কিছু। সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন