বুধবার, ১৮ জুলাই, ২০১২

পেইজা/এলার্টপে ডলার ক্যাশআউট করার সহজ পদ্ধতি

আমার আজকের টিউনে স্বাগতম।
আমাদের দেশের বিভিন্ন বয়সী মানুষ বর্তমানে ফ্রিলান্সিং এর সাথে জড়িত। পেপাল এর অনুমোদন না থাকায় পেইজা(এলার্টপে) বাংলাদেশী ফ্রিলান্সারদের অন্যতম পছন্দ। বিভিন্ন মাইক্রোজব সাইটগুলোর পাশাপাশি অনলাইন ইনভেস্টমেন্ট সাইটগুলোর জন্য পেইজা(এলার্টপে) বেশ জনপ্রিয়। টাকা নিরাপদে হাতে পৌছে দেওয়ার জন্য বর্তমানে ব্যাংক এশিয়ার মাধ্যমে বাংলাদেশের সাথে পেইজা যুক্ত হয়েছে। কিন্তু ২৪০টাকা ট্রানজেকশন চার্জ+ টাকা পেতে ঝামেলা পোহাতে হওয়ার কারণে এটি খুব একটা জনপ্রিয়তা পায়নি। যাইহোক, ছোট এমাউন্ট ডলার (১-২০$) এর জন্য তো আর ব্যাংক যাওয়া যায় না তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।gif 2  পেইজা/এলার্টপে ডলার ক্যাশআউট করার সহজ পদ্ধতি

কিভাবে রিচার্জ করবেন?

রিচার্জ করার জন্য প্রথমে আপনার এলার্টপে একাউন্ট থেকে ap.recharge@gmail.com একাউন্টে ডলার পাঠিয়ে দিন। তারপর এখানে ক্লিক করে নিচের পেজের ফর্মটি পূরন করুন।
screenshot 3 পেইজা/এলার্টপে ডলার ক্যাশআউট করার সহজ পদ্ধতি
ইমেইল, রেফারেন্স নং রিচার্জ এর মোবাইল নং অবশ্যই সঠিকভাবে দিবেন। রেফারেন্স নাম্বার সম্পর্কে না জানলে এখান থেকে দেখে নিতে পারেন। সঠিকভাবে ফর্মটি পূরন করে submit করলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মোবাইলে টাকা পৌছে যাবে।

কিভাবে বিকাশ করবেন?

বিকাশ কি/কিভাবে একাউন্ট করতে হয় না জানলে এখানে দেখুন
বিকাশ করার জন্য ap.bkash@gmail.com এই ঠিকানায় আপনার টাকা পাঠিয়ে দিন তারপর এখানে ক্লিক করুন। তাহলে নিচের ফর্মটি আসবে।
screenshot 4 পেইজা/এলার্টপে ডলার ক্যাশআউট করার সহজ পদ্ধতি
সঠিকভাবে পূরন করে submit এ ক্লিক করুন তাহলে আপনার বিকাশ একাউন্ট টাকা চলে যাবে।
প্রতিক্ষেত্রে আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন