
ফেসবুকে আপনাকে কে কে তার প্রোফাইল থেকে আনফ্রেন্ড করল এবং কে কে আপার ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহন না করে ঝুলাইয়া রাখল তা দেখতে পারেন। তাছাড়া চাইলে আপনার পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্টগুলো বাতিল করে দিতে পারেন।
এজন্য যা যা করতে হবে তা বলি।
প্রথমে এই লিঙ্ক থেকে Green Monkye স্ক্রিপটটি ডাইনলোড করে ইন্সটল করুন।

আশা করি এটা নিজে নিজেই করতে পারবেন।
ঠিকমত ইন্সটল হলে, এখন এই স্ক্রিপটি ডাইনলোড করুন এবং ইন্সটল করুন।
উল্লেখ্য: আপনি যদি আগে গ্রীন মানকি ইন্সটল না করেন তাহলে আনফ্রেন্ড ফাইন্ডার স্ক্রিপটি কাজ নাও করতে পারে।
তারপর একবার ফায়ার ফক্স রিস্টার্ট করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন