রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

গোপন কথা লিখে দিন সবার সামনে – কেউ কিছুই বুঝবে না

সফটওয়ার টির নাম Ciphertext.
আসলে Ciphertext একটি প্রক্রিয়া যার মাদ্ধমে কোন লেখা কে encrypt করা হয়।
Wikipedia অনুসারে, Ciphertext is the result of encryption performed on plaintext using an algorithm.
আসুন সফটওয়ার টির বেবহার দেখে নেই।
প্রথমে এটি ডাউনলোড করে নিন।
Capture12 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
পাসওয়ার্ড: “password”
তারপর zip ফাইল টি extract করুন।
তাহলে সফটওয়ার টি পাবেন। সেটা ওপেন করুন। এরকম দেখতে পাবেনঃ
Capture15 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
এখানে একটি পাসয়ার্ড দিন। ** মনে রাখবেন, আপনি যে পাসয়ার্ড বেবহার করবেন, আপনার মেসেজ প্রাপক এর এক ই পাসয়ার্ড বেবহার করতে হবে **
আমি এখানে পাসয়ার্ড দিয়েছি 1234. আপনারা আপনাদের পছন্দ মত পাসওয়ার্ড দিন।
তারপর OK বাটনে ক্লিক করুন।
এরকম দেখাবেঃ
Capture31 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
আপনি একটি ফাকা বক্স পাবেন। এখানে আপনি যে কথা টি গোপন রাখতে চান সে কথা লিখুন। তারপর Encode বাটন চাপুন।
দেখবেন আপনার লেখা গুলো encrypt হয়ে গিয়েছে। এবং কিছু ক্যারেক্টার দেখতে পাবেন। এই ক্যারেক্টার গুলোর মদ্ধেই আপনার লেখা লুকিয়ে আছে।
এটি দেখতে এরকম দেখাবেঃ
Capture41 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
এখন আপনি খুব সহজে Copy বাটনে ক্লিক করে লেখা গুলো কপি করে facebook, yahoo messenger, gmail, skype সহ অন্য যে কোনো উপায়ে প্রাপক এর কাছে এই লেখা গুলো পেস্ট করে পাঠিয়ে দিন।
প্রাপক যখন আপনাদের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে সফটওয়ার টি ওপেন করবে তখন ফাকা বক্স টি দেখতে পাবেন। সেখানে আপনার পাঠানো লেখা গুলো পেস্ট করার পর Decode বাটন প্রেস করলে আপনার গোপন লেখা টি দেখতে পাবেন।
তখন হবে এরকমঃ
Capture32 ☻☻ গোপন কথা লিখে দিন সবার সামনে   কেউ কিছুই বুঝবে না ☻☻
এক্ষেত্রে প্রেরক এবং প্রাপক, দুই জন এর কম্পিউটারেই এই সফটওয়ার টি থাকতে হবে। এবং এক ই পাসওয়ার্ড বেবহার করতে হবে।
শুধুমাত্র তাহলেই লেখা টি সঠিক ভাবে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন