রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি…

রিক্সা চালিয়ে চীন থেকে লন্ডন:

old বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...বেইজিং আর লন্ডনের সেতুবন্ধ হয়ে উঠতে চীনের চেন গুয়ানমিং(৫৭ বছর বয়সী) নামক এক কৃষক দুই বছর আগে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রিকশা নিয়ে। ৬০ হাজার  কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬টি দেশ ঘুরে লন্ডন অলিম্পিকের উদ্বোধনের আগে লন্ডন পৌছেন তিনি । এই যাত্রায় তাকে বন্যা, প্রচন্ড গরম, শুকনো আবহাওয়া সবই সইতে হয়েছ। দীর্ঘ এই ভ্রমণের প্রমাণ হিসেবে তার পাসপোর্টে আছে ভিন্ন ভিন্ন দেশের ভিসা। এই পরিশ্রম এবং অলিম্পিকের প্রতি এই ভালবাসায় মুগ্ধ হয়ে লন্ডনবাসী চেনকে আগ্রহভরে বরণ করে নেয়। চেনও মুগ্ধ হয়েছেন লন্ডনবাসীর আতিথেয়তায়। সংগ্রহ: কারেন্ট ওয়ার্ল্ড সেপ্টেম্বর ২০১২

 পুনরুত্থান!

রহস্যময় এ পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে। সম্প্রতি এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে মিশরে। মারা যাওয়ার পরই আকস্মিকভাবে বেচেঁ উঠেছেন হামিদ হাফেজ আল নূরী হেটা নামের এক ব্যাক্তি সিম্মান প্রদেশের লুক্সোর এলাকার বাসিন্দা হাফেজের হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর স্থানীয় প্রবীণ বয়োজ্যেষ্ঠেরা তাকে মৃত ঘোষণা করেন। এমনকি ইসলামী বিধান অনুযায়ী মৃতদেহের দাফন-জানাজা প্রক্রিয়াও সম্পন্ন হয়। হাফেজকে সমাহিত করার সব প্রক্রিয়া যখন শেষ ঠিক সেই সময় মৃতদেহের মুখমন্ডলের সজীবতা দেখে সন্দেহের বশে স্থানীয় এক চিকিৎসক এগিয়ে গিয়ে হাফেজের নাকে হাত দেন। পরে হাফেজের বুকে পাম্প করলে সে কথা বলতে শুরু করে। সংগ্রহ: কারেন্ট নিউজ জুন ২০১২

 বিস্ময়কর বালক!

১০ বছর মাত্র বয়স! নাম তার মানপীত। বাড়ি ভারতের পাঞ্জাব শহরের অমৃতসর শহরে। তার কপালের উপর নারিকেল রেখে বেসবল ব্যাট দিয়ে আঘাত করলে নারিকেল ভেঙ্গে যায়। মার্শাল আর্ট প্রশিক্ষণের নিজের ভিন্নধর্মী ক্ষমতা প্রকাশের ইচ্ছা থেকে এমন ঝুকিঁপূর্ণ কাজটি সে বেছে নেয়। এছাড়াও সে আরও কিছু ভয়ানক কাজে পারদর্শিতা অর্জন করেছে। চলন্ত গাড়ির উপর দিয়ে লাফিয়ে পার হওয়া, তরবারি চালনাসহ আরো অদ্ভুত অদ্ভুত বিষয়ে তার রয়েছে বিশেষ ক্ষমতা। সংগ্রহ: কারেন্ট নিউজ জুন ২০১২

 সাবানখেকো:

images24 বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...প্রতিদিন সাবান খান যুক্তরাস্ট্রের টেম্পোষ্ট হেন্ডারসন। অন্তত দৈনিক পাচঁটি সাবান খাওয়ার প্রয়োজন হয় তার । সাবান খেলে প্রাণ যেতে পারে এই কথা জানার পরও হেন্ডারসন সাবান খাওয়া অব্যাহত রয়েছে। চিকিৎসকদের মতে হেন্ডারসন পাইকা নামক একধরনের রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অস্বাভাবিক খাবারে অভ্যস্ত হয়ে পড়ে । সাবান ছাড়াও তারা ধাতব মুদ্রা, চক, ব্যাটারি ও টুথব্রাশের মতো খাদ্য ভক্ষণ করতে পারে পাইকা আক্রান্ত রোগীরা । সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

উড়ন্ত ঘর:

large বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি... অবিশ্বাস্য হলেও সত্য যে ব্রিটেনের ন্যাশনাল জিওগ্রাফিক টিম উড়ন্ত বাড়ি নির্মাণ করেছে । হিলিয়াম গ্রাসভর্তি ৩০০ বেলুন হালকা হার্ডবোর্ড দিয়ে বানানো ঘরটি ভূমি হতে ১০ হাজার ফুট উপরের আকাশে ১৪ জন মানুষ  নিয়ে উড়েছে। ইট, বালি, সিমেন্টের মত ভারী উপাদান নয়, হালকা হার্ডবোর্ড দিয়ে তৈরী বাড়িটিকে নিয়ে ৩০০ বেলুন আকাশে উড়েছিল এই ৩০০ বেলুনের প্রতিটির দৈর্ঘ্য ছিল ৮ ফুট ।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

চুম্বক মানব:

Screen shot বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...চুম্বকের ধর্ম হচ্ছে কেবল ধাতব বস্তুকে আকর্ষণ করা কিন্তু চুম্বক মানব শরীরে আকর্ষন করছে! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে সার্বিয়াতে। দেশটির সাত বছরের শিশু ‘বোগদান’ এর সংস্পর্শে কোন ধাতব বস্তু এলেই আটকে যায়। চিনামাটির থালা, বাটি, টিভির রিমোট কন্ট্রোল, ইলেক্ট্রনিক যন্ত্র, ধাতব চামচ, ধাতব ছুরি ইত্যাদি ‘বোগদানের’ গায়ে রাখলে তা আঠার মত আটকে থাকে। বোগদানের  পরিবারের সদস্যদের ভাষ্য জন্ম থেকেই বিভিন্ন বস্তুকে আকর্ষণ করার এই ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে ‘বোগদানের’ শরীরে ।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১  এইছাড়া একটি লিংক সেয়ার করছি যেখানে একসাথে অনেক চুম্বক মানবকে দেখতে পাবেন

 

ফোমখাদক:

sofaeater 300x182 বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি... ভিন্ন এক খাবারে আসক্ত যুক্তরাস্ট্রের অ্যাডেল এডওয়ার্ডস। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৩০ বছর সয়ী এই নারী ২০ বছর ধরে ফোম খাচ্ছেন। ১০ বছর বয়সে শুরু, এখন তিনি পাঁচ সন্তানের জননী কিন্তু ফোম খাওয়া এখনি ছাড়তে পারেন নি। শুধু ফোম নয় তুলা, ইলাস্টিক, রাবার, ব্যান্ড সবই খাচ্ছেন তিনি। চিকিৎসকরা এই রোগের নাম দিয়েছেন “পাইকা” এই রোগে আক্রান্ত রোগীরা বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য গ্রহন করে থাকে ।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

আকাশ বন:

stefano boeri bosco verticale sky forest 825 300x178 বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি... ইতালিতে নির্মাণ করা হচ্ছে বিশ্বের প্রথম ‘আকাশ বন’। স্টেফানো বোইরির ডিজাইনে মিলানে ২৭ তলায় ঐ ফ্ল্যাট ব্লক দুটি হবে গাছবাড়ি। ৭৩০টি বৃক্ষ লাগানো হবে পাশাপাশি দুটি ব্লকের এই ভবনটিতে। এছাড়া ৫ হাজার গুল্মও ১১ হাজার  ভুমিজ উদ্ভিদও থাকবে। এখানকার সবচেয়ে বড় গাছটি  হবে ৩০ ফুট উচুঁ। ভবনটির দুটি ব্লকের একটি হবে ৩৬৫ ফুটও অপরটি হবে ২৬০ ফুট।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১


অদ্ভুতুড়ে গিটার:

sfsf বিস্ময়কর কিছু ঘটনা ভাল লাগবে আশা করছি...দেখামাত্র অবাক হবেন যে কেউ, যে এ আবার কেমন গিটার । কিন্তু সত্য হলো এই গিটারটির রয়েছে বারোটি গলা। ৬ মাসের অক্লান্ত পরিশ্রম শেষে তৈরী করা হয়েছে এই গিটারটি। সুর তুলতে ঝামেলা এড়াতে গিটারটি তৈরী করা হয়েছে অর্ধবৃত্তাকার আদলে। বিরল এই গিটারটি তৈরী করেছেন শিল্পী ‘ইয়োশিহিকে স্যাটো’।সংগ্রহ: কারেন্ট ওয়ার্ড সালতামামি ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন