শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২

ওয়েবসাইট দেখার গতি বাড়ান

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে বড় কোনো ওয়েবপেজ দেখতে চাইলে সেটি খুলতে অনেক ক্ষেত্রে একটু বেশি সময় নেয়। এর কারণ হলো, যদি আপনার কাঙ্ক্ষিত পেজটিতে বেশিসংখ্যক ছবি থাকে, তা হলে তা একে একে ছবিগুলো লোড হয়। আর এ কারণেই বেশি সময় লাগে পুরো ওয়েবপেজ খুলতে।
এখন আপনি চাইলে এমন ব্যবস্থা করে দিতে পারেন যে ফায়ারফক্স যখন কোনো পেজ লোড করবে, তখন একই সঙ্গে একাধিক ইমেজ লোড করা শুরু করবে ওই পেজ থেকে, তাহলে সময় কম লাগবে পুরো পেজ আসতে। এ জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে ফায়ারফক্স খুলে এড্রেসবারে গিয়ে about:config লিখে এন্টার করতে হবে। তা হলে একটা সতর্কতামূলক বার্তা আসবে। ওই বার্তাতে I’ll be caৎeful, I pৎomise! লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে নতুন পেজ আসবে। নতুন আসা পেজের সার্চ বক্সে pipelining লিখে সার্চ দিলে সংক্ষিপ্ত একটা তালিকা আসবে। সেই তালিকা থেকে netwoৎk.http.pipelining-এ দুই ক্লিক করে পাশের false মানকে tৎue করে দিতে হবে। একইভাবে পরের লাইনের netwoৎk.http.pৎoxy.pipelining-এর পাশের মানটিকেও tৎue করে দিতে হবে। এবারে netwoৎk.http.pipelining.maxৎequests-এর পাশের মান অবশ্যই ৩০-এর ওপরে করে পরিবর্তন করে দিতে হবে। এবার উইন্ডোর ফাঁকা অংশে গিয়ে ডান মাউস বাটন ক্লিক করে New থেকে Integeৎ নির্বাচন করে দিলে নতুন একটি বক্স আসবে। সেখানে nglayout.initialpaint.delay লিখে এন্টার করলে আরেকটি বক্স আসবে। এই বক্সে 0 লিখে ওকে করে বেরিয়ে আসুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন