শনিবার, ১৪ জুলাই, ২০১২

কম্পিউটারের গতি বাড়ান

কম্পিউটারের Start থেকে Run এ ক্লিক করে msconfig লিখে ok করুন। এখন ডান পাশের Services এ ক্লিক করুন। যে প্রোগ্রামগুলো সবসময় কাজে লাগে না সেগুলোর বাম পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন।
এখন Startup এ ক্লিক করে বাম পাশের সবগুলো টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। Restart চাইলে Restart দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন