শনিবার, ১৪ জুলাই, ২০১২

সাবানের ফেনায় ডিসপ্লে!

সম্প্রতি ইউনিভার্সিটি অব টোকিওর গবেষক ইয়োইচি ওচিআই এক ধরনের পাতলা ডিসপ্লে তৈরি করেছেন। আর এই পাতলা ডিসপ্লেটি তৈরি হয়েছে সোপ বাবল অর্থাৎ সাবানের ফেনা দিয়ে। মজার ব্যাপার হলো, দর্শকেরা শিগগিরই এই সাবানের ফেনা প্রযুক্তি ব্যবহার করে সিনেমাও দেখতে পারবে। শুধু তা-ই নয়, অন্যান্য ডিসপ্লের সঙ্গে নতুন উদ্ভাবিত এই ডিসপ্লেটির স্বচ্ছতা ও আলোর প্রতিফলনে অনেক পার্থক্যও রয়েছে। সিনেমা দেখার সময় ডিসপ্লেটি আলট্রাসনিক সাউন্ড ওয়েভ ব্যবহার করে পরিবর্তিত হয় এবং তা একটি ফ্ল্যাট বা থ্রিজি ইমেজ তৈরি করে।
ফেনার মিশ্রণ শিশুদের খেলনার চেয়ে অনেক বেশি জটিল হলেও এখন পর্যন্ত এর প্রধান উপাদান হচ্ছে সাবান। বিজ্ঞানীরা দাবি করেছেন, এই সোপ বাবল বা সাবানের ফেনা প্রযুক্তির ডিসপ্লেটি বিশ্বের সবচেয়ে পাতলা ও স্বচ্ছ ডিসপ্লে। গবেষক দলের প্রধান ড. ওচিআই বলেন, ‘এটা খুবই সাধারণ জ্ঞান যে সাবানের ফেনা মূলত একটি মাইক্রো মেমব্রেন বা সূক্ষ্ম ঝিল্লি। ফলে এর ভেতর দিয়ে সহজেই আলো যেতে পারে এবং বিভিন্ন রঙের মাধ্যমে আলোর প্রতিফলন ঘটায়।’ তিনি আরও বলেন, ‘দুই ধরনের তরল ব্যবহার করে খুবই পাতলা এবং নমনীয় এই ডিসপ্লেটি তৈরি করা হয়েছে। যদিও ট্র্যাডিশনাল স্ক্রিন বা প্রথাগত পর্দা হয় অস্বচ্ছ কিন্তু নতুন এই সাবানের ফেনা প্রযুক্তির পর্দাটি হবে অনেক বেশি স্বচ্ছ এবং দেখা যাবে ভিন্ন ভিন্ন প্রতিফলন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন