টি-শার্টের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে তা দিয়ে এবার করা যাবে মুঠোফোন
চার্জ! এমন সুবিধার সাধারণ টি-শার্টে বিদ্যুৎশক্তি জমা করে রাখার অভিনব
উপায় আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার
একদল বিজ্ঞানী। স্মার্টফোন আর ল্যাপটপ যখন সবার হাতের নাগালে চলে যাচ্ছে,
তখন এসব যন্ত্রাংশ চার্জের বিষয়টিও জরুরি হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এ
ধরনের গ্যাজেটগুলো বৈদ্যুতিক চাহিদা মেটাতে নমনীয় ব্যাটারির প্রয়োজন হবে।
আর এ সমস্যার সমাধান করতেই টি-শার্টে বিদ্যুৎশক্তি জমা করার এ প্রযুক্তি
নিয়ে গবেষণা করা হয়।
বিজ্ঞানী অধ্যাপক জিয়াওডং লি এবং লিহং বাওয়ের উদ্ভাবিত এ প্রক্রিয়ায় সাধারণ একটি টি-শার্টকে ফ্লুওরাইড সলিউশন দিয়ে ভেজানো হয়। গবেষণার বিষয়ে বিজ্ঞানীরা জানান, টি-শার্টটি অক্সিজেনশূন্য পরিবেশে উচ্চ তাপমাত্রায় শুকানো হয় এবং এর ফলে টি-শার্টটির তন্তুগুলো সেলুলোজ থেকে অ্যাকটিভেটেড কার্বনে পরিণত হলেও আগের মতোই নমনীয় থেকে যায়। টি-শার্টটির কয়েকটি সুতা ইলেকট্রোড হিসেবে ব্যবহার করে এটিকে ক্যাপাসিটরে পরিণত করা হয়।
এরপর টি-শার্টটির সুতাগুলোয় ম্যাঙ্গানিজ অক্সাইডের প্রলেপ দেওয়া হয় এবং এর ফলেই টি-শার্টটি একটি স্থিতিশীল সুপার ক্যাপাসিটরে পরিণত হয়। দারুণ সুবিধার সুপার ক্যাপাসিটরগুলোকে একত্র করে মুঠোফোনের মতো পোর্টেবল ইলেকট্রিক ডিভাইসসহ নিত্যপ্রয়োজনীয় গ্যাজেটগুলোকে চার্জ করা সম্ভব। বিজ্ঞানীরা আরও জানান, সাধারণত আমরা এখন যে স্মার্ট ডিভাইসগুলো ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। এ সমস্যাটি দূর করার ক্ষেত্রে এ প্রযুক্তি দারুণ কার্যকরী।
বিজ্ঞানী অধ্যাপক জিয়াওডং লি এবং লিহং বাওয়ের উদ্ভাবিত এ প্রক্রিয়ায় সাধারণ একটি টি-শার্টকে ফ্লুওরাইড সলিউশন দিয়ে ভেজানো হয়। গবেষণার বিষয়ে বিজ্ঞানীরা জানান, টি-শার্টটি অক্সিজেনশূন্য পরিবেশে উচ্চ তাপমাত্রায় শুকানো হয় এবং এর ফলে টি-শার্টটির তন্তুগুলো সেলুলোজ থেকে অ্যাকটিভেটেড কার্বনে পরিণত হলেও আগের মতোই নমনীয় থেকে যায়। টি-শার্টটির কয়েকটি সুতা ইলেকট্রোড হিসেবে ব্যবহার করে এটিকে ক্যাপাসিটরে পরিণত করা হয়।
এরপর টি-শার্টটির সুতাগুলোয় ম্যাঙ্গানিজ অক্সাইডের প্রলেপ দেওয়া হয় এবং এর ফলেই টি-শার্টটি একটি স্থিতিশীল সুপার ক্যাপাসিটরে পরিণত হয়। দারুণ সুবিধার সুপার ক্যাপাসিটরগুলোকে একত্র করে মুঠোফোনের মতো পোর্টেবল ইলেকট্রিক ডিভাইসসহ নিত্যপ্রয়োজনীয় গ্যাজেটগুলোকে চার্জ করা সম্ভব। বিজ্ঞানীরা আরও জানান, সাধারণত আমরা এখন যে স্মার্ট ডিভাইসগুলো ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে চার্জ একটি বড় সমস্যা। এ সমস্যাটি দূর করার ক্ষেত্রে এ প্রযুক্তি দারুণ কার্যকরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন