শুক্রবার, ৬ জুলাই, ২০১২

অবসরের পরিকল্পনা নেই টেন্ডুলকারের

শচীন টেন্ডুলকার মাত্র ১৬ বছর বয়সে যাঁদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলেন, তাঁদের প্রায় সবাই বিদায় বলেছেন ক্রিকেটকে। তবে লিটল মাস্টার আরও খেলে যেতে চান। সহসাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরিকল্পনা নেই বলে আবারও জানালেন ৩৯ বছর বয়সী টেন্ডুলকার। যত দিন ক্রিকেটটা উপভোগ করতে পারবেন, ততদিন খেলে যাবেন বলে জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
গত বছর বিশ্বকাপ জয়ের পর মাত্র দুইটি ওয়ানডে সিরিজে মাঠে নেমেছেন টেন্ডুলকার। এই মাসে ভারতের শ্রীলঙ্কা সফরের দলেও সুযোগ পাননি তিনি। এরপরই কথাবার্তা শুরু হয় যে, টেন্ডুলকার একদিনের ক্রিকেট থেকে বিদায় নেবেন কিনা। তবে সেরকম পরিকল্পনা যে এখনো নেই সেটা বেশ স্পষ্টই জানিয়ে দিয়েছেন শচীন। তিনি বলেছেন, ‘অন্যরা কী মনে করে সেটা কোনো ব্যাপার না। আমি কী ভাবছি সেটাই গুরুত্বপূর্ণ। যত দিন আমি খেলাটা উপভোগ করতে পারব, নিজেকে খেলাটার অংশ মনে করতে পারব, ততদিন আমি খেলে যাব।’
পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য শ্রীলঙ্কা সফরে নিজে থেকেই যেতে চাননি বলে জানিয়েছেন টেন্ডুলকার। তিনি আরও বলেছেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চেয়েছিলাম। সে জন্য ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলাম বিশ্রামের জন্য। ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানোটাও আমার জন্য গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন