এশিয়া প্যাসিফিক গেটওয়ে (এপিজি) নামের ১০ হাজার কিলোমিটার সাবমেরিন কেবল
প্রকল্পে বিনিয়োগ করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইন্টারনেটের গতি আরও দ্রুততর করতেই এ প্রকল্পে
বিনিয়োগ করছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আজ শুক্রবার এক খবরে
বিবিসি এ তথ্য জানিয়েছে।
এপিজি কেবলটি মালয়েশিয়া থেকে সরাসরি দক্ষিণ কোরিয়া হয়ে জাপান পর্যন্ত যাবে। এ ছাড়া শাখাবিন্যাসের মাধ্যমে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ অন্য দেশগুলোতেও যুক্ত হবে।
দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়াতেই ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, হংকং ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর নাগরিকদের কাছে ফেসবুক আরও ব্যবহার-বান্ধব করতেই সাবমেরিন প্রকল্পে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
এপিজি প্রকল্পে ফেসবুক ছাড়াও চায়না টেলিকম এবং চায়না ইউনিকর্ন বিনিয়োগ করছে। তবে এই প্রকল্পে ঠিক কত বিনিয়োগ করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক।
এশিয়ার ইন্টারনেট অবকাঠামো নির্মাণে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক আগে গুগলও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ২০০৮ সালে এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগকারী `ইউনিটি' সাবমেরিন প্রকল্পে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল গুগল।
এপিজি কেবলটি মালয়েশিয়া থেকে সরাসরি দক্ষিণ কোরিয়া হয়ে জাপান পর্যন্ত যাবে। এ ছাড়া শাখাবিন্যাসের মাধ্যমে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ অন্য দেশগুলোতেও যুক্ত হবে।
দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়াতেই ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, হংকং ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর নাগরিকদের কাছে ফেসবুক আরও ব্যবহার-বান্ধব করতেই সাবমেরিন প্রকল্পে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
এপিজি প্রকল্পে ফেসবুক ছাড়াও চায়না টেলিকম এবং চায়না ইউনিকর্ন বিনিয়োগ করছে। তবে এই প্রকল্পে ঠিক কত বিনিয়োগ করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক।
এশিয়ার ইন্টারনেট অবকাঠামো নির্মাণে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক আগে গুগলও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ২০০৮ সালে এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগকারী `ইউনিটি' সাবমেরিন প্রকল্পে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল গুগল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন