এনট্রাক্টিক রিসার্চ ল্যাব বা স্টেশন ১৯৫৭ সাল থেকেই কাজ করে আসছে।
সম্প্রতি(এই সপ্তাহে) হ্যালি VI এনট্রাক্টিক রিসার্চ ল্যাব খুলেছে যেটা
খারাপ অবস্থার মধ্যে স্থান পরিবর্তন করে নিতে পারবে পায়ের সাহায্যে। এই
স্ট্যাশনটি ব্রিটিশ এনট্রাক্টিক সার্ভে পরিচালনা করছেন যেখানে ৫০ জন
বিজ্ঞানী কাজ করে যাচ্ছেন।
Hugh
Broughton Architects প্রতিযোগীতায় বিজয়ী ডিজাইন হিসেবে নির্বাচিত হয়েছিল
এই জলবাহী উঁচু স্কি-বেসড মডিউলটি। যা বরফের স্তুপের স্তরের সাথে সাড়া দিতে
এবং প্রয়োজনে জায়গা পরিবর্তন করে নিতে পারবে যদি বরফের স্তুপ পরস্পর থেকে
আলাদা হয়ে যায়।

Engadget এর প্রতিবেদন অনুযায়ী, স্বাভাবিক অবস্থায় এদের পাগুলো ভিত্তি হিসেবে কাজ করে,এবং এগুলো লিফট হিসেবে ব্যবহার করে উপরে যেতে পারে আবার এগুলো ব্যবহার করে প্রয়োজনে নতুন জায়গায় যাওয়া যায়।
হ্যালি VI এর আটটি কনেক্টেট মডিউল রয়েছে , যেখানে ল্যাব তৈরি করা হয়েছে এবং থাকার জায়গা রাখা হয়েছে।
এদের
আবার একটি কেন্দ্রীয় মডিউল রয়েছে লাল রঙের যা অন্য সকল মডিউলের প্রাণ
হিসেবে কাজ করবে, এই বড় লাল মডিউল ফিচারে বেয়ে উঠার জন্য একটি দেয়াল রয়েছে ,
একটি সবজি বাগান , একটি বাতি রাখা হয়েছে যেটা দিনের আলোর মত আলো দিবে
সুর্যের আলোকে ধারণ করে।এছাড়াও এখানে বিশেষ ভাবে তৈরিকৃত ডিজাইন শেড রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন