অনেক সময় টিউটোরিয়াল বানানোর জন্য আপনার ডেস্কটপ এর রেকর্ড করা
প্রয়োজন হয় । অথবা অন্য কাজের জন্যও স্ক্রিন ক্যাপচার করার প্রয়োজন হয় ।
যেমন একটু আগে আমার এই SSD নিয়ে করা টিউনটায়
স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়েছিল । তখন খুজে পেলাম ছোট্ট কিন্তু
কাজের একটা সফটওয়্যার । Kaspersky দিয়ে স্ক্যান করে তারপর মিডিয়াফায়ার এ
আপলোড করেছি । সুতরাং নিশ্চিন্তে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ।
সফটওয়্যারটি
ডাউনলোড করে ইন্সটল করুন । সাথে দেয়া টেক্সট ফাইল এ সিরিয়াল নাম্বার
দেয়া আছে যাতে আপনারা ফুল ভার্সন ব্যবহার করতে পারেন ।
সফটওয়্যারতির ফিচারসমুহ ঃ
স্ক্রিন
রেকর্ড করতে পারবেন । বিভিন্ন ফরম্যাট এ ভিডিও সেভ করতে পারবেন । স্ক্রিন
এর যেকোনো নির্দিষ্ট জায়গাও রেকর্ডিং করতে পারবেন । এছাড়াও ডেস্কটপ এর
স্টিল ছবিও নিতে পারবেন । একই সাথে মাইক্রোফোন এর মাধ্যমে অডিও রেকর্ডিং ও
করতে পারবেন । ইন্টারনাল টিভি কার্ড থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে , এই ছোট সফটওয়্যারটি ব্যবহার অনেক সহজ । আপনারা
ইন্সটল করলেই বুঝতে পারবেন ।
এই
সফটওয়্যারতির আগে আমি আরেকটি সফটওয়্যার ব্যবহার করেছিলাম স্ক্রিন
রেকর্ডিং করার জন্য । http://www.techsmith.com/jing.html কিন্তু এই
সফটওয়্যারটি আমার কাছে ভালো লাগেনাই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন