নামকরা হার্ড ডিস্ক নির্মাতা ওয়েস্টার্ন ডিজিটাল ২ টেরাবাইট হার্ড
ড্রাইভ বের করেছে। এতে চারটি ডিস্ক আছে, প্রতিটি ৫০০ গিগাবাইট তথ্য ধারন
করে। বর্তমানে এর চেয়ে বড় কোন সিঙ্গেল হার্ড ড্রাইভ নেই। জোড়া দিয়ে রেইড
সেটাপ করে যদিও কয়েকটি হার্ড ড্রাইভ যোগ করে একটি হিসেবে ব্যবহার করা যায়
কিন্তু সে ধরনের ঝামেলা ছাড়াই এই ড্রাইভ ব্যবহার করা অনেক সহজ হবে। এর সাইজ
সাড়ে তিন ইঞ্চি, ৩২ মেগাবাইট ক্যশ।

দাম পড়বে - ৩০০ মার্কিন ডলার (৳ ২১,০০০)

দাম পড়বে - ৩০০ মার্কিন ডলার (৳ ২১,০০০)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন