বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

মাত্র 180 KB-র Add-ons দিয়ে youtube সহ দুনিয়ার সকল ওয়েবসাইট block access করুন!!

১/ প্রথমে ফায়ারফক্স open করে সেটিংস্‌ থেকে Add-ons Manager-এ যাবেন অথবা ctrl+shift+a চাপুন। Add-ons Manager ওপেন হলে,সেখানে Stealthyনামে সার্চ করুন অথবা নিচের LINK থেকে DOWNLOAD করুন***

DOWNLOAD লিঙ্ক —https://addons.mozilla.org/en-us/firefox/addon/stealthy/?src=userprofile

২/ ডাউনলোড করার পর Add-ons ইন্সটল হবে। ইন্সটল সম্পন্ন হলে তারপর ফায়ারফক্স restart করুন।
৩/ এখন firefox -এর ওপরে ডানে    এই রকম (লাল) icon দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন দেখবেন    (হলুদ) icon দেখতে পাবেন। আপনি ৩/৫ সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন      (সবুজ) icon  দেখা যাচ্ছে অর্থাৎ কাজ হয়েছে!!

৪/ এখন youtube ওপেন করুন অর্থাৎ , address bar -এ গিয়ে টাইপ করুন http://www.youtube.com || অবশেষে বলবেন “ ও আল্লাহ্, youtube খুইলা গেছে ”।এখন আপনি লুফে নিন youtube-এর মজা!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন