একফোঁটা বৃষ্টি মশার গায়ে পড়লে সেটা তার ওজনের ৫০ গুণ বেশি জোরে চাপ দেয়।
এর ফলে মশা মরে চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। কিন্তু ওরা দিব্যি বৃষ্টির মধ্যে
উড়ে বেড়ায়। এটা সম্ভব হয় মূলত দুটি কারণে। প্রথমত, মশা খুবই হালকা;
দ্বিতীয়ত, মশার বাইরের গায়ের শক্ত কাঠামো। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে,
মশা বৃষ্টির ফোঁটার সঙ্গে গা এলিয়ে দিয়ে নিচে পড়তে থাকে, কোনো বাধা দেয় না।
একটা হালকা বেলুনকে ঘুষি মারলে বেলুন যেমন ফাটে না, বরং উড়ে যায়, মশার
বেলায়ও সে রকমই হয়। ওরা বৃষ্টির ফোঁটার সঙ্গে নিচে পড়তে থাকে, কিন্তু
মাটিতে পড়ার আগমুহূর্তে নিজেকে সরিয়ে নেয়। মশার লম্বা পা ও পাখা তাকে এ
ব্যাপারে সাহায্য করে। তা ছাড়া ২৫ শতাংশ ক্ষেত্রে বৃষ্টির ফোঁটা মশার পাখার
ফাঁক গলে পড়ে যায়। বৃষ্টিতে মশার আচরণ পর্যবেক্ষণের জন্য
উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিওচিত্র গ্রহণ করে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য জানা
গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন