রবিবার, ৮ জুলাই, ২০১২

শত্রু থেকে বন্ধু হলো ফেসবুক ও ইয়াহু!

পেটেন্ট নিয়ে মামলার ঝামেলা মিটিয়ে ইয়াহু ও ফেসবুক বন্ধু হলো। ইন্টারনেটভিত্তিক এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হয়েছে। পাশাপাশি দুই পক্ষ পরস্পরের পেটেন্ট ব্যবহারে সম্মত হয়েছে। এক খবরে বিবিসি জানিয়েছে, ইয়াহুর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা রস লেভিনসন উদ্যোগী হয়ে ফেসবুকের সঙ্গে মামলা নিষ্পত্তি করেছেন।
চলতি বছরের মার্চ মাসে ১০টি পেটেন্ট ভঙ্গের অভিযোগ তুলে ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছিল ইয়াহু। মামলার পরপরই মাইক্রোসফট ও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) কাছ থেকে বেশ কিছু পেটেন্ট কিনেছিল ফেসবুক। ইয়াহুর বিরুদ্ধে ফেসবুকও পাল্টা মামলা করেছিল। দুই ইন্টারনেটভিত্তি প্রতিষ্ঠানের এই মামলা প্রযুক্তিবিশ্বে বেশ আলোচিত হয়েছিল।
ফেসবুক ও ইয়াহু নিজেদের মধ্যে সমঝোতা করায় এবং পরস্পরের পেটেন্ট ব্যবহার করতে সম্মত হওয়ায় দুই পক্ষই সুবিধা ভোগ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফেসবুকের সঙ্গে মামলা মেটানোসহ পারস্পরিক প্রযুক্তি ব্যবহারের যে সমঝোতা হয়েছে তাতে রস লেভিনসন ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তার স্থায়ী পদটির জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হলেন। উল্লেখ্য, ইয়াহু পরিচালনা পর্ষদ প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে শিগগিরই। জীবনবৃত্তান্তে ভুল তথ্যের অভিযোগে ইয়াহুর প্রধান নির্বাহী পদ থেকে স্কট থম্পসন সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন রস লেভিনসন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন