রবিবার, ১ জুলাই, ২০১২

শর্মিলার বিয়ের পোশাকেই কনে সাজবেন কারিনা!

কারিনা কাপুর-সাইফ আলী খানের বহুল আলোচিত বিয়ের দিনক্ষণ থেকে অনুষ্ঠানের যাবতীয় বিষয়-আশয় নিয়ে সব জল্পনা-কল্পনার শেষ হতে চলেছে। এর আগে বিয়ের দিনক্ষণ জানা গেলেও বিয়ের পোশাকটি কী হবে, কোন ডিজাইনারই বা তা বানাচ্ছেন-এসব নিয়ে বিভিন্ন গল্প ডানা মেলছিল। অবশেষে জানা গেছে, শর্মিলা ঠাকুরের বিয়ের পোশাকেই বউ সাজবেন কারিনা কাপুর।
বলিউডপাড়ায় বছরের সবচেয়ে আলোচিত বিয়ের আসর বসতে যাচ্ছে ১৬ অক্টোবর। এদিন গাঁটছড়া- বাঁধবেন বহুল আলোচিত তারকাজুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের প্রস্তুতি, বর-কনের পোশাকের বর্ণনাসহ তঁাদের বিয়ের খঁুটিনাটি জানার জন্য সবার ব্যাপক আগ্রহ আর সেই আগ্রহের রসদ জোগাতে সদা তত্পর মিডিয়াপাড়া।
পঁাচ বছর আগে সাইফের সঙ্গে প্রেম করা শুরু করেছিলেন কারিনা। এ সময়ে বেশ কয়েকবারই তঁাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ে করতে যাচ্ছেন তঁারা। এখন বিয়ের বাজার নিয়ে লন্ডনে ব্যস্ত সময় পার করছেন কারিনা।
সবাই ধরে নিয়েছিলেন, পছন্দের ডিজাইনার মণীষ মালহোত্রার নকশা করা পোশাকে বিয়ের আসরে দেখা যাবে কারিনাকে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে শর্মিলা ঠাকুরের বিয়ের পোশাক `সারারা' পরার সিদ্ধান্ত` নিয়েছেন বলিউডের কাপুর খানদানের কনিষ্ঠ এ সদস্য।
৪৩ বছর আগে এই `সারারা' পরেছিলেন শর্মিলা ঠাকুর। পুরোনো এই পোশাকে আধুনিকতার ছোঁয়া দিতে এতে কিছুটা পরিবর্তন আনবেন শর্মিলার পছন্দের ডিজাইনার ঋতু কুমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন