স্বামী প্রিন্স আলবার্টের মৃত্যুর পর শোকাহত রানি ভিক্টোরিয়ার পরিহিত কালো
রঙের একটি পোশাক নিলামে বিক্রি হয়েছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের একজন
সংগ্রাহকের কাছে ছয় হাজার পাউন্ডেরও বেশি দামে এটি বিক্রি হয়। বিবিসি
অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান হ্যানসন্স যুক্তরাজ্যের ডার্বিশায়ারে গতকাল রানি
ভিক্টোরিয়ার ওই পোশাকটি নিলামে তোলে। প্রতিষ্ঠানটি ১৯৭০-এর দশকে নিলামের
জন্য পোশাকটি কিনেছিল।
হ্যানসন্সের ব্যবস্থাপক চার্লস হ্যানসন্স জানান, রানি ভিক্টোরিয়ার এ
পোশাকটি ১৮৮০ সালেরও আগের। কালো রঙের ওই স্কার্টটির কোমর ৪৩ ইঞ্চি। সিল্কের
দুটি ঢিলেঢালা আস্তর ও একটি সেমিজের সমন্বয়ে তৈরি হয়েছে এর ভেতরের অংশ।
চার্লস হ্যানসন্স আরও বলেন, এটা সত্যিই খুব দুর্লভ। অনেক খোঁজাখুঁজির পর রাজকীয় এই পোশাকটি পাওয়া গেছে।
প্রসঙ্গত, প্রিন্স আলবার্ট ১৮৬১ সালে টাইফয়েডে মারা যান। এর পর ৩০ বছরের
বেশি সময় স্বামীর বিরহে শোকার্ত সময় কাটিয়েছেন রানি ভিক্টোরিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন