সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা শ্বাস-প্রশ্বাস নেওয়া ছাড়াই রোগীকে
বাঁচিয়ে রাখার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। নতুন এ পদ্ধতিতে রোগীকে
অক্সিজেন মাস্কের পরিবর্তে সরাসরি তার রক্তে অক্সিজেন ইনজেকশন দেওয়া হয়। এর
মাধ্যমে রক্তে অক্সিজেনের স্বাভাবিক প্রবাহ চালু রেখে হূিপণ্ড ও
মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিত্সা সম্ভব। এক খবরে
হাফিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বোস্টন চিলড্রেন হাসপাতালের চিকিত্সকেরা ছোট আকারের এই
অক্সিজেন ইনজেকশন তৈরি করেছেন। গবেষকেদের দাবি, এ ইনজেকশনের মাধ্যমে
অক্সিজেন সরাসরি রক্তে মিশে যায়। ফলে রোগী শ্বাস নিতে না পারলেও তার রক্তে
অক্সিজেনের প্রবাহ চলতে থাকে। রক্তে অক্সিজেনের ঘাটতি থাকলেও এ ইনজেকশন
দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে যায়।
সায়েন্স ট্রান্সসেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষক জন
খেয়ার জানিয়েছেন, এই ইনজেকশনটি এরই মধ্যে প্রাণীদেহে প্রয়োগ করে সফল হয়েছেন
তাঁরা। ১৫ মিনিট পর্যন্ত শ্বাস নিতে না পারলেও প্রাণীরা এই ইনজেকশনের
সাহায্যে বেঁচে ছিল।
গবেষকেরা আরও জানিয়েছেন, ১৯৯০ সালের দিকে রক্তে সরাসরি অক্সিজেন দেওয়ার এই
ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু পরে রক্তে গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার
ফলে এই পদ্ধতি বাতিল করা হয়। তবে বর্তমানে গবেষকদের দাবি, আগের সমস্যা
কাটিয়ে এই ইনজেকশন এখন মানুষের জীবন বাঁচাতে কার্যকর ভূমিকা রাখবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন