শনিবার, ২৮ জুলাই, ২০১২

উইন্ডোজ ৭-এ লুকানো ফাইল দেখুন

উইন্ডোজ ৭-এ লুকানো (হিডেন) ফাইল দেখতে (শো করতে) প্রথমে কম্পিউটার চালু করুন। তারপর Start-এ ক্লিক করে All Programs-এর নিচে সার্চ বক্সে Folder Options লিখুন। এন্টার করলে Folder Options খুলবে।
এখন View-তে ক্লিক করুন এবং নিচে থেকে Show hidden files, folders or drive নির্বাচন করুন এবং Apply ক্লিক করুন। তারপর OK ক্লিক করুন। এখন কম্পিউটারে হিডেন ফাইল দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন