সোমবার, ২৩ জুলাই, ২০১২

ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী

আমরা যারা ইন্টারনেটে কাজ করি তাদের প্রতিদিনই অনেক ইংরেজী আর্টিকেল পড়তে হয়। আবার ইংরেজী আর্টিকেল পড়তেও অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।
যেমন- ইংরেজী শব্দের অর্থ জানা। যারা গুগোল ট্রান্সলেটর সম্পর্কে জানেন তারাতো মোটামোটি একটু তাড়াতাড়িই শব্দের অর্থ বের করতে পারেন। কিন্তু যারা এটা সম্পর্কে জানেন না, তাদেরতো আর নিজের ডিকশনারী বই ছাড়া আর কোন উপায় নাই। আবার গুগোল ট্রান্সলেটর ব্যবহার করলেও তেমন আরাম নাই, ঐখানে যাওয়া তারপর দেখা, এটা অনেকটা ঝামেলামূলক কাজ। কিন্তু আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে এর একটা Addon ব্যবহার করে আপনি মূহুর্তের মধ্যেই যেকোন ইংরেজী শব্দের বাংলা অর্থ খুজে পেতে পারেন।

এই Addon টির নাম হল- “English To Bangla Dictionary”.
Addon টি পাওয়ার জন্য আপনার ফায়ারফক্স ব্রাউজার অপেন করে “এখানে ক্লিক” করুন।
Addons এর পেজটি ওপেন হওয়ার পর “Add to Firefox” বাটনে ক্লিক করুন।
bangla to english addon 1 ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী
এডঅনটির ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে “Install” বাটনে ক্লিক করুন।
bangla to english addon 2 ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী
এবার, আপনি যে শব্দটির অর্থ খুজছেন সেটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন এবং “Get Bangla Meaning” অপশনে ক্লিক করুন এবং দেখুন আপনার ফায়ারফক্সের যাদু।
bangla to english addon 3 ফায়ারফক্সের জন্য বাংলা টু ইংরেজী ডিকশনারী
বাংলা মিনিংয়ের বক্সটি বন্ধ করতে আপনার ব্রাউজারের যেকোন জায়াগায় ক্লিক করলেই চলবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন