দ্রুত হিসেব করার প্রয়োজন হলে এখন থেকে আর ক্যালকুলেটর বা গণনা যন্ত্র
হাতড়ে বেড়াতে হবে না। গুগলের সার্চ বক্সে হিসেবের জন্য সংখ্যাগুলো লিখলেই
বা ইংরেজিতে ‘ক্যালকুলেটর’ নামে সার্চ দিলেই মিলবে একটি বৈজ্ঞানিক
ক্যালকুলেটর। ব্যবহারকারীদের সুবিধার্থে বৈজ্ঞানিক এ ক্যালকুলেটর ফিচারটি
যুক্ত করেছে গুগল।
৩৪ টি বাটন বা বোতামযুক্ত এ ক্যালকুলেটর ব্যবহার করে বৈজ্ঞানিক ক্যালকুলেটরের মতই যাবতীয় সব হিসেব করা যাবে। এতে সাইন, কস, ট্যান, রুট বাটন ছাড়া পাইয়ের জন্যও আলাদা বাটন রয়েছে।
গুগলের মোবাইল সংস্করণে ভয়েস সার্চ ফিচার ও গুগল ক্রোম ব্যবহার করে স্পর্শ ছাড়াও এতে হিসেব করা যাবে।
সম্প্রতি গুগলের টুইটার অ্যাকাউন্ট থেকে পাণ্ডা এলগরিদম আপডেট (৯.৩ সংস্করণ) এর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এ এলগরিদমটির সাহায্যে যেসব ওয়েবসাইটের মান কম, সেগুলোর র্যাঙ্কিং কম দেখায় আর ভালো মানের ওয়েবসাইটগুলো সার্চ রেজাল্টের প্রথমে দেখায়। প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে পাণ্ডা চালু করেছিল গুগল।
৩৪ টি বাটন বা বোতামযুক্ত এ ক্যালকুলেটর ব্যবহার করে বৈজ্ঞানিক ক্যালকুলেটরের মতই যাবতীয় সব হিসেব করা যাবে। এতে সাইন, কস, ট্যান, রুট বাটন ছাড়া পাইয়ের জন্যও আলাদা বাটন রয়েছে।
গুগলের মোবাইল সংস্করণে ভয়েস সার্চ ফিচার ও গুগল ক্রোম ব্যবহার করে স্পর্শ ছাড়াও এতে হিসেব করা যাবে।
সম্প্রতি গুগলের টুইটার অ্যাকাউন্ট থেকে পাণ্ডা এলগরিদম আপডেট (৯.৩ সংস্করণ) এর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এ এলগরিদমটির সাহায্যে যেসব ওয়েবসাইটের মান কম, সেগুলোর র্যাঙ্কিং কম দেখায় আর ভালো মানের ওয়েবসাইটগুলো সার্চ রেজাল্টের প্রথমে দেখায়। প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে পাণ্ডা চালু করেছিল গুগল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন