সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

Privacy Eraser ছোট সফটওয়্যার হলোও কাজের সফটওয়্যার।

সফটওয়্যার এর নাম  Privacy Eraser ।এই সফটওয়্যার দিয়ে আপনি  Internet Explorer, Mozilla Firefox, Google Chrome, AOL, Opera and MSN Explorer ইত্যাদি এর ভেত্র লুকানো password থাকে সেগুলো মুছে ফেলতে পারেনে এবং অনেক সময় অনেক সাইট এ ডোকেন সেখানে থেকে কুকি জমা হয় এগুলো ও মুছে ফেলতে পারেন এই সফটওয়্যার দিয়ে। এরপর Microsoft Office, KaZaA, Real Player, Media Player and many others and Privacy Eraser (Pro) supported. হবেই।
এর প্রধান বৈশিষ্ট্য:
• মুছুন মোজিলা ফায়ারফক্স এর ক্যাশ করা ফাইল।
• ফায়ারফক্স এর কুকিজ মুছুন।
• মুছুন ফায়ারফক্স Index.dat ফাইল।
• মুছুন উইন্ডোজ সাম্প্রতিক ডাটাবেজ।
• মুছুন উইন্ডোজ অস্থায়ী ডাইরেক্টরি ফাইল।
• মুছুন উইন্ডোজ Media Player সাম্প্রতিক ফাইলের তালিকা
• আপনার হার্ড ড্রাইভে ফ্রি স্পেস!
• এটাতে আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।

সফটওয়্যার নামঃ Privacy Eraser Pro 9.20 Portable | 2.6 MB

Screenshot:
fpriveraser2 300x250 Privacy Eraser ছোট সফটওয়্যার হলোও কাজের সফটওয়্যার।

ডাউনলোড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন