সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

নিয়ে নিন অনেক কাজের একটি সফটওয়্যার

“সামুরাইজ” একটি জনপ্রিয় এবং অত্যাধুনিক সিস্টেম মনিটরিং সফটওয়্যার। এটা ব্যবহার করে আপনি আপনার সিপিইউ’র সিস্টেম ইনফরমেশন, আবহাওয়া রিপোর্ট, নিউজ হেড লাইন এবং আরো অনেক কিছু জানতে পারবেন। নিচের ছবিগুলো দেখে আপনি সহজেই এর কাজের ধরণ সম্পর্কে বুঝতে পারবেন।
 samurize screenshot 02 নিয়ে নিন অনেক কাজের একটি সফটওয়্যার
সামুরাইজ-এর সুবিধাসমূহ:
  • বিল্ট ইন মিটার (ডিস্ক এবং সিপিইউ ইউসেজ, নেটওয়র্ক ট্রাফিক, সিস্টেম টেম্পারেচার ইত্যাদির জন্য)
  • আপনার নিজের পিসি মনিটরের পাশাপাশি নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য পিসির অবস্থা মনিটর করা যায়।
  • অনেকভাবে ব্যবহারের সুবিধা (ডেস্কটপ, টাস্ক বার, ঘড়ির মতো, ইমেজ ফরম্যাট, স্ক্রিনসেভার ইত্যাদি)

serious samurize 2 নিয়ে নিন অনেক কাজের একটি সফটওয়্যার
খুবই চমৎকার একটি সফটওয়্যার। আর সাইজ মাত্র : 5.2 MB।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন