সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

এখন থেকে আপনিও পারবেন ফেসবুক,নিমবাস,ইয়াহু মেসেন্জার,গুগল টক এর চ্যাটের লেখা উল্টা পাল্টা করে আপনার বন্ধুকে তাক লাগিয়ে দিতে।

আমরা যারা মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করি তারা ফেসবোক, ইয়াহু,গুগল টক চ্যাট করার জন্য ভিবিন্ন সফটওয়্যার ব্যবহার করি ।যেমন নিমবাজ,ই বাডি ইত্যাদি ।আপনার ফোনটা যদি Symbian,অথবা java সাপোর্টেট হয় তাহলে আপনিও পারবেন আপনার বন্ধুদের অভাক করে দিতে চ্যাট এর মাধ্যমে ।আপনি যদি নিমবাজটাকে আপনার চ্যাট এর সফটওয়্যার হিসেবে সিলেক্ট করে থাকেন তাহলে আপনি

http://www.mediafire.com/?ufomtmz45vl47kf

এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করেন <নিমবাজ আইডি দেন <সারভার এর যায়গায় nimbuzz.com<নিমবাজ পাসওয়ার্ড<other setting এ যান host Ip এর যায়গায় openfire.nimbuzz.com দিয়ে ওকে করুন ।আপনার আইডি ওপেন হওয়ার পর আপনার অনলাইনে তাকা বন্ধুদের দেখতে পাবেন ।যে কোন বন্ধুকে সিলেক্ট করে option button

এ click করে new message এ যান এবং আপনি আপনার মেসেজ লিখে option button এ click করে ReTranslit এ click করেন আর দেখেন মজা ………………………….।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন