বুধবার, ৩ অক্টোবর, ২০১২

Google Chrome এ যুক্ত করুন ইচ্ছে মত Add-Ons (সাথে কিছু দারুণ Add-Ons এর লিস্ট)

Google এর যেকোনো পণ্য এক কথায়  গুনে মানে অনন্য ! Google Chrome বর্তমানের সব থেকে ফাস্ট ব্রাউজার !
Google Chrome এর অনেক কুটিনাটি এখনো আমাদের অনেকের অজানা !
আসুন প্রথমে জেনে নেই ব্রাউজার এর Add-Ons বা Extensions /Plugins কি?
তার আগে বলে নেই Add-Ons এই নাম টা ব্যাবহার করে মুলত Mozilla Firefox
আর Google Chrome ব্যাবহার করে Extensions নামে।
ভিন্ন ভিন্ন নাম ব্যাবহার করলেও কাজ আসলে একি ।
এখন আসুন এই  Add-Ons এর কাজ গুলা নিয়ে হালকা একটু ধারণা আপনাদের দেই ।
Add-Ons হল ব্রাউজারের সাহায্যকারী বস্তু, বা টুলস , অনেক  সৌখিন বা পেশাদার ওয়েব ডেভালোপার /ডিজাইনার রা তৈরি করে এই সব Add-Ons বা Extensions।
এই Add-Ons ব্যাবহার কারিদের মাঝে তুমুল জনপ্রিয় ! কারন Add-Ons ব্যাবহারের ফলে ব্রাউজিং এ সময় অপচয় কম হয় এবং সফটওয়্যার ব্যাবহার না করেই ব্রাউজার দিয়ে অনেক কাজ করে নেয়া যায় ।
এত্তক্ষন লেকচার দিলাম এখন আসি আসল কাহিনীতে icon razz Google Chrome এ যুক্ত করুন ইচ্ছে মত Add Ons (সাথে কিছু দারুণ Add Ons এর লিস্ট)
———————————————————————————————–
Google Chrome এ (Extensions) Add-Ons যুক্ত করতে প্রথমে যান >Setting > Extensions >Get more extensions
(নিচের চিত্র দেখুন)
PmEhf Google Chrome এ যুক্ত করুন ইচ্ছে মত Add Ons (সাথে কিছু দারুণ Add Ons এর লিস্ট)
অতবা এই লিংক এ ক্লিক করুন >
https://chrome.google.com/webstore/category/home
এখন নিচের চিত্রর মত পেজ আসবে
↓↓
tUVaL Google Chrome এ যুক্ত করুন ইচ্ছে মত Add Ons (সাথে কিছু দারুণ Add Ons এর লিস্ট)
লাল চিহ্ন দেয়া অংশে আপনার কাঙ্কখিত Extensions টি সার্চ দিয়ে খুজে নিতে পারেন তার পর যে Extensions টি পছন্দ হবে ওটার উপর মাউস নিয়ে ক্লিক করুন GET TO CROME এ  এবং একটু সময় অপেক্ষা করুণ এই তো হয়ে গেল আপনার Google Chrome এ Add ons + করার কাজ !
——————————————————————————————————–
এতক্ষন দেখালাম কেমন করে Google Chrome এ Add ons + করতে হয় । আসুন এবার কিছু দারুণ দারুণ Add ons এর লিংক দেই ! লিংক গুলাতে জাস্ট ক্লিক করে অ্যাড করে নিন  ↓↓
  1. Facebook Photo Zoom
  2. FireShot: Webpage Screenshots + Anno
  3. Unfriend Finder for Facebook
  4. Google Calendar
  5. Google Translate
  6. Gmail Offline
  7. Picasa
  8. Facebook Notifications
  9. Facebook Colour Changer
  10. IP Address

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন