১০.১ ইঞ্চি বা তারেচেয় ছোট মনিটেরর নেটবুক কম্পিউটার সাধারণত সিডি বা ডিভিডি-রম ড্রাইভ
থাকে না। এখন যদি এগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করেত চান, তাহেল উপায় কী! উপায় হল
এক্সটারনাল সিডি অথবা ডিভিডি-রম ড্রাইভ বেবহার করা। এখন সেটি সব সময় হাতের কাছে নাও
থাকেত পারে। সে ক্ষেত্রে আপিন যেটি করেত পারেন তা হল, আপনার হাতের কাছের পেনড্রাইভটিকে
কম্পিউটার চালু করার উপেযাগী বা বুটেবল করে সেটি দিয়ে উইন্ডোজ ইনস্টল করা।
এজন্ন প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজ স্টারট মেনু থেকে রান কমান্ডে
গিয়ে cmd লিখে এন্টার করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART। তাহেল নতুন আরেকটি উইন্ডো
খুলেব। সেখানে LIST DISK লিখে এন্টার করুন।এবারে প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর
একে একে নিচের সংকেত গুলো লিখেদিন—
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
এবার এই উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইেভ ঢোকান।ধরে
নিই আপনার ডিভিডি-রম ড্রাইভ ও পেনড্রাইেভর ড্রাইভ লেটার হল যথাক্রমে I ও J ।
কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে I: CD BOOT Ges CD BOOT লিখুন। এবারে BOOTSECT.exe
/NT60 J: লিখে এন্টার করুন। এবারে ডিভিডির সব ফাইল পেনড্রাইেভ কপি করে নিন, তা হলেই
বুটেবল হয়ে যাবে পেনড্রাইভ এবং সরাসির পেনড্রাইভ থেকেই ইনস্টল করেত পারেবন উইন্ডোজ
সেভেন অপারেটিং সিস্টেম। তবে এই পদ্ধতি উইন্ডোজ এক্সপির জন্ন নয়, শুধু উইন্ডোজ সেভেন, এইট
ও ভিস্তার জন্ন।
থাকে না। এখন যদি এগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করেত চান, তাহেল উপায় কী! উপায় হল
এক্সটারনাল সিডি অথবা ডিভিডি-রম ড্রাইভ বেবহার করা। এখন সেটি সব সময় হাতের কাছে নাও
থাকেত পারে। সে ক্ষেত্রে আপিন যেটি করেত পারেন তা হল, আপনার হাতের কাছের পেনড্রাইভটিকে
কম্পিউটার চালু করার উপেযাগী বা বুটেবল করে সেটি দিয়ে উইন্ডোজ ইনস্টল করা।
এজন্ন প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজ স্টারট মেনু থেকে রান কমান্ডে
গিয়ে cmd লিখে এন্টার করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART। তাহেল নতুন আরেকটি উইন্ডো
খুলেব। সেখানে LIST DISK লিখে এন্টার করুন।এবারে প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর
একে একে নিচের সংকেত গুলো লিখেদিন—
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
এবার এই উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইেভ ঢোকান।ধরে
নিই আপনার ডিভিডি-রম ড্রাইভ ও পেনড্রাইেভর ড্রাইভ লেটার হল যথাক্রমে I ও J ।
কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে I: CD BOOT Ges CD BOOT লিখুন। এবারে BOOTSECT.exe
/NT60 J: লিখে এন্টার করুন। এবারে ডিভিডির সব ফাইল পেনড্রাইেভ কপি করে নিন, তা হলেই
বুটেবল হয়ে যাবে পেনড্রাইভ এবং সরাসির পেনড্রাইভ থেকেই ইনস্টল করেত পারেবন উইন্ডোজ
সেভেন অপারেটিং সিস্টেম। তবে এই পদ্ধতি উইন্ডোজ এক্সপির জন্ন নয়, শুধু উইন্ডোজ সেভেন, এইট
ও ভিস্তার জন্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন